৭. এম এস ধোনি

এই তালিকায় সবথেকে জনপ্রিয় ও দলের প্রধান কর্মকর্তা এম এস ধোনি (MS Dhoni) প্রথম বছর থেকেই এই ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত আছেন, আইপিএলে তার অধীনে চেন্নাই দল ৪ বার এই ট্রফি জয়লাভ করেছে। ২৩৪ টি আইপিএল ম্যাচে ৩৯.২ গড়ে তিনি ৪৯৭৮ রান করেছেন, ইতিহাসের সেরা ফিনিশারের তকমা তাকেই দেওয়া হয়েছে যেটা তিনি বারবার প্রমান ও করেছেন, এবছরে তাকে শেষবারের মতন চেন্নাইয়ের জার্সিতে দেখা যাবে, শেষ আইপিএলে তিনি চাইবেন কিছু স্মৃতি রেখে যেতে।