৪. ময়েন আলী

চেন্নাই দলের হয়ে চতুর্থ স্থানে ব্যাটিং করতে দেখা যায় ময়েন আলীকে (Moeen Ali), ইংল্যান্ডের এই ব্যাটসম্যান বিগত কয়েক বছর চেন্নাই (CSK) দলের খুব জনপ্রিয় ব্যাটসম্যান হয়ে উঠেছেন। আইপিএলে তিনি ৪৪ ম্যাচে ২৩ গড়ে ৯১০ রান করেছেন ও নিয়েছেন ২৪ টি উইকেট। ক্যারিয়ারের প্রথম থেকেই তিনি এই ফ্রাঞ্চাইজির হয়ে খেলে আসছেন, নিজেকে বেশ মেলে ধরেছেন তিনি, ২০২১ সালে চেন্নাইকে চ্যাম্পিয়ন করার পিছনে অন্যতম ভূমিকা নিয়েছিলেন ময়েন আলী.