৩. বেন স্টোকস

ইংল্যান্ড দলের লাল বলের ক্যাপ্টেন বেন স্টোকস (Ben Stokes) এবার এম এস ধোনির অধীনে নামতে চলেছেন চেন্নাই দলে, এর আগে রাইজিং পুনে সুপারজায়ান্টস দলে দুজনকে একসাথে খেলতে দেখা গিয়েছিলো, আবার একসাথে দেখা যাবে বেন ও ধোনিকে, অভিজ্ঞ অলরাউন্ডার বেন স্টোকসও হয়ে গিয়েছিলেন এই আইপিএলের তৃতীয় দামি খেলোয়াড়। বেন স্টোকসকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে চেন্নাই সুপার কিংস তাদের দলে অন্তর্ভুক্ত করেছিল। আইপিএলের ময়দানে ৪৩ টি ম্যাচ খেলেছেন বেন, রাইজিং পুনে সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস দলের হয়ে খেলেছিলেন স্টোকস, এবার ধোনির দলে নিজের জায়গা বানালেন স্টোকস, আইপিএলে ৪৩ ম্যাচে ব্যাট হাতে ৯২০ রান করেছেন ও ২৮ উইকেট নিয়েছেন, এমনকি ব্যাট হাতে ২ বার শতরান ও করেছেন তিনি।