১১. রাজবর্ধন হাঙ্গারগেকার

রাজবর্ধন হাঙ্গারগেকার (Rajvardhan Hangargekar) একজন ভারতীয় ক্রিকেটার। তিনি ভারতের মহারাষ্ট্রে ১০ নভেম্বর ২০০২ সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার।আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২২-এ তিনি ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে বোলার হিসেবে নির্বাচিত হন।