১০. মুকেশ চৌধুরী

গত বছর দীপক চেহারেরে অনুপস্থিতিতে চেন্নাই সুপার কিংস (CSK) দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সুইং বলার মুকেশ চৌধুরী (Mukesh Choudhary), দলের মুখ্য পেসার দীপক চাহারের অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছিলেন তিনি, আইপিএলে বেশ উল্লেখযোগ্য প্রদর্শন দেখিয়েছেন তিনি, ১৩ ম্যাচে ৯.৩২ ইকোনমিতে তিনি ১৬ টি উইকেট নিয়েছেন।