৭. এম এস ধোনি

এই তালিকায় সবথেকে জনপ্রিয় ও দলের প্রধান কর্মকর্তা এম এস ধোনি (MS Dhoni) প্রথম বছর থেকেই এই ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত আছেন, আইপিএলে তার অধীনে চেন্নাই দল ৪বার এই ট্রফি জয়লাভ করেছে।
২৩৪ টি আইপিএল ম্যাচে ৩৯.২ গড়ে তিনি ৪৯৭৮ রান করেছেন, ক্রিকেটের ময়দানে কুল ধোনি ব্যাক্তিগত জীবনে বেশ রোমান্টিক, ধোনি-সাক্ষীর প্রেমকাহিনী কোনও সিনেমার থেকে কম নয়।
ধোনির বায়োগ্রাফি ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে সেই গল্প দেখাও গেছে। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী সিং ২০১০ সালের ৪ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৫ সালে ধোনি-সাক্ষীর একমাত্র সন্তান জিভা সিং ধোনির জন্ম হয়। সাক্ষী একটি NGO চালান।