৬. রবীন্দ্র জাদেজা

বর্তমানে ভারতীয় দলের সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), বেশ দুরন্ত প্রদর্শন দেখাচ্ছেন জাদেজা , গত বছর দলের অধিনায়ক হিসাবেও দেখা গিয়েছিল জাদেজা কে, কিন্তু চোট পেয়ে ও টিম ম্যানেজমেন্ট-এর সাথে বিবাদের জন্য খবর উঠে এসেছিল তিনি এবার হলুদ জার্সি পরে নামবেন না।
তবে তাকে দেখা যাবে হলুদ জার্সিতে, ২০১৬ সালে ক্রিকেটার রবীন্দ্র জাদেজার সঙ্গে বিয়ে হয় রিভাবার। ক্রিকেটারের স্ত্রী হিসেবে পরিচিত হলেও তাঁর অন্য একটি পরিচয়ও আছে।পেশায় মেকানিক্যাল ইঞ্জিয়ার রিভাবা, ২০১৯ সালে BJP-তে যোগ দেন তিনি।
এমনকি গতবছর জামনগরের বিজয়ী প্রার্থী হয়ে MLA হিসাবে নির্বাচিত হয়েছেন। তাদের ২০১৭ সালেই কোল আলো করে জন্ম নেয় নিধায়ণা জাদেজা তাদের কন্যা।