৫. শিভম দুবে

ভারতীয় দলের তরুণ প্রতিভাবান অলরাউন্ডার শিভম দুবে (Shivam Dube) রয়েছেন এই তালিকায়, তিনি গত বছর চেন্নাই দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচ উইনিং নক খেলেছিলেন যে কারণে চেন্নাই দল তাকে রিটেন করেছে, আইপিএলে তিনি ৩৫ ম্যাচে ২৪.৫৭ গড়ে ৬৮৮ রান করেছেন সাথে নিয়েছেন ৪ টি উইকেট।
শিবমের কাছে ধর্মের থেকেও বড় ছিল ভালোবাসা। তাই কটাক্ষ, নিন্দাকে উপেক্ষা করে তিনি নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করেছেন। ২০২১ সালের ১৬ জুলাই ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে চার হাত এক হয়। দুই রীতিতেই বিয়ে হয় শিবম ও অঞ্জুম খানের।
অঞ্জুমের বাড়ি উত্তরপ্রদেশে। পেশায় অভিনেত্রী ও মডেল তিনি। একাধিক হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন। যদিও বড় কোনও ভূমিকায় এখনও তাঁকে দেখা যায়নি। একাধিক মিউজিক ভিডিয়োতে দেখা গেছে তাঁকে।