IPL 2025: জাদেজা-দুবে 'কনফর্ম', CSK শিবির থেকে ছাটাই হচ্ছেন প্রাক্তন 'ক্যাপ্টেন কুল' ধোনি !! 1

আইপিএল ২০২৫ (IPL 2025) এর আগে মস্ত বড় সিদ্ধান্ত নিতে চলেছে চেন্নাই সুপার কিংস (CSK)। মুম্বাই ইন্ডিয়ান্সের পর পাঁচটি আইপিএল খেতাব জিতেছে চেন্নাই সুপার কিংস। ২০২৩ সালে শেষবার এই ট্রফির স্বাদ পেয়েছে চেন্নাই দল। তবে আসন্ন মৌসুমে মেগা নিলাম এর আগে একাধিক খেলোয়াড়কে ছাটাই করতে হবে প্রতিটি দলকেই। কেবলমাত্র পাঁচজন খেলোয়াড়কে নিলামের আগে ধরে রাখতে পারবে ফ্রাঞ্চাইজি। তাই আইপিএল রিটেনশনের আগে বড় ভূমিকা নিতে পারে চেন্নাই সুপার কিংস দল।

এবারের আইপিএলে (IPL 2025) চেন্নাই দল তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) ধরে রাখবে। বিগত কয়েক বছর ধরেই চেন্নাই সুপর কিংস দলের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠেছেন জাদেজা। ২০২২ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের দায়িত্ব পালন করেছিলেন তিনি। গত বার আইপিএলে যখন মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল তখন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে সর্বাধিক ১৬ কোটি টাকায় ধরে রেখেছিল চেন্নাই সুপার কিংস। ফ্রাঞ্চাইজির হয়ে তিনটি শিরোপা জিতেছেন জাদেজা। ফ্রাঞ্চাইজির হয়ে ১৮৬ ম্যাচে ২০৫৩ রান বানান এবং ১৪২টি উইকেট নিয়েছেন তিনি। ১৮ কোটি টাকার বিনিময়ে জাদেজাকে ধরে রাখতে চাইবে চেন্নাই ব্রিগেড।

তিন খেলোয়াড়কে ধরে রাখবে CSK

Ravindra jadeja and Ruturaj Gaikwad, ipl 2025
Ravindra Jadeja and Ruturaj Gaikwad | Image: Getty Images

তালিকায় দ্বিতীয় স্থানে থাকবেন চেন্নাই দলের গত মৌসুমের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়ার্ড। ২০২০ সালে চেন্নাই জার্সিতে অভিষেক হয়েছিল ভারতীয় দলের এই তরুণ তারকার। দলের হয়ে বেশ দুর্দান্ত পারফরমেন্সের পরিচয় দিয়ে তিনি চেন্নাইয়ের নয়নের মনি হয়ে উঠেছেন খুবই জলদি। গত মরশুমে মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস দলের অধিনায়কত্ব তুলে দিয়েছিলেন ঋতুরাজ গাইকোয়ার্ড (Ruturaj Gaikwad) এর হাতে। আসন্ন মৌসুমের আগে চেন্নাই তারকা ক্রিকেটারকে দ্বিতীয় রিটেন প্লেয়ার হিসাবে ধরে রাখবে।

Read More: IND vs AUS: অস্টেলিয়া সিরিজের আগেই নিজের ভুল বুঝলো BCCI, দলে ফেরানো হচ্ছে বুড়ো ঘোড়াদের !!

গত তিনটি মৌসুমে শ্রীলঙ্কার তরুণ তারকা মতিশা পাথিরানা টি-টোয়েন্টি ফরম্যাটের স্পেশালিস্ট বোলার হয়ে উঠেছেন। তিনি চেন্নাই ফ্রাঞ্চাইজির হয়েই অভিযান শুরু করেছিলেন। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী তারকা শ্রীলঙ্কান বোলারকে লম্বা সময়ের জন্য চেন্নাই ফ্রাঞ্চাইজির অংশ বানাতে চাইছে টিম কতৃপক্ষ। কয়েকদিন আগেই পাথিরানার ম্যানেজার চেন্নাই সুপার কিংসের অফিসে এসেছিলেন যার থেকে এটা স্পষ্ট যে তিনি চেন্নাই দলেই খেলতে চলেছেন।

দুই খেলোয়াড়কে রিটেন করবে CSK

Shivam Dube ,ipl 2025
Shivam Dube | Image: Getty Images

২০২৪ সালে ভারতের মাটিতে নিউজিল্যান্ডের রোচিন রবীন্দ্র দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছিলেন, এমনকি ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজেও বেশ দারুন ব্যাটিং করছেন। তিনি এখন এখন কেবলমাত্র ২৪ বছর বয়সী, চেন্নাইয়ের জার্সিতে তিনি ভবিষ্যতের সুপারস্টার হয়ে উঠতে পারেন। টিম ম্যানেজমেন্ট চাইবে রবীন্দ্রকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে আবার দলে শামিল করতে চাইবে। তাছাড়া শিবম দুবে (Shivam Dube) যিনি গত কয়েকটি মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে অসাধারণ ব্যাটিং প্রদর্শন দেখাচ্ছেন। চেন্নাইতে সুযোগ পাওয়ার পর তিনি তার ফর্মেও ফিরেছেন। ফ্র্যাঞ্চাইজির হয়ে দুবে দ্বিতীয় রিটেনশন প্লেয়ার হয়ে উঠতে পারেন।

আনক্যাপড প্লেয়ার হিসাবে এন্ট্রি নেবেন ধোনি

Ms dhoni
MS Dhoni | Image: Getty Images

এবারের আইপিএলে আনক্যাপড প্লেয়ার হিসাবে খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, কোনো ভারতীয় খেলোয়াড় যদি তার শেষ ম্যাচটি ৫ বছর আগে খেলে থাকেন তাহলে তিনি আনক্যাপড প্লেয়ার হিসাবে গন্য হবেন। এই সমীকরণে এমএস ধোনি চেন্নাই সুপার কিংস দলে আনক্যাপড প্লেয়ার হিসাবে এন্ট্রি নিতে পারেন। চেন্নাইয়ের জার্সিতে ধোনির অবদান প্রবল। ফ্র্যাঞ্চাইজির হয়ে ধোনি ৫টি আইপিএল শিরোপা জিতেছেন। যদিও এখনও পর্যন্ত ধোনি আসন্ন আইপিএলে অংশ নেবেন কিনা তা স্পষ্টত জানান নি।

Also Read: IPL 2025: রিয়ান-সঞ্জুর ভবিষ্যৎ নিয়ে সংশয়, রাজস্থানের RTM নিশানায় তারকা ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *