আসন্ন আইপিএলের (IPL 2025) আগেই অনুষ্ঠিত হতে চলেছে মেগা নিলাম, চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে বড় নিলামের ইভেন্ট। আর আগামী নিলামে সব দলেরই নজর থাকবে ঋষভ পন্থের দিকে। ভারতীয় দলের তারকা উইকেটরক্ষক ঋষভ পন্থকে (Rishabh Pant) কিনতে মোরিয়া হয়ে লড়াই চালাবে নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংসের মতন দল গুলি। একাধিক ক্রিকেট ভক্তদের মতে নিলামের মঞ্চে সবথেকে বেশি দাম পেতে চলেছেন ঋষভ পন্থ। তবে মেগা নিলামে পন্থের মতন সুপারস্টারকে কিনতে টাকার বৃষ্টি করতে হবে বলে মনে করছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথন। আর তাতেই ব্যাকফুটে চলে আসতে হবে চেন্নাই দলকে।
দুর্দান্ত ছন্দে রয়েছেন পন্থ
মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন পন্থ, তবে ক্রিকেট মাঠে ফিরে এসে দলকে নতুন দিশা দেখালেন তারকা ক্রিকেটার। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের জার্সিতে বিশ্বকাপ জিতেছেন তিনি। বিশ্বকাপের পর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ ছন্দ দেখিয়েছেন তারকা ব্যাটসম্যান। উইকেটের পিছনে দস্তানা হাতে তিনি যেমন অপ্রীতিরোদ্ধ ঠিক তেমনই নিলামের মঞ্চে তাকে নিয়ে হবে টানাটানি। যে সমস্ত ফ্রাঞ্চাইজি তাদের অধিনায়ক ছেড়েছে সেসব ফ্রাঞ্চাইজিতে নিমেষে ঢুকতে পারেন পন্থ। সূত্রের খবর পন্থের জন্য ৩০-৩৫ কোটি টাকাও খরচ করতে রাজি পাঞ্জাব কিংস ফ্রাঞ্চাইজি।
Read More: বাদ রোহিত শর্মা, বর্ডার-গাভাস্কার ট্রফিতে এই খেলোয়াড় দেবেন ভারতীয় দলকে নেতৃত্ব !!
২০২৫ সালের আইপিএলের (IPL 2025) জন্য নিলামের মঞ্চে সবথেকে বেশি টাকা থাকবে পঞ্জাবের কাছে। তাদের কাছে রয়েছে ১১০ কোটি ৫০ লাখ টাকা। অন্য দিকে, বাঁকি দলগুলোর পার্স খুবই কম বেঁচে রয়েছে। পন্থের বিষয়ে মন্তব্য করে বিশ্বনাথন বলেছেন, “আমরা জানি, নিলামের সময় আমাদের হাতে খুব বেশি টাকা থাকবে না। ভারতের সেরা খেলোয়াড়দের নাম উঠলে তাদের শামিল লড়তে চাইলে আমরা বাঁকি দলগুলোর সঙ্গে পেরে উঠবো না। তবুও আমরা চেষ্টা করবো, পরিস্থিতির উপর নির্ভর করে বিচার করা হবে।’’
চেন্নাইয়ের জার্সিতে দেখা যাবে পন্থকে
আসন্ন আইপিএলের নিলামের আগে প্রাক্তন চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান সুরেশ রায়না (Suresh Raina) জানিয়ে দিয়েছিলেন যে, পন্থকে নাকি এবার চেন্নাইয়ের জার্সিতে দেখতে পাওয়া যাবে। আসলে, রিটেনশন তালিকা জমা দেওয়ার আগেই রায়না নাকি পন্থকে ধোনির সঙ্গে দেখেছেন এবং তিনি ইঙ্গিত দিয়ে জানিয়েছেন পন্থ নাকি চেন্নাইয়ের জার্সিতে এন্ট্রি নেবেন। রায়না বলেছিলেন, “আমি কয়েকদিন আগে দিল্লিতে এমএস ধোনির সঙ্গে দেখা করি, সেখানে আমি ধোনির সঙ্গে পন্থকে দেখতে পেয়েছি। শীঘ্রই কেউ একজন চেন্নাই দলে আসতে চলেছে।”