Csk,ipl 2024
Chennai Super Kings (CSK) | Image: Getty Images

২০২২ সালের আইপিএল-টা ভালো যায় নি চেন্নাই সুপার কিংসের (CSK)। দশ দলের প্রতিযোগিতায় নবম স্থানে শেষ করেছিলো তারা। দল বাছাই নিয়ে কটাক্ষ শুনতে হয়েছিলো টিম ম্যানেজমেন্টকে। সমালোচনা এড়াতে পারেন নি কোচ স্টিফেন ফ্লেমিং এবং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও (MS Dhoni)। পঞ্চদশ মরসুমের শুরুতে নেতৃত্ব ছেড়েছিলেন ‘মাহি।’ দায়িত্ব দেওয়া হয়েছিলো রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja)। কিন্তু আট ম্যাচ পরেই নেতৃত্বের ব্যাটন হাতছাড়া হয় জাদেজার। বদলে ফের একবার অভিষিক্ত হন ধোনিই। তবে দলকে প্লে-অফে তোলা সম্ভব হয় নি তাঁর পক্ষে।

২০২২-এর ব্যর্থতা ভুলে ২০২৩ মরসুমে নতুন করে সাফল্যের পথে হাঁটার সংকল্প নিয়েছিলো চেন্নাই (CSK)। মরসুমের প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হারতে হলেও, ফাইনালে সেই গুজরাত’কে (GT) আহমেদাবাদের মাঠে হারিয়েই খেতাব জেতে তারা।বৃষ্টিবিঘ্নিত ষোড়শ আইপিএল ফাইনালে প্রথমে ব্যাটিং করেছিলো গুজরাত (GT)। সাই সুদর্শনের ৯৬ এবং ঋদ্ধিমান সাহার ৫৪ রানের সুবাদে বড় রান তুলেছিলো তারা। বৃষ্টির কারণে চেন্নাইয়ের ইনিংস কমে দাঁড়ায় ১৫ ওভারের। চেন্নাইয়ের জন্য নয়া লক্ষ্য নির্ধারিত হয় ১৭১।

রুদ্ধশ্বাস শেষ ওভারে নিখুঁত বোলিং করে টাইটান্সবাহিনীকে প্রায় জয় এনে দিয়েছিলেন মোহিত শর্মা (Mohit Sharma)। কিন্তু নিজের সেরাটা ফাইনালের জন্য তুলে রেখেছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। শেষ দুই বলে দরকার ছিলো ১০ রান। ছক্কা ও চার মেরে চেন্নাই সুপার কিংস-কে (CSK) জয় এনে দেন তিনি। ২০২৩-এর খেতাব জয়ের সাথে সাথে পঞ্চম আইপিএল ট্রফি জিতলো চেন্নাই (CSK)। মাঠের লড়াইতে বাকিদের পিছনে ফেলার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বাকিদের ছাড়িয়ে অনেকখানি এগিয়ে গিয়েছে চেন্নাই। ট্যুইটারে ১০ মিলিয়ন ফলোয়ারের মাইলস্টোন স্পর্শ করলো তারা।

Read More: “খুশিকে হারিয়ে যেতে দিও না…” স্বাধীনতা দিবসের ভাষণে হৃদয় স্পর্শ করলেন ঋষভ পন্থ !!

ট্যুইটারের ‘সুপার কিং’ CSK-

CSK Twitter | Image: Twitter
CSK Twitter | Image: Twitter

সমর্থকদের সাথে দলের যোগাযোগ বজায় রাখার অন্যতম মাধ্যম এখন সোশ্যাল মিডিয়া। জনপ্রিয়তা পরিমাপ করার অন্যতম মাপকাঠি হিসেবেও ফেসবুক, ট্যুইটার, ইন্সটাগ্রামের মত সাইটগুলির গুরুত্ব এখন অপরিসীম। মাইক্রা ব্লগিং সাইট ট্যুইটারে আইপিএলের বাকি নয় দলকে অনেকখানি পিছনে ফেলে এগিয়ে গেলো মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস। প্রথম আইপিএল ফ্র্যাঞ্চাইজি হিসেবে ১০ মিলিয়ন বা এক কোটি ফলোয়ারের মাইলফলক ছুঁলো তারা।

ট্রফি সংখ্যার নিরিখে যারা চেন্নাইয়ের (CSK) সাথে একই বিন্দুতে অবস্থান করছে সেই মুম্বই ইন্ডিয়ান্স’ই (MI) ট্যুইটার ফলোয়ারের নিরিখে চেন্নাইয়ের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী। তাদের ফলোয়ারের সংখ্যা ৮.২ মিলিয়র বা ৮২ লাখ। তিনে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। তাদের ফলোয়ার সংখ্যা ৬৮ লক্ষ।তালিকায় চার নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। বলিউড বাদশাহ শাহরুখ খানের দলের ট্যুইটারে ভক্তসংখ্যা ৫২ লাখ। পঞ্চম স্থানে রয়েছে ২০১৬ সালের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। তাদের ফলোয়ার সংখ্যা ৩.২ মিলিয়ন বা ৩২ লক্ষ। ষষ্ঠ স্থানে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস (PBKS) দল। তাদের ট্যুইটার ফলোয়ারের সংখ্যা ২.৯ মিলিয়ন।

সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে রাজস্থান রয়্যালস (RR) ও দিল্লী ক্যাপিটালস (DC)। তাদের ফলোয়ার সংখ্যা যথাক্রমে ২.৭ মিলিয়ন ও ২.৫ মিলিয়ন। আর শেষের দুটি জায়গা থাকছে আইপিএলের নতুন দুই দল লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) এবং গুজরাত টাইটান্সের (GT) জন্য। লক্ষ্ণৌ’র ট্যুইটার ফলোয়ারের সংখ্যা ৭ লাখ ৬০ হাজারের কিছু বেশী। আর ২০২২-এর চ্যাম্পিয়ন এবং ২০২৩-এর ফাইনালিস্ট হলেও শেষতম স্থানে গুজরাত টাইটান্স। হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya) ট্যুইটারে ফলো করেন ৫ লাখ ২২ হাজারের কিছু বেশী সংখ্যক মানুষ।

সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে CSK-

Also Read: “নিজের ওকাতের মধ্যে থাকুন, বেশি হোশিয়ারি দেখাবেন না”, শহরের মেয়রকে একহাত নিলেন জাদেজা-পত্নী রিভাবা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *