প্রায় একমাস আগেই সমাপ্ত হলো ক্রিকেটের সব থেকে জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2023)। এই লিগ জুড়ে চলে বেশ উত্তেজনা ও উন্মাদনা। আর এই লীগের অন্যতম সফল দল হলো চেন্নাই সুপার কিংস (CSK)। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) নেতৃত্বে দলটি সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছে। পঞ্চম বার ট্রফি জয় করে মুম্বাই ইন্ডিয়ান্সের সমতুল্য করে নিল চেন্নাই দলটি। তবে কেবলমাত্র এই সাফল্যের অবদান ক্যাপ্টেন কুলকে দেওয়া যায় না, এর পেছনে রয়েছে কোচ স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming) এর কঠোর পরিশ্রম। দীর্ঘ ১৫ বছর ধরে ধোনির সঙ্গে কাজ করছেন তিনি, ২০০৮ সালে অর্থাৎ প্রথম আইপিএলে একজন প্লেয়ার হিসেবে চেন্নাই দলের সাথে যুক্ত হয়েছিলেন স্টিভেন ফ্লেমিং। পরের বছরেই তিনি অবসর ঘোষণা করে দিয়ে চেন্নাই দলের কোচিং এর দায়িত্ব গ্রহণ করেন। ২০০৯ থেকে চলতে শুরু হয় ফ্লেমিং ধোনির নতুন জুটি।
Read More: অবসান হতে চলেছে রোহিত শর্মার যুগের, এই প্লেয়ার হতে চলেছেন পরবর্তী ‘হিটম্যান’ !!
সুপার কিংসের সঙ্গে ১৫ বছর যুক্ত রয়েছেন ফ্লেমিং
এরপরে ২০১৬ সাল ও ২০১৭ সালে যখন গড়াপেটার কারণে চেন্নাই দলকে ব্যান করা হলো তখন রাইজিং পুনে সুপার জয়েন্টস এর প্রধান কোচ হিসেবে নিযুক্ত ছিলেন তিনি এবং সেই সময়ও দলের ক্যাপ্টেন ছিলেন মহেন্দ্র সিং ধোনি। আবার ২০১৮ সালে যখন চেন্নাই দল ফিরে আসে তখন কামব্যাক সিজনে চেন্নাইকে ট্রফি এনে দেয় এই জুটি। এরপর থেকেই চলতে থাকে তার কোচিংয়ের যাত্রা, এমনকি এই বছর ট্রফি জয় করেছে চেন্নাই দলটি। পাঁচবারের জন্য চ্যাম্পিয়ন হলো সিএসকে। এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি লিগে জোবার্গ সুপার কিংস নামে খেলতে দেখা যায় চেন্নাইয়ের অন্য এক দলকে। দলটির অধিনায়ক হিসেবে দেখা গিয়েছিল ফফ ডুপ্লেসিস (Faf Du Plesis) কে এবং দলের কোচিংয়ের ভূমিকা পালন করছিলেন সেই স্টিভেন ফ্লেমিং (Steven Fleming) এবং সামনেই অনুষ্ঠিত হতে চলেছে মেজর ক্রিকেট লিগ (MCL) যেখানে দেখা যাবে ফ্লেমিংকেই আবার এই সুপার কিংস দলকে কোচিংয়ের ভূমিকা পালন করতে।
ভারতীয় দলের কোচ হতে পারেন ফ্লেমিং
টেক্সাস সুপার কিংস নামে দলটি খেলতে চলেছে MCL। টেক্সাসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন স্টিফেন ফ্লেমিং । ফ্র্যাঞ্চাইজির সাথে ফ্লেমিং-এর দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে এবং কোচিং অভিজ্ঞতার ভাণ্ডার নিয়ে আসেন তাই এই দায়িত্ব তাকেই দেওয়া হয়েছে, ফ্লেমিং-এর সাথে যোগ দিচ্ছেন এরিক সিমন্স এবং অ্যালবি মরকেল , যারা টেক্সাসের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। রাসেল রাধাকৃষ্ণানকে টিম ম্যানেজার হিসেবে নিযুক্ত করা হয়েছে, আর গ্রেগরি কিং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে দায়িত্ব নেবেন।লক্ষ্মী নারায়ণন দলে হাই-পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে যোগ দিয়েছেন, এবং টমি সিমসেক দলের ফিজিওথেরাপিস্ট হিসেবে সাহায্য করবেন।
শোচনীয় অবস্থা টিম ইন্ডিয়ার
তবে সূত্রের খবর অনুযায়ী, এবার টিম ইন্ডিয়ার হেড কোচ হিসাবে দেখা যেতে পারে তাকে। আসলে, বর্তমানে টিম ইন্ডিয়ার কথা বলতে গেলে খুব একটা ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেনা ভারতীয় দল, একের পর এক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দলকে এবং ২০১৩ সাল থেকে এখনো পর্যন্ত আইসিসির কোন ট্রফির মুখ দেখল না দলটি। এবার পরিবর্তন হতে পারে কোচের, ভারতীয় দলের সঙ্গে ২০২১ সালের শেষের দিকে যুক্ত হয়েছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid) তবে তার কোচিংয়ে সেই ভাবে কোন সফলতাই আসেনি যে কারণে তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হতে পারে এই ফ্লেমিংকেই।