"তুমিই আমাদের অধিনায়ক .." জন্মদিনে সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ডিং MS ধোনি !! 1

আজ ৭ই জুলাই, আর আজকের দিনেই ১৯৮১ সালে ঝাড়খণ্ডের রাঁচি এলাকায় জন্মগ্রহণ করেন ভারতের সর্বকালের সেরা ক্যাপ্টেন এমএস ধোনি (MS Dhoni)। ছোটবেলায় গোলকিপার থেকে শুরু হয় তার খেলাধুলা এবং তা সমাপ্ত হলো বিশ্বের সেরা উইকেটকিপার হিসাবে। ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ান ডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় ধোনির। প্রথম ৪ ম্যাচে খারাপ পারফরমেন্সের পরে পঞ্চম ম্যাচে শতরান জুড়ে বিশ্বকে নিজের আবির্ভাব বুঝিয়ে নেন। এরপর ২০০৭ আইসিসি বিশ্ব টোয়েন্টি ২০ তে অধিনায়ক হন এবং প্রথম বছরেই টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন বানান। এরপর আর থেমে থাকেনি নি ধোনি। ২০১১ ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে। তার অধিনায়কত্বেই ভারত টেস্টে শীর্ষস্থান গ্রহণ করে। এমনকি তার নেতৃত্বেই আবার ২০১৩ সালে আইসিস চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। একমাত্র অধিনায়ক হিসাবে এই কৃতিত্ব একমাত্র এমএস ধোনির ই আছে।

READ MORE: TOP 3: ‘টিম ইন্ডিয়া’র অধিনায়ক হিসেবে MS ধোনির ৩ স্মরণীয় টেস্ট জয় !!

একাধিক ভক্ত রয়েছে ক্যাপ্টেন কুলের, আজকে তার জন্মদিন উপলক্ষ্যে শুধু ভক্তরা নয়, তার সহকর্মী ক্রিকেটাররা, প্রাক্তন ক্রিকেটাররা এমনকি তরুণ ক্রিকেটাররাও ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেন নি। ৪২ বছর বয়সে পা দিলেন ক্যাপ্টেন কুল, ক্যারিয়ারে একাধিক ম্যাচ খেলেছেন ধোনি। অধিনায়ক হিসেবে ঠিক যেমনটা সফল ছিলেন ধোনি (MS Dhoni), ঠিক তেমনটাই ব্যাটসম্যান হিসাবেও সফল ছিলেন তিনি। তার ক্যারিয়ারের কথা বলতে গেলে, ৯০ টেস্টে ৩৮.০৯ গড়ে ৪৮৭৬ রান করেছেন। ৩৫০ ওডিআই ম্যাচে ৫০.৫৮ গড়ে ১০৭৭৩ রান করেছেন। ৯৮ টি টোয়েন্টি ম্যাচে ১৬১৭ রান করেছেন ও আইপিএলে ২৫০ ম্যাচে ৫০৮২ রান বানিয়েছেন ধোনি। কিছুদিন আগেই তার নেতৃত্বে চেন্নাই সুপার কিংস (CSK) পঞ্চম বারের জন্য আইপিএল খেতাব নিজের নামে করলো। আগামী বছরেও ধোনিকে দেখা যেতে পারে যদি তিনি সুস্থ হয়ে উঠতে পারেন তাহলে।

দেখেনিন শুভেচ্ছাবার্তা

READ ALSO: TOP 3: অধিনায়ক হিসাবে MS ধোনির কেরিয়ারের ৩ বিতর্কিত অধ্যায়, যা হয়েছে খবরের শিরোনাম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *