আইপিএল এ স্তগিত আরো একটি ম্যাচ, এবার বলি রাজস্থান 1

ভারত এ ক্রমশই বেড়ে চলেছে করোনা সংক্রমণ আর তাতেই নাজেহাল সেলেব্রেটি থেকে ক্রিকেটার, নেতা থেকে আপমর সমস্ত দেশবাসী| করোনা আর গ্রাস এ যে কে কখন ধরাশায়ী হবে তা বলা বড়ই মুশকিল | করোনার প্রথম ঢেউ চলে যাবার পর সমগ্র দেশবাসী আবার যখন আস্তে আস্তে সব কিছু পুনরায় শুরু করতে চলেছে, আমাদের সবার প্রিয় আইপিএল আবার আমাদের দেশ এর মাঠে শুরু হয়েছে ঠিক সেই সময় আবার করোনা তার দ্বিতীয় ঢেউ আমাদের ওপর আছড়ে ফেললো |

আইপিএল এ স্তগিত আরো একটি ম্যাচ, এবার বলি রাজস্থান 2

এই বছর এতো কিছু দুঃসংবাদ এর মাঝেও সমস্ত দেশবাসীর মুখে হাসি ফুটিয়েছিল আইপিএল যা এই বছর আবার ভারত এর মাঠ এ শুরু হয়েছে | বিসিসিআই এই বছর ভারত এ আইপিএল শুরু করার ব্যাপার এ খুব ই আশাবাদী ছিলো এবং তারা সমস্ত রকম সুরক্ষা বিধি অবলম্বন করে, জৈব সুরক্ষা বলয় তৈরী করে, সমস্ত খেলোয়াড় এবং প্রত্যেক দোল এর সমস্ত সদ্যস দের করোনা টেস্টিং করিয়ে এই বছর আইপিএল শুরু হয়েছিল |

আইপিএল শুরু হবার পর বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা আমরা শুনতে পাই যার মধ্যে উল্লেখযোগ্য কে কে আর এবং দিল্লী ক্যাপিটালস এর দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় যারা করোনা আক্রান্ত হয়েছিল কিন্তু তারা সেই পরিস্থিতি জয় করে আবার ক্রিকেট মাঠে এ ফিরে আসে |

আইপিএল এ স্তগিত আরো একটি ম্যাচ, এবার বলি রাজস্থান 3

এই রকম জয় পরাজয় এর মধ্যে দিয়ে সমস্ত দেশবাসী আইপিএল টা কে বেশ উপভোগ করতে শুরু করেছিল | কিন্তু খেলার মাঝে আবার বাধ সাধলো সেই করোনা সংক্রমণ | আইপিএল এর যখন মাঝামাজি সময় এর খেলা সবে শুরু হতে চলেছে সেই সময় খবর পাওয়া গেলো কে কে আর এবং আর সি বি র ম্যাচ স্তগিত হয়ে গেছে কারণ কে কে আর শিবির এর দুজন গুর্রুতপূর্ণ খেলোয়াড় করোনা আক্রান্ত হয়েছে তার জন্য সমস্ত কে এ আর দোল কে ইসোলেশন এ রাখা হয়েছে |

ঠীক এই খবর এর পরেই জানা যায় সি এস কে র ব্লোলিং কোচ এবং দল এর বেশ কিছু সাপোর্ট সদ্যস তারাও করোনা আক্রান্ত হয়েছে এর সাথে সাথে এটাও জানা যায় যে দিল্লী অরুন জেটলি স্টেডিয়াম এর বেশ কিছু মাঠ কর্মী তারাও এই ভয়ঙ্কর করোনা আর থাবা র গ্রাস এর মুখে পড়েছে | এর পর চেন্নাই সুপার কিংস এর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে চেন্নাই সুপার কিংস আবার করনটিনে যেতে চলেছে যার ফলে তাদের সামনের যে ম্যাচ রাজস্থান রয়্যালস এর সাথে খেলার কথা ছিল সেটিও স্তগিত রাখতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইপিএল ম্যানেজিং কমিটি |

আইপিএল এ স্তগিত আরো একটি ম্যাচ, এবার বলি রাজস্থান 4

সব শেষ এ এখন এটাই দেখার যে এই ভাবে পরস্পর ম্যাচ স্তগিত হয়ে যাবার ফল এ এই বছর আইপিএল টাই না স্তগিত হয়ে যায় | কারণ এই ভাবে ম্যাচ স্তগিত হতে থাকলে আইপিএল শেষ হতে অনেক সময় লেগে যাবে যার জন্য ভারতীয় ক্রিকেট দল এর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এ অংশগ্রহণ করতে খুব ই যে সমস্যা হবে সেটা বলাই বাহুল্য |

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *