আইপিএল এ আবার কোরোনার থাবা, এবার থাবা চেন্নাই শিবিরে 1

আবারো কোরোনার প্রকোপ এবার এর আইপিএল এ। করোনা কাল এ আইপিএল শুরু হওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড সব রকম সাবধানতা নিয়ে খেলোয়াড় দের করোনা পরিষ্কা করে জৈব সুরক্ষা বলয় তৈরি করে এবার এর আইপিএল শুরু করেছিল, তার মাঝেও কিছু কিছু ছোট ঘটনা ছাড়াই এবার এর আইপিএল বেশ নির্বিঘ্নে কাটছিলো।

তবে ভারত এ বাড়তে থাকা করোনা র প্রকোপ এ অস্ট্রেলিয়া সরকার এ দেশ থেকে সমস্ত উড়ান বাতিল করার ফলে বেশ কিছু ক্রিকেটার আইপিএল এর জৈব সুরক্ষা বলয় ছেড়ে দেশ এ ফিরে গিয়েছে। এখন যে সব থেকে বড়ো খবর সামনে এসেছে তাতে সত্যি করে কি এ বছর আইপিএল এর ভবিষৎ অনিশ্চিত?

আইপিএল এ আবার কোরোনার থাবা, এবার থাবা চেন্নাই শিবিরে 2

ঘটনার সূত্রপাত আইপিএল এর ৩০তম ম্যাচ নিয়ে। ৩০তম ম্যাচ টি খেলার কথা ছিল কে কে আর এবং আর সি বি মধ্যে কিন্তু ম্যাচ শুরু র আগেই জানা যায় যে কে কে আর শিবির এর দুজন করোনা আকক্রান্ত হয়েছে তারা হলো বরুন চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়র | এদের মধ্যে বরুন চক্রবর্তী কে কে আর দল এর নিয়মিত এবং গুর্রুতপূর্ণ সদ্দস্য।

ঘটনা জানাজানি হবার পরেই আইপিএল কমিটি ম্যাচ টা কে পুনরায় অন্য একটি তারিখ এ খেলানোর সিদ্ধান্ত নেয় এবং কে কে আর এর সমস্ত খেলোয়াড় এবং বাকি সমস্ত সদস্যদের ইসোলেশন রাখার বেবস্থা করে। এর পরে জানা যায় দিল্লীর কিছু মাঠ কর্মী এবং চেন্নাই সুপার কিংস এর কিছু সদস্যও করোনা পসিটিভ হয়েছেন।

আইপিএল এ আবার কোরোনার থাবা, এবার থাবা চেন্নাই শিবিরে 3

এখন প্রশ্ন উঠতে শুরু হয়েছে তাহলে কি আবার খেলা পিছিয়ে অন্য দিন এ হবে ? যদি তাই হয় তাহলে নির্ধারিত সময় এ আইপিএল শেষ হবে না। ঠিক এর পর একজন স্পোর্টস সাংবাদিক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এর সাথে কথা বলেন ভারতীয় ক্রিকেট বোর্ড এর তরফ থেকে জানানো হয়েছে যে এর পর আর কোনো ম্যাচ ই পিছিয়ে অন্য কোনো দিন নিয়ে যাওয়া হবে না তার জন্য সমস্ত রকম বেবস্থা ভারতীয় বোর্ড এর তরফ থেকে করা হচ্ছে।

ভারতীয় বোর্ড এর তরফ থেকে এও জানানো হয়েছে যে এখন থেকে প্রত্যেক দিন সমস্ত খেলোয়াড় এবং দল এর বাকি সদ্দস্য দের করোনা পরিক্ষা করা হবে যাতে কারুর করোনা পসিটিভ হলে বাকি দের ইসোলেশন এ থাকতে না হয়।

আইপিএল এ আবার কোরোনার থাবা, এবার থাবা চেন্নাই শিবিরে 4

ভারতীয় বোর্ড এর তরফ থেকে এই খবর পাওয়ার পর আইপিএল ভালোবাসা মানুষরা খুব আনন্দিত সেটা বলার অবকাশ থাকে না। তবে এটাও বলে রাখা উচিত যে ভাবে ভারত এ করোনা র প্রকোপ যে ভাবে বেড়ে চলেছে তাতে সবাই কে সাবধানতা অবলম্বন করাটা খুব এ জরুরি এবং ভারতীয় বোর্ড এর তরফ থেকে প্রত্যেকটা ম্যাচ এ সেটাও প্রচার করা হচ্ছে।

তাই আমার নিজেরা যদি মাস্ক ব্যবহার করি শারীরিক দূরত্ব বজায় রাখি sanitizer ব্যবহার করি সব সময় এর জন্য তাহলে হয়তো এই করোনা র থেকে আমার খুব তাড়াতাড়ি মুক্তি পাবো এবং আমরা সবাই আবার মাঠে গিয়ে আমাদের প্রিয় খেলোয়াড়কে দেখতে পাবো এবং প্রিয় দল এর জন্য গলা ফাটাতে পারবো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *