কমেন্ট্রি বক্সের উদ্দেশ্যে ছিল উদ্ধত সেলিব্রেশন, জানালেন ভারতীয় ক্রিকেটার 1

রবীন্দ্র জাদেজা বর্তমান ভারতীয় ক্রিকেটের মুখ্য অলরাউন্ডার যিনি তার তলোয়ার এর মতো ব্যাট দিয়ে যেকোনো বোলারকে অনায়াসে মাঠের বাইরে গ্যালারিতে পৌঁছে দিতে পারেন ঠিক তেমনি তার বাঁহাতি স্পিনের জাদুতে অনেক নামিদামি ব্যাটসম্যানকে বহুবার আউট করেছেন। এর পাশাপাশি জাদেজার অনবদ্দ্য ফিল্ডিংয়ে সারা ক্রিকেট বিশ্ব তার মস্ত বড়ো ফ্যান সেটা বলাই বাহুল্য। জাদেজার এই অলরাউন্ড পারফর্মেন্স ভারতকে বহু হারা ম্যাচ জেতাতে সাহায্য করেছে।

কমেন্ট্রি বক্সের উদ্দেশ্যে ছিল উদ্ধত সেলিব্রেশন, জানালেন ভারতীয় ক্রিকেটার 2

২০১৯ সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলাকালীন রবীন্দ্র জাদেজা এবং ধারাভাষ্যকার তথা প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকার এর ঝামেলা যা যেকোনো গোটা ক্রিকেট বিশ্ব ভুলতে পারেনি। ঘটনার সূত্রপাত হয় সঞ্জয় মাঞ্জরেকার এর জাদেজার প্রতি একটি কটূক্তি নিয়ে , মাঞ্জরেকার জাদেজার উদেশ্যে বলেছিলেন জাদেজা হলো ছোট খাটো খেলোয়াড় দলে যার তেমন ভাবে কোনো ভূমিকা নেই। এই কথাটি যে জাদেজার জন্য কখনোই প্রজয্য নয় সেটা বলাই বাহুল্য এবং যার জন্য জাদেজা এবং একাধিক ক্রিকেট বেক্তিত্ব এই কটূক্তির বিপক্ষে গিয়েছেন। জাদেজা বলেন মাঞ্জরেকার তাকে মোখিক ভাবে আঘাত এবং অপমান করেছেন।

২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে জাদেজার অনবদ্দ্য ব্যাটিংয়ের জন্য ভারত নিউজিল্যান্ডের দেওয়া জয়ের লক্ষ্যমাত্রা প্রায় ছুঁয়ে ফেলেছিলো , সেই ম্যাচে জাদেজা নিউজিল্যান্ড বোলারদের বিরুদ্ধে মাত্র ৫৯টি বাল খেলে ৭৭ রান করেন। জাদেজা তার এই অনবদ্য পারফর্মেন্স এর পর বলেন যখন হাফ সেঞ্চুরি হয় তখন তিনি তিনি কমেন্ট্রি বক্স এর দিকে তাকিয়ে সঞ্জয় মাঞ্জরেকার কে খুঁজছিলেন যাতে করে তিনি তার ট্রেড মার্ক ” sword celebration ” তাকে যেন সরাসরি দেখাতে পারেন। জাদেজা আরো বলেন সেই মুহুর্ত্তে তিনি মাঠে দাঁড়িয়ে কার উদেশ্যে তার সেলেব্রেশন দেখাতে চেয়েছিলেন সেটা সবাই সেই মুহূর্তে বুঝতে পেরেছিলেন।

কমেন্ট্রি বক্সের উদ্দেশ্যে ছিল উদ্ধত সেলিব্রেশন, জানালেন ভারতীয় ক্রিকেটার 3

একটি বিবৃতিতে জাদেজা বলেন ২০১৮ সালের ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা টেস্ট ম্যাচ থেকে তার খেলার ধরণ পাল্টে গেছে , তিনি বলেন ইংল্যান্ডের মাটিতে বিশ্বের নামকরা বোলিং বিভাগের বিরুদ্ধে ভালো রান করতে পারলে যেকোনো ব্যাটসম্যান কে তা পরিতৃপ্ত করে যেমনটা তার ক্ষেত্রেও হয়েছিল। জাদেজা আরো বলেন ইংল্যান্ড টেস্টে তার ভালো পারফর্মেন্সের তার সামনে আবার একদিবসীয় ক্রিকেটের জন্য ভারতীয় দলের রাস্তা খুলে যায় যা তাকে অনেক বেশি পরিতৃপ্ত করেছিল এবং তিনি মনে করেছিলেন আবার সব কিছু সমান্তরাল ভাবে শুরু হয়েছে।

তিনি বলেন ইংল্যান্ডের বিরুদ্ধে তার সেই টেস্ট ম্যাচ তাকে অনেক কিছু পাল্টাতে সাহায্য করেছিল যেমন তার আন্তবিশ্বাস, যার খেলার ধরণ তার পারফর্মেন্স সব কিছু। আরো যোগ করে তিনি বলেন যখন এই রকম পারফর্মেন্স তিনি ইংল্যান্ডের পরিবেশ থেকে করে এসেছেন টাই তার মনে হয় বিশ্বের যেকোনো পরিবেশে তিনি তার এই অনবদ্য পারফর্মেন্স দেখাতে পারবেন।

কমেন্ট্রি বক্সের উদ্দেশ্যে ছিল উদ্ধত সেলিব্রেশন, জানালেন ভারতীয় ক্রিকেটার 4

রবীন্দ্র জাদেজা হলেন ভারতীয় ক্রিকেটের প্রধান স্তম্ভ যিনি আধুনিক ক্রিকেটের ৩টি ফরম্যাটে সমান ভাবে পারফর্মেন্স দেবার ক্ষমতা রাখেন। সামনের ওয়ার্ল্ড টেস্ট সিরিজ ফাইনালে তিনি যে ভারতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন সে কথা বলাই বাহুল্য। সব শেষে আমরা একজন ভারতীয় ক্রিকেটপ্রেমী হিসাবে এটাই আশা রাখবো জাদেজা যেন তার এই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান অবদান সব সময় ভারতীয় ক্রিকেটে রাখেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *