IND vs AUS

IND vs AUS: অ্যাডিলেড থেকে ওয়েলিংটন, গুগল ম্যাপ বলছে দুই শহরের দূরত্ব ৩২১৭ কিলোমিটার। দুই প্রতিবেশী দেশের দুই শহর আজ বাঁধা পড়লো একই সূত্রে। অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টের দ্বৈরথে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে টিম ইন্ডিয়া (IND vs AUS) আর ওয়েলিংটনে চলছে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ (NZ vs ENG)। মাত্র ১২ মিনিটের ব্যবধানে একই রকমের ঘটনা ঘটতে দেখা গেলো দুই মাঠেই। আশ্চর্য এই সমাপতন চমকে দিয়েছে ক্রিকেটজনতাকে। ভারতীয় সময় ঠিক সকাল দশটায় উইকেট ইংল্যান্ডের বিরুদ্ধে উইকেট খুইয়েছিলেন কিউই তারকা কেন উইলিয়ামসন
(Kane Williamson)। আর তার ঠিক ১২ মিনিট পর উইকেটরক্ষকের হাতে বল জমা দেন ভারতের কে এল রাহুল (KL Rahul)। আপাত সাধারণ ঘটনা মনে হতে পারে এটুকু শুনলে। কিন্তু আশ্চর্যজনক ভাবে নো-বলের কারণে জীবন ফিরে পান দু’জনেই।

Read More: IND vs AUS 2nd Test: “সামলাতেই পারে না…” তৃতীয়বার বোল্যান্ডের শিকার শুভমান, ক্ষোভের আগুন নেটদুনিয়ায় !!

ইংল্যান্ডের ডান হাতি ফাস্ট বোলার ব্রাইডন কার্সের (Brydon Carse) বলে বোল্ড হয়েছিলেন কেন উইলিয়ামসন। কিন্তু মাঠ ছাড়তে হয় নি প্রাক্তন কিউই অধিনায়ককে। আম্পায়ার নো-বলের ইঙ্গিত করায় ইনিংস চালিয়ে যান তিনি। নাটকীয় ভাবে দ্বিতীয় সুযোগ আজ পেলেন কে এল রাহুল’ও। স্কট বোল্যান্ডের (Scott Boland) স্পেলের প্রথম বলেই আউট হতে পারতেন তিনি। সেলিব্রেশনেও মেতে উঠেছিলো ব্যাগি গ্রিন বাহিনী। মাঠ ছাড়তে উদ্যত ছিলেন ভারতীয় ব্যাটার। ডিআরএস ব্যবহারের কথা ভাবেন নি। কিন্তু আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থের নো-বলের সিদ্ধান্ত পালটে দেয় সব কিছু। এরপর স্নিকো মিটার দেখায় যে বল আদৌ ব্যাট স্পর্শই করে নি। আল্ট্রা-এজ প্রযুক্তি ব্যবহার করেও স্পর্শের কোনো প্রমাণ পাওয়া যায় নি। যদি নো-বল না হত, তাহলে ভুল সিদ্ধান্তের শিকার হতে হত রাহুলকে (KL Rahul)। কিন্তু তেমনটা হোক, হয়ত চান নি ক্রিকেট ঈশ্বর।

নো-বলে আউট রাহুল, দেখুন গোটা ঘটনাটি-

কেবল নো-বলেই শেষ নয় সমাপতনের কিস্‌সা। অ্যাডিলেডে রাহুল ও ওয়েলিংটনে উইলিয়ামসন (Kane Williamson), দুজনের স্কোরেও আজ অবিশ্বাস্য মিল। প্রথম দিনের লাঞ্চের কিছুক্ষণ আগে মিচেল স্টার্কের বলে নাথান ম্যাকস্যুইনি’র হাতে ক্যাচ দিয়ে যখন ফেরেন রাহুল (KL Rahul), তখন তাঁর স্কোর ৩৭। বাড়তি বাউন্স সামলাতে না পেরে পয়েন্টে ক্যাচ তুলে বসেন তিনি। ৩২১৭ কিলোমিটার দূরে উইলিয়ামসন’ও আজ আউট হন ৩৭ করেই। ব্রাইডন কার্সেরই বলে অলি পোপের হাতে ধরা পড়েন প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক। দিনের শেষে ব্ল্যাক ক্যাপসরা মোটেই সুবিধাজনক জায়গায় নেই। ৫ উইকেটের বিনিময়ে ৮৬ রান তুলেছে তারা। পিছিয়ে রয়েছে ১৯৪ রানে। অন্যদিকে ভারতের প্রথম ইনিংস থেমেছে ১৮০তে। ৬ তুলে নিয়েছেন মিচেল স্টার্ক।

Also Read: IND vs AUS 2nd Test: বদলার আগুন জ্বালালেন স্টার্ক, প্রথম সেশনেই ৪ উইকেট খুইয়ে চাপে ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *