সড়ক দুর্ঘটনায় নিহত উইন্ডিজ তারকা, শোকের ছায়া ক্রিকেটদুনিয়ায় !! 1

গত বছরের ডিসেম্বর মাসের এক ভোররাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন ভারতীয় ক্রিকেট তারকা ঋষভ পন্থ (Rishabh Pant)। তরুণ উইকেটরক্ষক-ব্যাটার কোনোক্রমে রক্ষা পেয়েছিলেন সেই যাত্রা। দীর্ঘ লড়াই, অস্ত্রোপচার ও রিহ্যাবের শেষে মাঠে ফেরার অপেক্ষায় তিনি। পন্থ রক্ষা পেলেও সেই সৌভাগ্য হলো না ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকা ক্লাইভ বাটসের (Clyve Butts)। শুক্রবার গাড়ি দুর্ঘটনাতেই প্রাণ হারালেন গায়ানার পূর্বতন অধিনায়ক এবং ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অফস্পিনার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৬ বছর।

Read More: সাংসদ হওয়ার অনৈতিক ফায়দা নিচ্ছেন গৌতম গম্ভীর, অহেতুক হেনস্থার মুখে পড়তে হচ্ছে শ্রীশন্থকে !!

ক্লাইভ বাটস (Clyve Butt) ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে পথচলা শুরু করেছিলেন ১৯৮৫ সালে। আন্তর্জাতিক আঙিনায় তাঁর কেরিয়ার দীর্ঘস্থায়ী হয় নি। ১৯৮৮ সালে শেষবার দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন। প্রতিপক্ষ ছিলো ভারত। ৭ ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে অবশ্য উজ্জ্বল উপস্থিতি ছিলো তাঁর। ৮৭ প্রথম শ্রেণির ম্যাচে ৩৪৮টি উইকেট নিয়েছিলেন তিনি। লিস্ট-এ ক্রিকেটে গায়ানার হয়ে নিয়েছেন ৩২ ম্যাচে ৩২ উইকেট। ১৯৯৩-৯৪ মরসুমে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। সড়ক দুর্ঘটনায় তাঁর আকস্মিক প্রয়াণে শোকাহত উইন্ডিজ ক্রিকেটমহল।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে শোকবার্তায় লেখা হয়েছে, “গায়ানা থেকে দুঃখের খবর এসেছে। প্রাক্তন গায়ানা অধিনায়ক, ওয়েস্ট ইন্ডিজ অফস্পিনার ও নির্বাচক কমিটির চেয়ারম্যান ক্লাইভ বাট আজ সন্ধ্যায় প্রাণ হারিয়েছেন। আমাদের তরফ থেকে ওনার পরিবার, পরিজনদের আন্তরিক সমবেদনা রইলো।” একই দিনে মারা গিয়েছেন গায়ানার আরেক বিখ্যাত প্রাক্তন ক্রিকেটার জো সলোমন (Joe Solomon)। তাঁর স্মৃতির উদ্দেশ্যেও শ্রদ্ধা জানানো হয়েছে উইন্ডিজ ক্রিকেটের তরফে। ক্রিকেটলিখিয়ে পিটার মিলার

ক্লাইভের (Clyve Butts) স্মৃতি রোমন্থন করে লিখেছেন, “খুবই দুঃখের খবর। আমার পরিচিত সেরা মানুষদের মধ্যে একজন ছিলেন উনি। পরিবার-পরিজনদের প্রতি আমার ভালোবাসা রইলো।” টোবি র‍্যাডফোর্ড (Toby Radford) জানিয়েছেন, “খুবই খারাপ খবর। নির্বাচক কমিটির চেয়ারম্যান থাকাকালীন ক্লাইডের সঙ্গে ক্রিকেট নিয়ে কথা বলতে ভালো লাগত। খেলার প্রতি ওনার গভীর জ্ঞান ছিলো। খেলোয়াড়দের সাথে উনি শান্ত, বিচক্ষণ ব্যবহার করতেন। ওনার সাথে কথা বলার অভিজ্ঞতা খুবই ভালো। একজন অসাধারণ মানুষ, একটি খারাপ দিন।” ক্লাইভের (Clyve Butt) মৃত্যুতে শোকাহত এক অনুরাগী লিখেছেন, “উনি একজন ভদ্র, বন্ধুবৎসল মানুষ ছিলেন, এখনও বিশ্বাস করতে পারছি না। রেস্ট ইন পিস, মিস্টার বাটস।”

Also Read: WPL 2024: নিলামের মঞ্চে বাজিমাত অ্যানাবেল সাদারল্যান্ড-কাশভি গৌতমের, খেলোয়াড় কিনতে হাওয়ায় উড়লো কাঁড়ি-কাঁড়ি টাকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *