সামনে শুরু হতে চলেছে বড় ইভেন্ট ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপ (WC 2023)। আর আসন্ন ২০২৩ বিশ্বকাপের জন্য আর ৩ মাস রয়েছে বাকি। ১৯৭৫ সাল থেকে শুরু হওয়া এই বিশ্বকাপে টিম ইন্ডিয়া ২ বার খেতাব অর্জন করেছে এবং শেষবার ভারতের মাটিতে যখন বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল তখন টিম ইন্ডিয়া জয়লাভ করেছিল এই বিশ্বকাপ শিরোপা। বিশ্বকাপ শুরুর আগে থেকেই বিশ্বকাপ নিয়ে নানা মন্তব্য করছেন প্রাক্তন প্লেয়াররা। এবার, বিশ্বকাপ ২০২৩ নিয়ে মুখ খুললেন ক্রিস গেইল (Chris Gayle)। ভারতীয় দলের দুজন ম্যাচ উইনারকে বেছে নিলেন গেইল। দুই ভারতীয় তরুণ প্লেয়ারকে আসন্ন বিশ্বকাপের জন্য এক্স ফ্যাক্টর হিসেবে বেছে নিলেন ক্রিস গেইল।
READ MORE: যদি বৃষ্টির কারণে ভেস্তে যায় বিশ্বকাপের ম্যাচ, এই দল হবে ট্রফি বিজেতা !!
দুই ম্যাচ উইনারকে বেছে নিলেন গেইল
ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড ক্রিস গেইল, টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন। জাতীয় দলের পাশাপাশি, ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তার আধিপত্য দেখার মতন। একেরপর এক আক্রমণাত্মক ইনিংস খেলতে দেখা গিয়েবহে গেইলকে। ওয়েস্ট ইন্ডিজ দলের এই প্লেয়ার মনে করেন এবছর ভারতীয় দলের কাছে বড় সুযোগ রয়েছে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ দখল। গতবার ২০১১ সালে যখন ভারতে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ তখন ভারতীয় দলই জিতেছিল এই বিশ্বকাপ। এবার আবার একবার দলের কাছে রয়েছে বড় সুযোগ এই ট্রফি নিজের নামে করার। গেইলের মতে এই বিশ্বকাপে, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও জস্প্ৰিত বুমরাহ (Jasprit Bumrah) ভারতের ম্যাচ উইনার হবেন।
সূর্যকুমার ও বুমরাহের ক্যারিয়ার
ভারতীয় দলের এই দুই প্লেয়ার বেশ কয়েক সময় ধরেই টিম ইন্ডিয়ার সেরা প্লেয়ারদের তালিকায় উঠে গিয়েছেন। বিশ্বের ১ নম্বর টি টোয়েন্টি ব্যাটসম্যান হলেন সূর্যকুমার যাদব পাশাপাশি, বুমরাহ যে মাপের বলার তাতে কোনো প্রশ্নই ওঠে না। ২০১৯ সালে বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছিলেন তিনি। সূর্য কুমার যাদবের কথা বলতে গেলে, তাহলে এই বছরে তিনি এখনো পর্যন্ত সাতটি ওয়ানডে মিলে ৪৯ রান করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি খাতা খুলতেই ব্যার্থ হয়েছিলেন। তবে, বিগত আইপিএলে বেশ ফর্ম দেখিয়েছেন স্কাই। এই ডান হাতি ব্যাটসম্যান এখনো পর্যন্ত ২৩ টি ওয়ানডে মিলে ৪৩৩ রান করেছেন। অন্যদিকে, ৭২ ওডিআই ম্যাচে ১২১ উইকেট নিয়েছেন বুমরাহ। জাতীয় দলে ফিরে আসলে আবার পুরানো ফর্মে তাকে মাঠে রাজ করতে দেখা যেতে পারে।