Chris gayle might comeback in windies team in wc-2023

বেশ জমে উঠেছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফায়ার। ২ টি দল অংশ নেবে সরাসরি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩’ (WC 2023) এর জন্য। তবে, দীর্ঘ ৪৮ বছরের ক্রিকেটের বিশ্বকাপে হয়তো প্রথম বারের জন্য বিশ্বকাপে অংশ নিতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ। আসলে, বিশ্বকাপ ২০২৩ এ সরাসরি ৮ দল পৌঁছে গিয়েছে, বাঁকি ২ দল কোয়ালিফায়ার ম্যাচ থেকেই পৌঁছে যাবে মূল পর্বে। তবে, এরই মধ্যে উঠে আসলো বড় আপডেট, দলে ফিরে আসতে চাইছেন ইউনিভার্স বস ক্রিস গেইল (Chris Gayle)। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাননি গেইল, অর্থাৎ তিনি প্রস্তুত আন্তর্জাতিক দলের হয়ে খেলার জন্য।

Read More: WC 2023: বিশ্বকাপের আগেই ভারতের নতুন যুবরাজকে বেছে নিলেন শ্রীকান্ত, করলেন এই মন্তব্য !!

দলে ফিরছেন গেইল

Chris Gayle, wc 2023
Chris Gayle | Image: Getty Images

যদিও ২০২১ সালে শেষ বারের মতন উইন্ডিজ জার্সিতে নেমেছিলেন। বিশ্বকাপ টি টোয়েন্টিতে শেষবার দেখা যায় এই ক্যারিবিয়ান লেজেন্ড কে। ১৯৯৯ সালে, ইন্ডিয়ার বিরুদ্ধে নিজের অভিষেক ম্যাচটি খেলেছিলেন গেইল। এরপর থেকে নিজের আধিপত্য সর্বদাই বজায় রেখেছেন। শেষ টেস্ট ম্যাচটি খেলেছেন ২০১৪ সালে। শেষ ওডিআই ম্যাচটি খেলেছেন ২০১৯ সালে। এরপর তাকে কয়েকটি ম্যাচের জন্য আইপিএলে খেলতে দেখা যায় কিন্তু জাতীয় দলে আর দেখা যায়নি এই মহান ব্যাটসম্যানকে। এবার জাতীয় দলে ফিরতে পারেন গেইল। তার আন্তর্জাতিক ক্রিকেটের কথা বলতে গেলে, একসময়ের সেরা ওপেনারকে মধ্যে তাকে বিবেচনা করা হত। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বাধিক রান বানিয়েছেন গেইলই। এবার তিনি ক্রিকেটে ফেরার বিষয়ে করলেন বয়ান, জানিয়ে দিলেন এখনও তার মধ্যে বাকি আছে ক্রিকেট।

গেইলের ক্যারিয়ার

Chris Gayle , wc 2023
Chris Gayle | Image: Getty Images

ক্রিকেটে ফিরে আসার বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, “আমি এখনও পর্যন্ত আমার অফিসিয়াল ভাবে অবসর ঘোষণা করিনি। আমি চাই ক্রিকেটে ফিরে আসতে, আমি ভালো পরিস্থিতিতে রয়েছি।” তবে, ২০২৩ সালে বিশ্বকাপ খেলার যোগ্যতা পেতে গেলে, উইন্ডিজদের জেতার প্রয়োজন রয়েছে বাঁকি ম্যাচগুলিতে। আসলে, নেদারল্যান্ড এবং জিম্বাবুয়ের কাছে পারাজিত হয়ে তাদের সম্ভবনা অনেকটাই কমে এসেছে। তবে, গেইলের আন্তর্জাতিক ক্যারিয়ারের কথা বলতে গেলে, ১০৩ টেস্টে ৪২.১৯ গড়ে ৭২১৫ রান করেছেন। ৩০১ ওডিআই ম্যাচে ৩৭.৭ গড়ে ১০,৪৮০ রান করেছেন, ২৭.৯৩ গড়ে ৭৯ টি টোয়েন্টি ম্যাচে ১৮৯৯ রান করেছেন। পাশাপাশি, আইপিএলে তিনি এক কালে রাজ করেছেন। আইপিএলে সর্বোচ্চ স্কোর ও সর্বাধিক ছক্কা তার ব্যাট থেকেই এসেছে। তিনি ১৪২ ম্যাচে ৩৯.৭২ গড়ে ৪৯৬৫ রান করেছেন।

Read Also: WC 2023: বিশ্বকাপ ২০২৩’এর সেমিফাইনালিস্ট বেছে নিলেন দীনেশ কার্তিক, দিলেন এই দলকে বাদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *