নিতম্ব দুলিয়ে লাস্যময়ীদের সাথে নাচে মাতলেন ইউনিভার্স বস, নতুন বছর উদযাপন করে পড়লেন কটাক্ষের মুখে !! 1

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ক্রিকেটার ক্রিস গেইল (Chris Gayle) খবরের শিরোনামে উঠে এসেছেন। বিশ্ব ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ক্রিকেটার হিসাবে পরিচিত ক্রিস গেইল নেটিজেনদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন। একদিকে তিনি ক্রিকেটের বাদশা, সহজেই চার-ছক্কা হাঁকিয়ে খেলার পরিস্থিতি পরিবর্তন করার ক্ষমতা ছিল ক্রিস গেইলের উপর। আন্তর্জাতিক ও ঘরোয়া লীগ মিলিয়ে ১০০০ এর বেশি ছক্কা হাঁকিয়েছেন গেইল। বিশ্ব ক্রিকেটে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। তবে এবার বিধ্বংসী ব্যাটিং নয় বরং প্রাক্তন উইন্ডিজ তারকা তাঁর বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত।

যেকোনো অনুষ্ঠানে ক্রিস গেইল সহ বাঁকি উইন্ডিজ তারকাদের ধুমধাম করে পালন করতে দেখা যায়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বেশ কয়কেটি স্টোরি শেয়ার করেছেন তিনি। নতুন বছর উদযাপনের জন্য গেইল সেন্ট কিটসে হাজির হন এবং বেশ মজা করেছেন তারকা এই খেলোয়াড়। সেন্ট কিটসে অনুষ্ঠিত হচ্ছে আল্ট্রা কার্নিভাল। ক্রিস গেইলের স্টোরি গুলি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গেইলের অভিনব সাজ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে উঠেছে।

নতুন বছরের উদযাপনে মেতে উঠেলন গেইল

Chris gayle
Chris Gayle | Image: Twitter

২০২১ সালের নভেম্বর মাসে শেষবার ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। আনুষ্ঠানিক ভাবে অবসরের ঘোষণা না করলাম তাকে আর জাতীয় দলের হয়ে বা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলতে দেখা যায়না। যদিও, এই প্রথম নয় এর আগেও গেইলকে পার্টি করতে দেখাও গিয়েছে। প্রসঙ্গত, গেইলের শেয়ার করে স্টোরি গুলো প্রাপ্তবয়স্ক দের জন্যই। প্রসঙ্গত, সেন্ট কিটসের অন্যতম আকর্ষণ হল টোয়ার্ক নাচ। নারী পুরুষ নির্বিশেষে তাদের নিতম্ব দুলিয়ে নাচ গানে মেতে ওঠে। এমনকি নাচতে নাচতে একে অপরের ঘনিষ্ট হয়ে ওঠে সকলে। এটি আফ্রিকান সংস্কৃতির একটি উদাহরণ, যদিও এখন এই টোয়ার্ক নাচ গোটা বিশ্বে জনপ্রিয়। তবে ভারতীয়রা গেইলের (Chris Gayle) স্টোরি দেখে একেবারে চমকে গিয়েছে।

Read Also: ৬, ৬, ৬, ৬, ৬,…রঞ্জি ট্রফিতে তাণ্ডব ঋষভ পন্থের, ৪২ বাউন্ডারি, ৯ ছক্কা হাঁকিয়ে করলেন ধুন্ধুমার ট্রিপল সেঞ্চুরি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *