চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে জয় শাহ (Jay Shah) ঘোষণা করেছিলেন যে, রোহিত শর্মা’র (Rohit Sharma) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া বার্বাডোজের মাটিতে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতে দেশের পতাকা পুঁতে দেবে মাঠে। বিসিসিআই সচিবের ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিলো অক্ষরে অক্ষরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিলো ভারত। সতেরো বছর পর কুড়ি-বিশের খেলায় বিশ্বসেরার মুকুট অর্জন করে নিয়েছিলো ‘মেন ইন ব্লু,।’ একইসাথে কেটেছিলো এগারো বছরের আইসিসি ট্রফির খরাও। আবেগবিহ্বল রোহিত শর্মা’ও (Rohit Sharma) সত্যিই ভারতীয় পতাকা পুঁতে দিয়েছিলেন কেনসিংটন ওভালের সবুজ ঘাসে। বিশ্বজয়ের আনন্দে অধিনায়ক যখন উদ্বেল, তখন পাশে দাঁড়িয়ে সেই মুহূর্ত উপভোগ করেছিলেন জয় শাহ (Jay Shah) স্বয়ং।
Read More: ৬, ৬, ৬, ৪, ৪…অনবদ্য অর্জুন তেন্ডুলকর, ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস শচীন পুত্রের !!
বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী চেতন শর্মা’র-
২০২৪-এর টি-২০ বিশ্বকাপের পর আগামী তিন বছরে আরও পাঁচটি আইসিসি ইভেন্ট অপেক্ষা করে রয়েছে টিম ইন্ডিয়ার (Team India) জন্য। ২০২৫-এ রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ২০২৬-এ রয়েছে আরেকটি টি-২০ বিশ্বকাপ ও ২০২৭-এ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশপের ফাইনালের সাথে সাথে থাকছে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের মাটিতে ওডিআই বিশ্বকাপ। ২০২৩-এ আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হারতে হয়েছিলো ভারতকে। ২০২৭-এ সেই অধরা শৃঙ্গ জিতুক টিম ইন্ডিয়া, চাইছেন প্রাক্তন ক্রিকেটার ও মুখ্য নির্বাচক চেতন শর্মা (Chetan Sharma)। অধিনায়ক রোহিত শর্মা দুইবার জিতেছেন টি-২০ বিশ্বকাপ, অন্তত এক বার ওডিআই ফর্ম্যাটে বিশ্বকাপের মুকুট জয় তাঁর প্রাপ্য বলেই মনে করছেন ওডিআই বিশ্বকাপের ইতিহাসে প্রথম হ্যাট্রিকের মালিক।
বর্তমানে ৩৮ ছুঁইছুঁই বয়স রোহিত শর্মা’র (Rohit Sharma)। আগামী বিশ্বকাপের সময় ৪০ বছর বয়স দাঁড়াবে তাঁর। মাঠে নামবেন হিটম্যান? আশাবাদী চেতন। সাক্ষাৎকারে তিনি ভূয়সী প্রশংসা করেন রোহিত শর্মা’র। “একজন ক্রিকেট ফ্যান হিসেবে আমি চাইবো যে রোহিত ২০২৭-এর বিশ্বকাপ খেলুক। ও আমাদের বহু আনন্দ দিয়েছে। যদি দেশের হয়ে আরও একটা ট্রফি জিততে পারে, তার চেয়ে আনন্দের আর কি হবে?” বলেছেন তিনি। প্রসঙ্গত টি-২০ বিশ্বকাপ জেতার পর ক্ষুদ্রতম ফর্ম্যাট’কে বিদায় জানিয়েছেন রোহিত (Rohit Sharma)। আপাতত তাঁর ফোকাসে ওডিআই ও টেস্ট ক্রিকেট। এই মুহূর্তে বাইশ গজকে বিদায় জানানোর ভাবনা তাঁর নেই বলেই জানিয়েছেন হিটম্যান। ফলে ২০২৭-এর টুর্নামেন্ট নিয়ে ইতিবাচক ভাবনা রাখতেই পারেন সমর্থকেরা।
স্টিং অপারেশনের কাঁটায় বিদ্ধ হয়েছিলেন চেতন-
দ্বিতীয় দফায় মুখ্য নির্বাচক হিসেবে চেতন শর্মা’কে (Chetan Sharma) দায়িত্ব দিয়েছিলো বিসিসিআই। কিন্তু সম্পূর্ণ মেয়াদকাল পদে থাকতে পারেন নি তিনি। এক বেসরকারী চ্যানেলের স্টিং অপারেশন চলাকালীন গোপন ক্যামেরার সামনে বেফাঁস মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছিলেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি। নিষিদ্ধ ওষুধ খেয়ে, ইঞ্জেকশন নিয়ে, চোট লুকিয়ে নাকি মাঠে নামেন অনেক খেলোয়াড়, বলতে শোনা গিয়েছিলো তাঁকে। এমনকি ২০২২-এর শেষদিকে ভারতীয় দলের নেতৃত্ব ত্যাগ নিয়ে বিরাট কোহলি (Virat Kohli) ও তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মধ্যে যে দড়ি টানাটানি চলেছিলো, মুখ খুলেছিলেন তা নিয়েও। ভিডিও সামনে আসার পর বাধ্য হয়েই পদত্যাগ করেন তিনি। পরে তাঁর বদলে অজিত আগরকারকে দেওয়া হয় মুখ্য নির্বাচকের দায়িত্ব।