সময়টা ভালো যাচ্ছে না যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের দুই ফর্ম্যাটেই স্কোয়াডে ছিলেন তিনি। একদিনের ক্রিকেটে না খেললেও জায়গা হয়েছিলো টি-২০ সিরিজে। কুলদীপ যাদবের সাথে তাঁর জুটি দেখা গিয়েছিলো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। কিন্তু এরপর আয়ারল্যান্ড সিরিজে আর জায়গা পান নি তিনি। মনে করা হয়েছিলো বাকি সিনিয়রদের সাথেই বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। যাতে এশিয়া কাপে তরতাজা হয়ে মাঠে নামতে পারেন। কিন্তু বাস্তবে দেখা যায় উলটো ছবি। অগস্টের ৩০ তারিখ থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ১৭ সদস্যের স্কোয়াডে জায়গাই হয় নি চাহালের। সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র শেহবাগের মত প্রাক্তনীরা চাহালের হয়ে সওয়াল করলেও তাঁকে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রতিযোগিতায় সুযোগ দেয় নি অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।
বিশ্বকাপের দলে তিনি যে থাকবেন না, তা বোঝা গিয়েছিলো এশিয়া কাপের স্কোয়াড সামনে আসার পরেই। প্রত্যাশামতই ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে জায়গা হয় নি চাহালের (Yuzvendra Chahal)। সেমিফাইনালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিতে বসে ভারত বনাম নিউজিল্যান্ড দ্বৈরথ উপভোগ করতে দেখা গিয়েছে তাঁকে। কঠিন পরিস্থিতিতে উইকেট তুলে ম্যাচ জেতাতে সিদ্ধহস্ত চাহাল টিম ইন্ডিয়ার সফলতম টি-২০ বোলার। একদিনের ক্রিকেটে চাহালের (Yuzvendra Chahal) ভবিষ্যৎ নিয়ে সন্দেহের অবকাশ থাকলেও কুড়ি-বিশের খেলায় তাঁকে এতদিন অপরিহার্য্যই ভেবে এসেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু সেই ধারণা’ও যে ভ্রান্ত তা প্রমাণিত হলো দিনকয়েক আগে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় সারির দল ঘোষণা করেছে বোর্ড, তাতেও ঠাঁই হয় নি চাহালের। তবে ভেঙে পড়েন নি তিনি। প্রত্যাবর্তনের প্রয়াস জারি রেখেছেন হরিয়ানার লেগস্পিনার।
Read More: শেষ হলো রাহুল দ্রাবিড়ের কার্যকাল, তার পরম বন্ধু ছিনিয়ে নিলেন জায়গা !!
ফুরিয়ে যান নি, বুঝিয়ে দিলেন চাহাল-
টি-২০ ক্রিকেটে তিনি দেশের সর্বকালের সফলতম বোলার। ৮০ ম্যাচে তাঁর উইকেটসংখ্যা ৯৬। একদিনের ক্রিকেটেও তাঁর সাফল্যের খতিয়ান নেহাৎ কম নয়। ৭২ ম্যাচে ১২১ উইকেট নিয়েছেন তিনি। একসময় কুলদীপ যাদবের সাথে তাঁর জুটি বিশ্বের কাছে ত্রাস হয়ে উঠেছিলো। কিন্তু তা সত্ত্বেও দলে বেশ কিছুদিন হলো নিয়মিত নন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। বিশেষ করে বড় টুর্নামেন্টে তাঁকে মাঠের বাইরে রাখা যেন অভ্যেসে পরিণত করে ফেলেছে টিম ইন্ডিয়া (Team India)। এর আগে সংযুক্ত আরব আমিরশাহীতে ২০২১ টি-২০ বিশ্বকাপ খেলার সুযোগ পান নি তিনি। বাদ পড়েছিলেন স্কোয়াড থেকে। ২০২২-এর টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও ব্যাটিং দক্ষতার কারণে একাদশে সুযোগ পান রবিচন্দ্রণ অশ্বিন। গোটা টুর্নামেন্ট রিজার্ভ বেঞ্চে বসেই কাটে চাহালের।
২০২৩-এর এশিয়া কাপ, বিশ্বকাপেও জায়গা হয় নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে রবি বিষ্ণোই-এর মত নবীন মুখ সুযোগ পেলেও, ভাবা হয় নি অভিজ্ঞ চাহালের (Yuzvendra Chahal) কথা। বিসিসিআই-এর উপেক্ষার জবাব মাঠেই দেবেন বলে সংকল্প নিয়েছেন তিনি। বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) প্রথম ম্যাচেই জাত চেনালেন তারকা লেগস্পিনার। ভারতের ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে আজ যুজবেন্দ্র চাহালের হরিয়ানা দলের বিরুদ্ধে মাঠে নেমেছে উত্তরাখণ্ড। গুজরাতের মাঠে টসে জিতে হরিয়ানা অধিনায়ক অশোক মেনারিয়া (Ashok Menaria) প্রথমে বোলিং বেছে নেন। বল হাতে আজ বাইশ গজে ঝড় তুললেন টিম ইন্ডিয়ায় ব্রাত্য যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)।
প্রথমে তিনি ফেরান উত্তরাখণ্ড অধিনায়ক জীবনজ্যোত সিং-কে। এরপর একে একে দীক্ষাংশু নেগি, স্বপ্নিল সিং, আদিত্য তারে, অখিল রাওয়াত এবং মায়াঙ্ক মিশ্র’র উইকেট’ও জমা পড়ে তাঁর ঝুলিতে। সম্পূর্ণ ১০ ওভারের কোটা শেষ করেছেন চাহাল (Yuzvendra Chahal)। ২.৬০ ইকোনমি রেটে ২৬ রান খরচ করে নিয়েছেন ৬ উইকেট। চাহালের দাপটেই মাত্র ২০৭ রানে গুটিয়ে গিয়েছে উত্তরাখণ্ড। ব্যাট করতে নেমে নিশ্চিত জয়ের পথে হরিয়ানা। সামনেই রয়েছে দক্ষিণ আফ্রিকা সফর। বিজয় হাজারে ট্রফিতে এই আগুনে ফর্ম চাহাল (Yuzvendra Chahal) ধরে রাখতে পারলে নীল জার্সিতে তাঁর মাঠে ফেরা যে কেবল সময়ের অপেক্ষা, তা নিশ্চিত করেই বলা যায়।