chahal-shares-insta-story-with-mahvash

তারকা লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েক মাসে বিস্তর চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ২০২০ সালের ডিসেম্বরে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মা’কে (Dhanashree Verma) বিয়ে করেন তিনি। কিন্তু দীর্ঘস্থায়ী হয় নি সেই সম্পর্ক। ২০২৪ থেকেই শোনা যাচ্ছিলো তাঁদের বিচ্ছদের গুঞ্জন। অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে চার বছরের দাম্পত্য জীবনে ইতি টানার সিদ্ধান্ত নেন দু’জনে। তাঁদের ছয় মাসের ‘কুলিং অফ পিরিয়ড’ দিয়েছিলো বান্দ্রার ফ্যামিলি কোর্ট। কিন্তু বম্বে হাইকোর্টের হস্তক্ষেপে মার্চেই শেষ হয় ডিভোর্স প্রক্রিয়া।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায় যে ৪ কোটি ৭৫ লক্ষ টাকা খোরপোষ দিতে হচ্ছে চাহালকে (Yuzvendra Chahal)। ক্রিকেট তারকার জীবনে ধনশ্রী অতীত হওয়ার কিছুদিনের মধ্যেই নতুন নারীর আগমন নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিভিন্ন অনুষ্ঠানে রেডিও জকি ও প্রোডিউসার মাহবেশের (RJ Mahvash) সাথে ফ্রেমবন্দী হয়েছিলেন তিনি। এমনকি দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনও গ্যালারিতে একসাথে দেখা গিয়েছিলো তাঁদের দু’জনকে। সম্পর্ক নিয়ে প্রকাশ্যে এতদিন স্পষ্ট কিছু জানান নি তাঁরা। কিন্তু চাহাল ও মাহবেশের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টকে যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই মনে করছেন নেটিজেনরা।

Read More: RCB vs DC: বাদ জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, বেঙ্গালুরুর বিপক্ষে দিল্লির একাদশে এন্ট্রি নিচ্ছেন এই অভিজ্ঞ তারকা !!

নজর কাড়লো চাহাল-মাহবেশ জুটি-

RJ Mahvash and Yuzvendra Chahal | Image: Instagram
RJ Mahvash and Yuzvendra Chahal | Image: Instagram

চলছে আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুম। গত পরশু যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) দল পাঞ্জাব কিংস মুখোমুখি হয়েছিলো চেন্নাই সুপার কিংসের। মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারিতে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিকে সমর্থন যোগাতে সেদিন হাজির ছিলেন আর জে মাহবেশ (RJ Mahvash)। একাধিকবার সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় ফ্রেমবন্দী হন তিনি। খেলা শেষে মাঠের একঝাঁক ছবিও নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন তিনি। সেখানে সাদা শার্ট ও ফেডেড জিন্স পরিহিতা মাহবেশকে দেখা গিয়েছে পাঞ্জাবের পতাকা হাতে। পোস্টের ক্যাপশনে তারকা লেগস্পিনারকে ট্যাগ করে লেখেন, “নিজের মানুষদের যাবতীয় ঘাত-প্রতিঘাতের মধ্যেও সমর্থন যোগানো ও তাদের পাশে থাকার জন্য। আমরা তোমার জন্য এসেছি এখানে।”

মাহবেশের (RJ Mahvash) ইন্সটাগ্রাম পোস্টের কমেন্ট সেকশনে চাহাল (Yuzvendra Chahal) লেখেন, “তোমরাই আমার মেরুদণ্ড। সবসময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।” সম্পূর্ণ পোস্টটি নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলের স্টোরিতেও শেয়ার করেন মাহবেশ (RJ Mahvash)। সেখানে আলাদা করে ক্যাপশনে লেখেন, “এই বছর ‘পাঞ্জাব কিংস’কে সমর্থন করছি। কারণ আমরা বন্ধুত্ব কি করে রক্ষা করতে হয় তার আদবকায়দা ভালো করেই জানি” ‘বন্ধু’ বলতে যে চাহালকেই বুঝিয়েছেন তিনি, সে নিয়ে কোনো সন্দেহই নেই নেটমাধ্যম ব্যবহারকারীদের। ইন্সটাগ্রামের ইমেজ ক্যারাসলের দ্বিতীয় ছবিটিতে চাহালের তারকা লেগস্পিনারকে ট্যাগ করে লেখেন সাথে একটি সেলিফি পোস্ট করেছিলেন মাহবেশ (RJ Mahvash)। সেটিকে আলাদা করে নিজের প্রোফাইলের স্টোরিতে শেয়ার করেন ডান হাতি লেগস্পিনারও।

দেখে নিন মাহবেশের পোস্ট’টি-

ফর্মে নেই যুজবেন্দ্র চাহাল-

Yuzvendra Chahal | Image: Getty Images
Yuzvendra Chahal | Image: Getty Images

 

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক যুজবেন্দ্র চাহাল তারকা লেগস্পিনারকে ট্যাগ করে লেখেন। অতীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালসের জার্সিতে অনবদ্য পারফর্ম্যান্স করেছেন। এই মরসুমের মেগা নিলামে ১৮ কোটি টাকা খরচ করে তাঁকে সই করিয়েছে প্রীতি জিন্টার মালিকানাধীন পাঞ্জাব কিংস (PBKS)। কিন্তু এখনও অবধি সেই বিশাল প্রাইস ট্যাগের সাথে সুবিচার করতে পারেন নি তিনি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মরসুমের প্রথম ম্যাচে ৩৪ রান খরচ করেও উইকেটের ঝুলি শূন্য ছিলো তাঁর। ৪ ওভারের কোটা সম্পূর্ণ করতে পারেন নি তিনি। দ্বিতীয় খেলায় লক্ষ্ণৌর বিরুদ্ধে ৩৬ রান খরচ করে ১ উইকেট নেন। নিজের পুরনো দল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৪ রান খরচ করে একটিও উইকেট পান নি চাহাল। চেন্নাইয়ের বিরুদ্ধে মাত্র এক ওভার হাত ঘোরানোর সুযোগ পেয়েছেন তিনি। খরচ করেছেন ৯ রান।

Also Read: IPL 2025: দল জিতলেও এই বিদেশী তারকা হয়ে উঠেছে দিল্লীর সবচেয়ে বড় মাথাব্যথার কারণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *