গত কয়েক দিন ধরেই সংবাদমাধ্যমের ফোকাসে রয়েছেন ক্রিকেট তারকা যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। মহম্মদ শামি, শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়াদের মত তিনিও কি হাঁটছেন বিবাহবিচ্ছেদের পথে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। ২০২০ সালের ডিসেম্বর মাসে কোরিওগ্রাফার ও সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ধনশ্রী ভার্মা’র (Dhanashree Verma) সাথে বিয়ে হয় হরিয়ানার লেগস্পিনারের। নিজেদের জীবনের নানা টুকরো মুহূর্ত অনুরাগীদের সাথে ইন্সটাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাগাভাগি করে নিতেন দু’জনে। খুব অল্প সময়েই নেটজনতার নয়নমণি হয়ে উঠেছিলো চাহাল-ধনশ্রীর জুটি। কিন্তু বছর চারেক কাটতে না কাটতেই হয়ত থামতে চলেছে তাঁদের যৌথ পথচলা। ডিভোর্সের খবরে সিলমোহর দেন নি চাহাল (Yuzvendra Chahal) বা ধনশ্রী কেউই, কিন্তু দুই সেলিব্রিটিরই ঘনিষ্ঠমহল সূত্রে খবর যে বিচ্ছেদ আসন্ন।
Read More: ইংল্যান্ডের বিরুদ্ধে বাদ গৌতম গম্ভীর, নতুন হেড মাস্টার পাচ্ছে টিম ইন্ডিয়া !!
ক্রিকেট মাঠেও দুর্ভাগ্যের শিকার চাহাল-
যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) বিবাহবিচ্ছেদ নিয়ে যখন জোর চর্চা, তখন বাইশ গজের দুনিয়াতেও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি তিনি। দেশের জার্সিতে এক বছরেরও বেশী সময় দেখা যায় নি তাঁকে। আইপিএল পারফর্ম্যান্সের সুবাদে ডাক পেয়েছিলেন টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে। কিন্তু একটি ম্যাচেও খেলানো হয় নি তাঁকে। ঘরোয়া ক্রিকেটকেই আন্তর্জাতিক আঙিনায় প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন চাহাল (Yuzvendra Chahal)। কিন্তু শেষমেশ তাও হলো হাতছাড়া। চলতি মরসুমে হরিয়ানার হয়ে রঞ্জি ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলেছেন তিনি। কিন্তু ওয়ান ডে ফর্ম্যাটে বিজয় হাজারে ট্রফির দলে ঠাঁই হলো না তাঁর। গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলেন নি তিনি। নক-আউট পর্বেও চাহালকে বাইরে রেখেই দল ঘোষণা করলো হরিয়ানার ক্রিকেট সংস্থা।
গতবার বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিলো হরিয়ানা। সেই সাফল্যে বড় ভূমিকা ছিলো যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal)। ১৮টি উইকেট নিয়ে হয়েছিলেন দলের সর্বোচ্চ উইকেটশিকারী। এবারের টুর্নামেন্টে তাঁকে বাদ দেওয়ার পিছনে চাহালের ব্যক্তিগত জীবন কোনোভাবেই দায়ী নয়, জানিয়েছেন এইচসিএ কর্মকর্তারা। বরং তরুণদের জায়গা করে দিতেই সরানো হয়েছে তাঁকে। চাহালের (Yuzvendra Chahal) সাথে এই নিয়ে আলোচনাও হয়েছে, জানিয়েছেন এক কর্মকর্তা। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা ওর সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে বেশ কয়েকজন তরুণ তুর্কিকে তৈরি করে নিতে চায়। লেগ স্পিনার-অলরাউন্ডার পার্থ ভাটস’কে আমরা এই পর্যায়ের ক্রিকেটে সুযোগ দিয়ে দেখতে চাই।”
ইঙ্গিতপূর্ণ পোস্ট চাহালের-
ধনশ্রী ও যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) একে অপরকে আনফলো করেছেন সোশ্যাল মিডিয়ায়। মুছে দিয়েছেন একে অপরের সাথে থাকা যাবতীয় ছবিও। তা থেকেই উৎসুক নেটিজেনরা পেয়েছেন বিচ্ছেদের আভাস। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে জোর আলোচনা হলেও দীর্ঘ সময় চুপই ছিলেন ক্রিকেট মহাতারকা। শেষমেশ মুখ খোলেন দিনকয়েক আগে। সরাসরি না হলেও ইঙ্গিতে সম্ভবত তুলে ধরেন নিজের মানসিক অবস্থাই। ইন্সটাগ্রাম স্টোরিতে লেখেন, “মানুষের চরিত্রের উপর স্পটলাইট ফেলে তার কঠিন পরিশ্রম। আপনি আপনার যাত্রাপথটা জানেন। যন্ত্রণাটা জানেন। এই পর্যায়ে পৌঁছতে কি করতে হয়েছে আপনাকে তাও আপনি জানেন। গোটা বিশ্ব জানে। মাথা উঁচু করে বাঁচুন। বাবা-মা’কে গর্বিত করতে প্রচুর ঘাম ঝরিয়ে পরিশ্রম করেছেন। একজন গর্বিত সন্তানের মত মাথা উঁচু করে থাকুন সর্বদা।” গতকাল গ্রীক দার্শনিক সক্রেটিসের একটি বাণীও শেয়ার করেন তিনি।