"কোনোদিন ছাড়বো না..", কথা দিয়েও বিশ্বাসঘাতকতা রাসেলের সঙ্গে, ভাইরাল KKR সিইও'এর পুরোনো মন্তব্য !! 1

বিশ্ব জুড়ে বর্তমানে ফ্র্যাঞ্চাইজি লিগগুলির জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই টুর্নামেন্টগুলিতে তরুণ ক্রিকেটারদের উত্থান আন্তর্জাতিক ক্রিকেটকে সমৃদ্ধ করে। এছাড়াও বহু তারকা এইরকম মঞ্চে সুযোগ পেয়ে আবার‌ও নিজেদের প্রমাণ করার মাধ্যমে ভক্তদের সামনে উজ্জ্বল উপস্থিতি তৈরি করে। আন্দ্রে রাসেল (Andre Russell) জাতীয় দলে ধারাবাহিকভাবে জায়গা না পেলেও কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে ২০১৪ সাল থেকে নিজের উপস্থিতি তৈরি করে ছিলেন। অবসর নেওয়ার আগে পর্যন্ত এই দলের হয়েই খেলতে চেয়েছিলেন তিনি। কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর‌ও (Venky Mysore) এই কথা রাখবেন বলেও আশ্বাস দিয়েছিলেন। ক্যারিবিয়ান তারকা দল থেকে বাদ পড়ার পর সেই মন্তব্য আবারও সোশ্যাল মিডিয়ায় উঠে এল।

Read More: আন্দ্রে রাসেলের নাইট মহাকাব্যের শেষ, ভক্তদের চোখের জলেই বিদায় ক্যারিবিয়ান তারকার !!

ক্যারিবিয়ান তারকার বিদায়-

Ipl 2025
Andre Russell | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স (KKR) আইপিএলের অন্যতম সাফল একটি ফ্র্যাঞ্চাইজি দল। এই দলের হয়ে একাধিক তারকা ক্রিকেটার অংশগ্রহণ করছেন। ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল প্রায় এক দশকের‌‌ও বেশি সময় ধরে নাইটদের হয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন।দলের শক্তি হয়ে উঠেছিল তার ব্যাটিং এবং বোলিং আক্রমণ। নিচের দিকে ব্যাটিং করতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠে বিপক্ষদের ভয় ধরিয়ে দিতেন তিনি। আবার প্রয়োজনে বল হাতেও দলের ভরসা হয়ে উঠতেন।

এইরকম তারকা অলরাউন্ডারকে এবার ছেড়ে দিল কলকাতা। উল্লেখ্য তিনি আইপিএলে ১৪০ ম্যাচে সংগ্রহ করেছেন ২৬৫১ রান‌। এর সঙ্গেই তুলে নিয়েছেন ১২৩ টি উইকেট। তার ব্যাটিং স্ট্রাইক রেট নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা। এই টুর্নামেন্টে রাসেলের ব্যাটিং স্ট্রাইক রেট ১৭৪’এর ওপর। প্রসঙ্গত নাইট বাহিনীর ২০১৪ এবং ২০২৪ সালে আইপিএলে ট্রফি জয়ের পিছনে রাসেলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

কথা দিয়েছিলেন ভেঙ্কি মাইসোর‌-

Andre russell, kkr
Andre Russell | Image: Getty Images

রাসেলের (Andre Russell) দল থেকে বাদ পড়ার পর এবার তার পুরনো এক মন্তব্য ভাইরাল হয়েছে। এই ক্যারিবিয়ান তারকা ২০২০ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি অবসরের আগে পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে চাই।” এই বক্তব্য শেয়ার করে দলের সিইও ভেঙ্কি মাইসোর‌ (Venky Mysore) টুইটারে লেখেন, “কোনো সন্দেহ নেই যে অবসর নেওয়া পর্যন্ত এবং তারপরেও তুমি একজন নাইট রাইডার্সের সদস্য হিসেবে থাকবে।”

কিন্তু কথা রাখলেন না কেকেআর কর্মকর্তারা। ফলে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা উল্লেখ করছেন যে দল আন্দ্রে রাসেলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তার মতো দলের অনুগত যোদ্ধাকে ছেড়ে দেওয়া ভুল হয়েছে বলেই মনে করছেন তারা। অন্যদিকে এই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে ছাড়াও ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), কুইন্টন ডি কক (Quinton de Kock), এনরিখ নোকিয়া (Anrich Nortje), রহমানউল্লাহ গুরবাজের (Rahmanullah Gurbaz) মতো তারকাকে ছেড়ে দিয়েছে কেকেআর।

Read Also: IPL 2026: বাদ জাদেজা-পথিরানা, প্রকাশ্যে আসন্ন আইপিএলের জন্য CSK’এর রিটেনশন তালিকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *