"বিশ্বকাপ নয়, নিজের সুস্থতা জরুরী" .. জাসপ্রিত বুমরাহকে নিয়ে রোহিত শর্মার বয়ানে জিতে নিল সকলের হৃদয় !! 1

টি-২০ বিশ্বকাপ ২০২২ খেলতে ভারতীয় দল এই মুহূর্তে রয়েছে অস্ট্রেলিয়ায়। ২০০৭ সালের সাফল্য আবার একবার ফিরিয়ে আনতে দৃঢ়সংকল্প ” মেন ইন ব্লু।” ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা দু’টি টি-২০ সিরিজ জিতে ফর্মেই রয়েছেন রোহিত, কোহলিরা। তবে ভারতীয় ভক্তদের চিন্তায় রাখবে প্রস্তুতি ম্যাচে পশ্চিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের হার। আবহাওয়ার সাথে দ্রুত মানিয়ে নিয়ে দল জয়ের পথে ফিরবে বলেই ভাবছেন বিশেষজ্ঞ’রা।

বুমরাহ’র অনুপস্থিতি প্রভাব ফেলবে

"বিশ্বকাপ নয়, নিজের সুস্থতা জরুরী" .. জাসপ্রিত বুমরাহকে নিয়ে রোহিত শর্মার বয়ানে জিতে নিল সকলের হৃদয় !! 2

অস্ট্রেলিয়ার পেস সহায়ক উইকেটে ভারতকে ভোগাতে পারে দলের পেস ব্যাটারি’র সেরা অস্ত্র জাসপ্রিত বুমরাহ’র না থাকা। টি-২০ তে ক্ষুরধার জাসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah) বিশ্বকাপের দল থেকে ছিটকে গিয়েছেন পিঠের চোটের কারণে। আগামী ছয় মাস মাঠের বাইরেই থাকতে হতে পারে তাকে। মেলবোর্নের প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিনায়ক রোহিত (Rohit Sharma) জানান ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে বুমরাহ’কে ফিট করে তোলার। কথা বলা হয়েছে অনেক বিশেষজ্ঞের সঙ্গে, কিন্তু কেউই আশার বাণী শোনাতে পারেন নি।

এই মহুর্তে নিজের উপর ফোকাস করা জরুরী

Mohammad Rizwan And Jasprit Bumrah
Pakistan’s Mohammad Rizwan (L) celebrates after scoring a half-century (50 runs) during the ICC mens Twenty20 World Cup cricket match between India and Pakistan at the Dubai International Cricket Stadium in Dubai on October 24, 2021. (Photo by Aamir QURESHI / AFP) (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারত অধিনায়ক সোজাসাপটা জানিয়ে দিয়েছেন যে বুমরাহ (Bumrah) দলের অ্যাসেট। বিশ্বকাপের জন্য তার কেরিয়ার নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে দল চায় না। বুমরাহ’র বয়স উল্লেখ করে হিট-ম্যান জানান যে,“… ওর(বুমরাহ’র) বয়স মাত্র ২৭-২৮। অনেক ক্রিকেট বেঁচে রয়েছে ওর মধ্যে। আরও অনেক বছর খেলবে ও, ভারতকে জেতাবে  আরো অনেক ম্যাচ।” তবে জসপ্রীতের অভাব বোধ করছে ভারতীয় দল তা বোলার অপেক্ষা রাখে না।

শামির উপস্থিতি ইতিবাচক

"বিশ্বকাপ নয়, নিজের সুস্থতা জরুরী" .. জাসপ্রিত বুমরাহকে নিয়ে রোহিত শর্মার বয়ানে জিতে নিল সকলের হৃদয় !! 3

জাসপ্রিত বুমরাহের পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়ায় দলের সাথে গত সপ্তাহেই যোগ দিয়েছেন মহম্মদ শামি। তবে তারও সুযোগ পাওয়ার পথ মসৃণ হয়নি। কোভিডে কাবু হওয়ার পর শামি সুস্থ হতে একের পর এক ফিটনেস টেস্ট পাস করেছেন। আর এরপরেই অস্ট্রেলিয়াগামী বিমানের টিকিট কনফার্ম করেছেন বঙ্গ পেসার। অসুস্থতার কারণে বেশ কিছু সিরিজেও ভারতীয় দল পায়নি তাদের এই অভিজ্ঞ পেসারকে। বুমরাহ’র না থাকা আর শামির ম্যাচ ফিটনেস নিয়ে চিন্তার মেঘ থাকলেও তাতে আমল দিতে নারাজ স্বয়ং অধিনায়ক। রোহিত জানিয়েছেন শামিকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তিনি আরও বলেন যে, “দু-তিন সপ্তাহ আগে শামির কোভিড হয়ে থাকলেও সেসব কাটিয়ে উঠে জোরকদমে ১০ দিন অনুশীলন করেছে ও।বোলিং সেশনে ঘামও ঝড়িয়েছে নিয়মিত।চিন্তার কোনো কারণ নেই।” 

শেষ প্রস্তুতিতে ভারত

"বিশ্বকাপ নয়, নিজের সুস্থতা জরুরী" .. জাসপ্রিত বুমরাহকে নিয়ে রোহিত শর্মার বয়ানে জিতে নিল সকলের হৃদয় !! 4
THIRUVANANTHAPURAM, INDIA – SEPTEMBER 28: Suryakumar Yadav and KL Rahul of India celebrate the victory during the 1st T20 international match between India and South Africa at Greenfield International Stadium on September 28, 2022 in Thiruvananthapuram, India. (Photo by Pankaj Nangia/Gallo Images/Getty Images)

চোট নিয়ে অযথা কোনো আশঙ্কার বাতাবরণ দলে নেই বলেই জানান অধিনায়ক। চোট-আঘাত খেলার অঙ্গ, এই সহজ সত্যিটা মেনে নিয়েই তিনি জানিয়েছেন যে সকল বোলার’রা অস্ট্রেলিয়ায় এসেছে তাদের যৌথ অভিজ্ঞতা যথেষ্ট। তাদের ওপর দলের পূর্ণ আস্থা রয়েছে।পার্থের অনুশীলন শিবির শেষে ভারতীয় দলের পরবর্তী গন্তব্য ব্রিসবেন। সেখানে ১৭ ও ১৯ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচে “মেন ইন ব্লু”-র প্রতিপক্ষ যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

Read More: ৩ জন ভারতীয় ক্রিকেটার, যারা পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করে জয় এনে দেবেন !!

টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল

রোহিত শর্মা(অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রণ অশ্বিন, যজুবেন্দ্র চাহল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং, মহম্মদ শামি

স্ট্যান্ডবাই-মহম্মদ সিরাজ, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণই, শার্দুল ঠাকুর

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *