bumrah-posts-on-ibrahimovic-retirement

পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) । গত বছর ইংল্যান্ডে একদিনের সিরিজ খেলার সময় আঘাত পান তিনি। ছিটকে যান ২০২২ এর এশিয়া কাপ (Asia Cup) থেকে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রত্যাবর্তনের চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তাতে হিতে বিপরীত হয়। পিঠের চোট আরও গুরুতর হয়ে ওঠে তাঁর। বাধ্য হয়েই সরে দাঁড়াতে হয় অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত টি-২০ বিশ্বকাপ থেকে। তারপর থেকে আর ক্রিকেট মাঠে দেখা যায় নি তাঁকে। চোটের কারণে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলেন নি। খেলেন নি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফি, একদিনের সিরিজও। আইপিএল দিয়ে মাঠে ফেরার কথা ছিলো তাঁর, কিন্তু সেই স্বপ্নও পূরণ হয় নি। বোলিং রান-আপ থেকে দূরেই থাকতে হয়েছে ভারতীয় তারকাকে।

বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছিলো বুমরাহ’র (Jasprit Bumrah) । দীর্ঘ অপেক্ষার পরেও চোটের তেমন উন্নতি না হওয়ায় বাধ্য হয়েই অস্ত্রোপচারের পথে হাঁটতে হয়েছে তাঁকে। নিউজিল্যান্ডে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। এখন ধীরে ধীরে মাঠে প্রত্যাবর্তনের দিকে এগোচ্ছেন। তারকা বোলারকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না বিসিসিআই। ফলে আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) দলে তাঁকে রাখা হয় নি। পেস ব্যাটারির ভার দেওয়া হয়েছে মহম্মদ শামি (Mohammed Siraj), মহম্মদ সিরাজদের (Mohammed Siraj) কাঁধে। কবে মাঠে ফিরবেন বুমরাহ (Jasprit Bumrah)? জল্পনা চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এরই মধ্যে আচমকাই অবসর নিয়ে ভাবিত হতে দেখা গেলো ভারতীয় পেসারকে। নিজে এখুনি মাঠকে বিদায় জানাচ্ছেন না। তবে ফুটবল তারকা জ্লাটান ইব্রাহিমোভিচের (Zlatan Ibrahimovic) অবসর নিয়ে মন ছুঁয়ে যাওয়া এক পোস্ট করলেন তিনি।

Read More: WTC Final: চোট পেয়ে মাঠ ছাড়লেন রোহিত শর্মা, টেস্টের মহারণের আগে ফের চাপের মুখে ভারতীয় শিবির !!

ইব্রাহিমোভিচের বিদায়ে বিষণ্ণ বুমরাহ-

Zlatan Ibrahimovic | Jasprit Bumrah | Image: Getty Images
Zlatan Ibrahimovic | Image: Getty Images

ফুটবল জগতের মহীরুহ বলা চলে স্যুইডেনের জ্লাটান ইব্রাহিমোভিচকে (Zlatan Ibrahimovic)। স্যুইডেনেই মালমো এফ এফ ক্লাবে তিনি নিজের পেশাদার কেরিয়ার শুরু করেছিলেন ১৯৯৯ সালে। ২০০১ অবধি ৪৭ ম্যাচে ১৮ গোল করেন তিনি। এরপর স্যুইডেন ছেড়ে পাড়ি জমান নেদারল্যান্ডসে। সেখানে জোহান ক্রুয়েফ (Johan Cruyff), মার্কো ফান বাস্তেনের স্মৃতি বিজড়িত আয়াক্স ক্লাবের জার্সিতে চার মরসুম খেলেন তিনি। আয়াক্সকে বিদায় জানিয়ে তিনি যান জুভেন্তাসে। সেখান থেকে ইন্তার মিলান (Inter Milan) ঘুরে স্পেনের বার্সেলোনা (FC Barcelona) হয়ে আবার ফেরেন ইতালিতে। নাম লেখান এসি মিলানে।

এরপর এসি মিলান (AC Milan) ছেড়ে ফ্রান্সের প্যারিস সাঁ জঁরমের (PSG) হয়ে লম্বা সময় খেলেছেন তিনি। ১৮০ ম্যাচে করেন ১৫৬ গোল। নতুন চ্যালেঞ্জের খোঁজে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) নাম লেখান তিনি। সেখানে দুই মরসুম কাটিয়ে গিয়েছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রে। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির (LA Galaxy) হয়ে খেলেন দুই বছর। ৪০ বছর বয়সে এসে ইউরোপ ফিরেছিলেন জ্লাটান (Zlatan Ibrahimovic)। ফিরেছিলেন এসি মিলানে। তাদের হয়েই অবসর নিলেন তিনি। ৪২ বছর বয়সে ফুটবলকে চিরবিদায় জানালেন কিংবদন্তী স্ট্রাইকার। ৮৬৬ ম্যাচে ৫১১ গোল রয়েছে তাঁর। সান সিরো স্টেডিয়ামে যেদিন সমর্থকদের কাছ থেকে বিদায় নিচ্চেন তিনি, সেদিন স্টেডিয়ামে একজনের চোখের কোণও শুকনো ছিলো না। তাঁর সতীর্থদের চোখেও ছিলো জল।

ব্যক্তিগত জীবনে ইব্রাহিমোভিচের বড় ভক্ত জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) । তাঁর হার না মানা, লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানান ভারতীয় ক্রিকেটার। প্রিয় তারকা মাঠকে চিরবিদায় জানানোয় ভারাক্রান্ত মন বুমরাহ’র। নিজের সোশ্যাল মিডিয়ায় ইব্রাহিমোভিচের জন্য বিদায়ী শুভেচ্ছা লিখলেন তিনি। বুমরাহ (Jasprit Bumrah)  লেখেন, আমার জীবনে অনুপ্রেরণার অন্যতম উৎস হওয়ার জন্য এবং আমাকে হার না মানা মানসিকতা খুঁজে পেতে সাহায্য করার জন্য ধন্যবাদ নিজের পারফর্ম্যান্স যে অসংখ্য অনবদ্য স্মৃতি খেলার মাঠে তুমি তৈরি করেছ, তা আমি নিশ্চিত চির অক্ষয় হয়ে থাকবে

মাঠে ফেরার লক্ষ্যে জসপ্রীত বুমরাহ-

Jasprit Bumrah | Image: Twitter
Jasprit Bumrah | Image: Twitter

এই বছরের অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। ২০১১ সালের পর আবার একবার বিশ্ব বিজেতা হওয়াই এখন স্বপ্ন ‘টিম ইন্ডিয়া’র। প্রথম বার আয়োজক হিসেবে একক দায়িত্ব পেয়েছে বিসিসিআই। জয় দিয়েই এবারের বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চায় তারা। বুমরাহের (Jasprit Bumrah) মানের বোলারকে ক্রিকেটের মেগা ইভেন্টে যে কোনো মূল্যেই দলে চাইছে ভারতীয় বোর্ড। বিশ্বকাপের লক্ষ্য সামনে রেখেই বুমরাহকে প্রস্তুত করা হচ্ছে মাঠে ফেরানোর জন্য। ডান-হাতি পেসার কয়েকদিন আগে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে সবকিছু ঠিকঠাকই চলছে। দ্রুত বোলিং অনুশীলনে ফিরতে চলেছেন তিনি।

Also Read: WTC ফাইনালের আগে ভারতীয় দলের বাইরে ৪ মহাতারকা, খেতাব জয়ের পথে কাঁটা ছড়াতে পারে তাঁদের অনুপস্থিতি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *