মুম্বই ছাড়ছেন জসপ্রীত বুমরাহ, এত কোটি টাকায় KKR’এর জার্সিতে নেবেন এন্ট্রি !! 1

২০২৪ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (KKR) দল অসাধারণ পারফরমেন্স দেখিয়ে তৃতীয় বারের জন্য এই শিরোপা জয় করে। আসন্ন আইপিএলে মেগা নিলামের আয়োজনের জন্য চিন্তায় রয়েছে কলকাতা ফ্রাঞ্চাইজি। কোন চারজন খেলোয়াড়কে কলকাতা নাইট রাইডার্স দল আসন্ন মৌসুমের জন্য রিটেন করা হবে তা নিয়ে শিবিরে চলছে চুলচেরা বিশ্লেষণ। পাশাপশি, আসন্ন মৌসুমে নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজিকে একজন পরিপক্ক মেন্টরকে বাছাই করে নিতে হবে যিনি গৌতম গম্ভীরের (Gautam Gambhir) জায়গা নিতে সক্ষম হয়ে উঠবেন।

নাইট শিবিরে দেখা যাবে পরিবর্তন

Kkr
Kolkata Knight Riders | Image: Getty Images

আসন্ন আইপিএলের আগেই উঠে আসলো বড় খবর। এবার মিচেল স্টার্ককে নয় বরং টি-টোয়েন্টি ফরম্যাটের সেরা পেসার জসপ্রীত বুমরাহকে কলকাতা নাইট রাইডার্স (KKR) তাদর দলে সুযোগ দিতে প্রস্তুত। ২৪ কোটি টাকায় কেনা মিচেল স্টার্ককে (Mitchell Starc) ধরে রাখতে চাইছে না কলকাতা নাইট রাইডার্স। স্টার্ককে রিটেন করতে গেলে বড় টাকা খরচ হবে কলকাতার। তার বদলে তাকে ছেড়ে দিয়ে নিলামের মঞ্চ থেকে তাকে কম মূল্যেই আবার দলে শামিল করতে পারবে ফ্রাঞ্চাইজি।

Read More: পাকিস্তান দলের দায়িত্বে নতুন অধিনায়ক, বাবর-শান’কে ছেঁটে ফেলছে PCB !!

বুমরাহকে দেখা যাবে কলকাতা শিবিরে

Jasprit bumrah, ipl 2024
Jasprit Bumrah | Image: Getty Images

সূত্রের খবর অনুযায়ী, কলকাতা নাইট রাইডার্স দলে খেলতে দেখা যাবে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। কিংবদন্তি তারকা বুমরাহ বিগত কয়েক সিজিন ধরেই মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলে আসছেন। তার এই দুর্দান্ত পারফরমেন্সের পর কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি তার সাথে ইতিমধ্যেই যোগাযোগ করতে শুরু করে দিয়েছে। বুমরাহ গত মৌসুমে অন্যতম সফল বোলার ছিলেন। তিনি ১৩ টি ম্যাচ খেলেছিলেন এবং তুলে নিয়েছিলেন ২০ টি উইকেট। তাছাড়া ওভার পিছু কেবলমাত্র ৬.৪৮ রান দিয়েছেন তিনি। পাওয়ার প্লে হোক বা ডেথ ওভার, বুমরাহ সবসময় তার সেরা প্রদর্শন দেখিয়ে আসেন।

মুম্বই ইন্ডিয়ান্স দলে ১৪ কোটি টাকার বিনিময়ে খেলে থাকেন। আসন্ন মৌসুমে তিনি কলকাতা নাইট রাইডার্স দলে ফিরতে চলেছেন। সূত্রের খবর অনুযায়ী, পেসার বুমরাহকে রিটেন করবে না মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা (Rohit Sharma), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) রিটেন করবে মুম্বই পল্টন। বুমরাহের এই প্রত্যাবর্তনের পর কলকাতা নাইট রাইডার্স দল আরও শক্তিশালী হয়ে উঠবে এবং আসন্ন মরশুমে চতুর্থ শিরোপা জয়ের লড়াইয়ে বড় ভূমিকা পালন করতে পারে।

Read Also: কাব্য মারানের হৃদয় ভাঙলেন অধিনায়ক, KKR দলে নিচ্ছেন এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *