নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াড ঘোষণা হতেই বদলে গেল অধিনায়ক, রোহিতকে সরিয়ে এই খেলোয়াড় সামলাবেন দায়িত্ব !! 1

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের স্কোয়াড প্রকাশ্যে এসেছে। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে (Rohit Sharma) নির্বাচিত করা হয়েছে। আসন্ন ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) টেস্ট সিরিজে ভারতীয় দল তিন ম্যাচের সিরিজে জয়লাভ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট কেটে রাখতে চাইবে। নিউজিল্যান্ডে সিরিজটি ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। চলতি সময় নিউজিল্যান্ডের পারফরমেন্স নিতান্তই সাধারণ, শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ২-০ ব্যবধানে পরাজিত হয়েছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াড ঘোষণা হতেই বদলে গেল অধিনায়ক

rohit-sharma-not-backing-youngsters
Rohit Sharma | Image: Getty Images

সদ্য শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারার পর নিউজিল্যান্ড দলের অধিনায়ক টিম সাউদি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন, তার বদলে দলে নতুন অধিনায়ক হয়েছেন টম ল্যাথাম। তবে নিউজিল্যান্ডের সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ শোনা গিয়েছে। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় দলের অধিনায়ককে অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচে দেখতে পাওয়া যাবে না। জানা গিয়েছে, দ্বিতীয়বারের জন্য পিতা হতে চলেছেন রোহিত। যে কারণে ব্যক্তিগত কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচটি খেলতে চাইছেন না হিটম্যান।

রোহিত এখনও পর্যন্ত ১৮টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন , যার মধ্যে ১২টিতে জিতেছেন। বিরাট কোহলি (Virat Kohli) ২০২২ সালে টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর রোহিত ভারতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক হয়ে ওঠেন। সূত্রের খবর অনুযায়ী, ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত হতে চলা প্রথম (পার্থ) টেস্টে রোহিত শর্মা (Rohit Sharma) নাও খেলতে পারেন।

রোহিতকে সরিয়ে এই খেলোয়াড় সামলাবেন দায়িত্ব

Bumrah
Rohit Sharma and Jasprit Bumrah | Getty Images

আপাতত বর্ডার গাভাস্কার ট্রফিতে টিম ইন্ডিয়ার পারফরমেন্স অসাধারণ। ভারতীয় দল গত ৫টি টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত। এবার অজিদের বিরুদ্ধে ডবল হ্যাটট্রিকের লক্ষ্যে মুখিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ভারত বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রতিক টেস্ট সিরিজটি মনোনীত সহ-অধিনায়ক ছাড়াই খেলেছিল, তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জসপ্রিত বুমরাহকে দলের সহ অধিনায়ক হিসেবে নিয়োগ করেছে তারা।

তাই, পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে (IND vs AUS) তিনি দলের দায়িত্বে থাকবেন বলে প্রবল সম্ভাবনা রয়েছে। ফাস্ট বোলার বুমরাহ, ২০২২ সালে ইংল্যান্ডে একমাত্র টেস্টে একবার ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই সময় ক্যাপ্টেন রোহিত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। ১৯৮৭ সালে কপিল দেবের পর বুমরাহ প্রথম ফাস্ট বোলার হিসেবে ভারতের নেতৃত্ব দেন।

Read Also: Rohit Sharma: পন্থ বা রাহুল নন বরং রোহিত শর্মার অনুপস্থিতিতে অজি’দের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন এই তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *