সিডনিতে চলছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট ম্যাচ। এই সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই ম্যাচে ভারতীয় দলে বড় পরিবর্তন লক্ষ করা গিয়েছে। দলের অধিনায়ক পরিবর্তন করে মাঠে নেমেছে ভারত। রোহিত শর্মার (Rohit Sharma) বদলি হিসাবে ভারতীয় দলের দায়িত্ব সামলাচ্ছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে ভালো সূচনা দিতে পারেনি ভারত। শুরুতেই দুটি বড় ধাক্কা খেয়েছিল ভারতীয় দল।
কিন্তু শেষ পর্যন্ত ইনিংস সামলাতে দেখা যায় ঋষভ পন্থ ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। ঋষভ পন্থ ৪০ রানে আউট হয়ে ফেরেন। এরপর ৩০ বলে ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওয়াশিংটন সুন্দর। স্নিকোমিটারের ত্রুটির কারণে ওয়াশিংটন সুন্দরকে আউট দেওয়া হয়েছে স্নিকোমিটার এই সিরিজ জুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রথম টেস্টে কেএল রাহুল, তারপর গত ম্যাচে যশস্বী জয়সওয়াল এবং এখন ওয়াশিংটন সুন্দর, তিনজনই স্নিকোমিটারের দেওয়া ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন।
ভুল আম্পায়ারিংয়ের শিকার সুন্দর
প্রসঙ্গত ভারতীয় দল তাদের প্রথম ইনিংসের ৬৬তম ওভারে প্যাট কামিন্সের মুখোমুখি হয়েছিল। ওয়াশিংটন ওভারের শেষ বলে স্ট্রাইকে ছিলেন। কামিন্স- এর করা লেগ সাইডের দিকে একটি বল ফ্লিক করেন। এই বলেই থার্ডম্যানের দিকে শট মারার চেষ্টা করেন সুন্দর। কিন্তু বল চলে যায় উইকেটরক্ষকের হাতে। কামিন্স জোরালো আবেদন করেছিলেন। কিন্তু আম্পায়ার এই আবেদন নাকচ করে দেন। এরপর কামিন্স DRS নেওয়ার সিদ্ধান্ত নেন, আম্পায়ার যখন রিপ্লে দেখেন, তখন বল ও ব্যাটের মধ্যে কোনো যোগাযোগ দেখা যায়নি।
বলটি গ্লাভসে পৌঁছানোর সময় একই স্ফুলিঙ্গ দেখা যায় তবে বলটি তখন দূরেই ছিল। স্নিকোমিটারে পরিবর্তন দেখে মত বদলান থার্ড আম্পায়ার। যে কারণে হতাশ হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় ওয়াসিংটনকে। এরপর ব্যাটিং করতে এসে বুমরাহ আম্পায়ারদের সঙ্গে তর্ক জুরে দেন। কারণ গত ম্যাচে যশস্বী যখন ব্যাটিং করছিলেন তখন স্নিকোমিটারে কোন স্ফুলিঙ্গ দেখা যায়নি। তবুও আম্পায়ার তাকে আউট বলে গণ্য করেছিলেন। আজ সেই বিষয় নিয়ে বুমরাহ আম্পায়ারদের সঙ্গে লম্বা-চর্চা জুড়ে দেন।