চোট পেয়ে মাঠ ছাড়লেন ক্যাপ্টেন বুমরাহ, দায়িত্বে ফিরলেন বিরাট কোহলি !! 1

ভারতীয় ভক্তদের জন্য বড় ধাক্কা, চোট পেলেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। মধ্যাহ্নভোজনের বিরতির পর পরই মাঠ ছাড়লেন তিনি এবং তাকে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মাঠে তার বদলে বিরাট কোহলি নেতৃত্ব দিচ্ছেন। চলতি ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) পরিবর্তে এই টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছিলেন বুমরাহ। ভারতীয় দলের অধিনায়ক বুমরাহ এই টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন যেখানে ভারত প্রথমে ব্যাটিং করতে এসে ১৮৫ রানের মাথায় গুটিয়ে যায়। এরপর ভারত বল হাতে অজি ব্যাটসম্যানদের একহাত নিয়েছেন।

চোট পেয়েছেন বুমরাহ

Jasprit Bumrah, ind vs aus
Jasprit Bumrah | Image: Getty Images

গতকাল তৃতীয় ওভারেই ১ উইকেট হারিয়েছিল অস্ট্রালিয়া। আর আজ মধ্যাহ্নভোজনের বিরতির আগেই ৫ উইকেট হারিয়ে ফেলে দল। ভারতকে প্রথম দুই উইকেট এনে দিয়েছেন বুমরাহ নিজেই। তবে, মধ্যাহ্নভোজনের বিরতির পরেই এক ওভার বল করতে দেখা গিয়েছিল বুমরাহকে। তবে তার পরেই মাঠ ছাড়েন তিনি। যদিও বুমরাহ কোথায় এবং কী ভাবে চোট পেয়েছেন, তা জানা যায়নি। বিসিসিআই বা ভারতীয় শিবির থেকে বুমরাহকে নিয়ে কোনো প্রকার আপডেট এখনও পাওয়া যায়নি। তবে, হাসপাতালে যাওয়ার আগে বুমরাহকে স্বাভাবিক ভাবেই সিঁড়ি থেকে নামতে দেখা গিয়েছে। দলের মেডিকেল স্টাফকে সঙ্গে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বুমরাহ।

বিরাট কোহলি সামলাচ্ছেন দায়িত্ব

Virat Kohli,bcci
Virat Kohli | Image: Getty Images

সম্ভবত কোনো গুরুতর চোট পেয়েছেন তাই তাকে তৎক্ষণাৎ মাঠ ছাড়তে দেখা গিয়েছে এবং তিনি মাঠ ছাড়তেক দলের নেতৃত্বের দায়িত্ব নিতে হয়েছে বিরাট কোহলিকে (Virat Kohli)। প্রসঙ্গত, মধ্যাহ্নভোজের বিরতির পর সতীর্থদের সঙ্গেই মাঠে নেমেছিলেন বুমরাহ। তবে এক ওভার বোলিং করার পরই মাঠ ছাড়েন তিনি। তাকে কিছুক্ষণ সাজঘরে দেখতে পাওয়া যায়। সেখানেই মেডিকেল টিমের থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তারপর স্ক্যান করতেই তাকে হাসপাতালে যেতে দেখা যায়। আসলে তিনি এই সিরিজে সব থেকে সফল বোলার, পাশাপাশি ভারতীয় দলকে এই সিরিজ ড্র করতে গেলে তাকে বিশেষ ভাবে প্রয়োজন রয়েছে। তাই ভক্তদের নজরে এখন রয়েছে বুমরাহের চোটের আপডেট।

Read Also: অস্ট্রেলিয়াতেই অবসান গম্ভীর জমানার, কোচের দায়িত্ব পাচ্ছেন এই কিংবদন্তি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *