bumrah-doubtful-for-asia-cup-2025

চর্চার কেন্দ্রে জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। ২০২২-এ ইংল্যান্ড সফর চলাকালীন পিঠে চোট পেয়েছিলেন তারকা পেসার। এক বছর দূরে ছিলেন বাইশ গজ থেকে। মাঠে ফেরেন ২০২৩-এর অগস্ট মাসে। এরপর থেকেই তাঁকে মাঠে নামানোর ব্যাপারে সতর্ক ভারতীয় বোর্ড। বেছে বেছে ম্যাচ খেলানো হচ্ছে তাঁকে। ২০২৩-এর এশিয়া কাপ, বিশ্বকাপ বা ২০২৪-এর টি-২০ বিশ্বকাপের মত টুর্নামেন্ট খেললেও বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিলো বুমরাহকে। একটানা ক্রিকেটের ধকল যে তাঁর শরীর এখনও সইতে পারছে না তার প্রমাণ মিলেছিলো ২০২৪-২৫’এর বর্ডার-গাওস্কর ট্রফিতে। পরপর পাঁচটি টেস্ট খেলেছিলেন বুমরাহ (Jasprit Bumrah)। কিন্তু সিডনিতে শেষ ম্যাচটি খেলার সময় ফের পিঠে চোট পান তিনি। মাস তিনেক থাকতে হয় মাঠের বাইরে। চিন্তা বাড়ে বিসিসিআই-এর।

Read More: “নিজের উপর বিশ্বাস ছিলোই…” সিংহহৃদয় সিরাজ, হায়দ্রাবাদী পেসারের হাত ধরে ওভালে ‘মিরাক্‌ল’ ভারতের !!

আবারও আহত জসপ্রীত বুমরাহ-

Jasprit Bumrah | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

অস্ট্রেলিয়া সিরিজের ভুল ইংল্যান্ডে করতে রাজী ছিলো না ভারতীয় শিবির। পাঁচটি নয় বরং বুমরাহকে (Jasprit Bumrah) তিনটি ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলো টিম ম্যানেজমেন্ট। সেইমত লিডস, লর্ডস ও ওল্ড ট্র্যাফোর্ডে খেলেছেন তিনি। চার টেস্টের পর ২-১ পিছিয়ে ছিলো ভারত। দলের স্বার্থে তাই ওভালে শেষ ম্যাচটিতে তিনি নামবেন কিনা তা নিয়ে শুরু হয়েছিলো জল্পনা। কিন্তু শেষমেশ বুমরাহ নয় বরং সিরাজ (Mohammed Siraj), প্রসিদ্ধ কৃষ্ণা ও আকাশ দীপ’কে রেখেই পেস বোলিং আক্রমণ সাজান কোচ গৌতম গম্ভীর। ম্যাচের মাঝপথে স্কোয়াড থেকে বুমরাহ’কে (Jasprit Bumrah) ‘রিলিজ’ অবধি করে দেওয়া হয়। ওয়ার্কলোডের কারণেই বিশ্রামে পাঠানো হয়েছে তাঁকে, প্রাথমিক ধারণা ছিলো বিশেষজ্ঞদের। কিন্তু টাইমস অফ ইন্ডিয়াকে এক উচ্চপদস্থ বিসিসিআই কর্তা জানিয়েছেন যে হাঁটুতে চোট থাকার কারণে ছিটকে গিয়েছেন তিনি।

“দুর্ভাগ্যজনকভাবে বুমরাহ হাঁটুর চোটে ভুগছে। ভালো খবর যে এটা গুরুতর কিছু নয়। অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। বিসিসিআই-এর মেডিক্যাল টিম ওনার স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষা করছে,” সাক্ষাৎকারে জানিয়েছেন বোর্ড কর্তা। সেপ্টেম্বরে বসতে চলেছে ২০২৫-এর এশিয়া কাপের (Asia Cup 2025) আসর। দেখা যাবে বুমরাহকে (Jasprit Bumrah)? স্পষ্ট উত্তর দিতে পারেন নি ঐ বোর্ডকর্তা। তবে আশাবাদী তিনি। বলেছেন, “সামনে এশিয়া কাপ রয়েছে, টি-২০ বিশ্বকাপও রয়েছে। ও (বুমরাহ) নিশ্চয়ই সেগুলো খেলতে চাইবে। ওর শরীরের যা অবস্থা তাতে সবক’টি ম্যাচ ওর পক্ষে খেলা সম্ভব নয়। ওকে বাড়তি সতর্কতার সাথে ম্যানেজ করতে হবে। ওভালে ওকে খেলানো বড়সড় ঝুঁকি হয়ে যেতে পারত।” চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও ধোঁয়াশা ছিলো বুমরাহকে নিয়ে। শেষমেশ ছিটকে যান তিনি। তাই এশিয়া কাপের আগে সিঁদুরে মেঘ দেখছেন টিম ইন্ডিয়া সমর্থকেরা।

বুমরাহকে নিয়ে নীতিবদল ভারতের-

Shubman Gill and Jasprit Bumrah | Image: Getty Images
Shubman Gill and Jasprit Bumrah | Image: Getty Images

বুমরাহ’র (Jasprit Bumrah) বেছে বেছে ম্যাচ খেলার কারণে টেস্ট সিরিজের স্ট্র্যাটেজি নির্মাণে সমস্যা হচ্ছে, বিসিসিআই-কে জানিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ফলে তারকা পেসারকে নিয়ে নীতি বদল করতে হচ্ছে ক্রিকেট নিয়ামক সংস্থাকে। টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্টে দাবী করা হয়েছে যে আগামীতে প্রত্যেকটি দল নির্বাচনী বৈঠকের আগে বুমরাহ’র শারীরিক অবস্থার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠানো হবে বিসিসিআই-এর মেডিক্যাল টিমের কাছে। তিনি যদি সম্পূর্ণ সিরিজে খেলার মত ফিট থাকেন একমাত্র তখনই নির্বাচনের জন্য ভেবে দেখা হবে তাঁকে। অন্যথায় স্কোয়াডে সামিলই করা হবে না বুমরাহকে (Jasprit Bumrah)। সদ্যসমাপ্ত ভারত বনাম ইংল্যান্ড সিরিজে লিডস ও লর্ডস টেস্টে চেনা ছন্দে পাওয়া গিয়েছিলো পেস তারকাকে। কিন্তু ম্যাঞ্চেস্টারে ম্রিয়মান দেখিয়েছে তাঁকে। গতি কমে গিয়েছিলো বলের। ভবিষ্যতে সেই ঘটনার পুনরাবৃত্তি চায় না বোর্ড।

Also Read: IND vs ENG: “আমরা হাল ছাড়ি না…” নাটকীয় জয়ের পর হুঙ্কার শুভমানের, দলের পারফর্ম্যান্সে তৃপ্ত অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *