অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দল আপাতত ব্যাকফুটে। একেরপর এক ব্যাটসম্যানকে হারিয়ে ভারতীয় দল সমস্যার সম্মুখীন হয়েছে। আজকের ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) পরিবর্তে অধিনায়িযত্ব করতে দেখা গিয়েছে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। ভারতীয় দলের তারকা ক্রিকেটার বুমরাহ এই নিয়ে তার দ্বিতীয় টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বুমরাহ, তবে আজকের ম্যাচে দলে বেশ কিছু পরিবর্তন করেছেন বুমরাহ।
ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) প্রধান অস্ত্রদের আজকের ম্যাচে বাদ দিয়েছেন বুমরাহ। আসলে, রোহিত শর্মা প্রতিটি ম্যাচে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) আজকের ম্যাচে সুযোগ দিলেন না। ভারতের জার্সিতে একজনের ৫৩৬ টেস্ট উইকেট রয়েছে যিনি ভারতের সর্বকালের উইকেট শিকারীদের তালিকায় কিংবদন্তি অনিল কুম্বলের (Anil Kumble) পিছনে রয়েছেন। অন্য একজনের নামে রয়েছে ৩১৯টি উইকেট। পাশাপশি ব্যাট হাতেও জাদেজা বেশ ভালো প্রদর্শন দেখিয়েছেন দিনের পর দিন।
Read More: পার্থে অজি পেসারদের তান্ডব, প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে টিম ইন্ডিয়া !!
অশ্বিন-জাদেজাকে ছাড়াই প্রথম টেস্টে নামলো টিম ইন্ডিয়া
কিন্তু বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের জন্য ভারতের একাদশে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা দুজনকেই বাদ দেওয়া হয়েছে। এই দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মার প্রধান দুই অস্ত্র। তবে, পার্থের অপটাস স্টেডিয়ামে একমাত্র স্পিন-বোলিং অলরাউন্ডার নিয়েই সিরিজের সূচনা করলো টিম ইন্ডিয়া। অশ্বিন এবং জাদেজা আগে ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) বেছে নিয়েছে ভারত। মজার ব্যাপার হল, শেষবার ভারতীয় টেস্ট একাদশে যখন অশ্বিন বা জাদেজা কেউই ছিলেন না সেটি ছিল তিন বছর আগে, যখন ব্রিসবেনের গাব্বাতে সেই ঐতিহাসিক টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া।
ভারতীয় দল আজকের ম্যাচে দলে সুযোগ দিয়েছেন নীতিশ কুমার রেড্ডি (Nitish Reddy) ও হার্ষিত রানাকে (Harshit Rana)। দুজনেই আজকের ম্যাচে প্রথম খেলার সুযোগ পেয়েছেন। অধিনায়ক হওয়ার পর বুমরাহের এই সিদ্ধান্তে সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা। নেটিজেনদের মতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের দুই তারকা খেলোয়াড়কে বাদ দেওয়া দলের কাছে বুমেরাং হতে পারে। আপাতত ভারতীয় দল ৪৬ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৪ রান বানাতেই সক্ষম হয়েছে।