ভারত-পাক ম্যাচের আগে প্রকাশ্যে এশিয়া কাপের সেরা একাদশ, সূর্য-বাবরদের হলো না জায়গা !! 1

এশিয়া কাপ শুরুর প্রথম সপ্তাহে ভারত, আফগানিস্তান ও বাংলাদেশ দলের প্রদর্শন ছিল দুর্ধর্ষ। এবার এবারের এশিয়া কাপে অন্যতম বড় ম্যাচ হতে চলেছে ভারত ও পাকিস্তানের মধ্যে। আগামী রবিবার এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। আর এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে ভক্তদের মধ্যে উঠেছে সমালোচনার ঝড়। তবে, ভারত-পাক ম্যাচের আগে প্রকাশ্যে এসেছে এশিয়া কাপের সেরা একাদশ।

দল বেছে নিলেন ব্রেট লি

এশিয়া কাপ
Brett Lee | Image: Getty Images

সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রেট লি (Brett Lee) তাঁর পছন্দের এশিয়া কাপ একাদশ বেছে নিয়েছেন। লি সবসময় তাঁর নির্ভীক গতি এবং তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। ব্রেট লি তাঁর একাদশে চারজন ভারতীয় ক্রিকেটারের পাশাপাশি পাকিস্তান, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং হংকংয়ের খেলোয়াড়দেরও জায়গা রয়েছে। মূলত, এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে। যে কারণে টি-টোয়েন্টি ফরম্যাটের বিচারে দল বেছে নেন লি।

Read More: “ভারত-পাক ম্যাচ নিয়ে আপত্তি নেই কিন্তু…” বলিউড অভিনেতার মন্তব্য ঘিরে শোরগোল ক্রিকেটদুনিয়ায় !!

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বড় নামগুলোর উপর আস্থা রাখার সিদ্ধান্ত নেন লি। তিনি বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে একদম টপ অর্ডারে রাখত সিদ্ধান্ত নেন। দুজনকে ওপেনার হিসাবে দেখতে চান লি। দুজনেই এই ফরম্যাটে ৪০০০- এর বেশি রান বানিয়েছেন। তিনে পাকিস্তানের মহম্মদ রিজওয়ানকে (Mohammed Rizwan) রেখেছেন তিনি। চারে, হংকং দলের তারকা ব্যাটসম্যান বাবর হায়াতকে রেখে দিয়েছেন।

জায়গা হলো না বাবর সূর্যকুমারের

ভারত-পাক ম্যাচের আগে প্রকাশ্যে এশিয়া কাপের সেরা একাদশ, সূর্য-বাবরদের হলো না জায়গা !! 2
Babar Azam and Suryakumar Yadav | Image: Twitter

লোয়ার মিডল অর্ডারেও ভারতীয় ভাব ছিল। উইকেটরক্ষক এবং অধিনায়ক হিসেবে এমএস ধোনিকে (MS Dhoni) বেছে নেওয়া হয়েছিল, আর পাওয়ার হিটিং এবং ফিনিশিং দক্ষতার জন্য হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) বেছে নেওয়া হয়েছিল। ব্রেট লি তাঁর বাছাই করা দলে জায়গা দেননি এই ফরম্যাটের দ্বিতীয় সর্বাধিক রানের মালিক বাবর আজমকে। সাধারণ তারকাদের পাশাপাশি, লি কিছু অস্বাভাবিক বাছাই করেছেন। হং কং থেকে বাবর হায়াতকে ছাড়া সংযুক্ত আরব আমিরাতের আমজাদ জাভেদ এবং মোহাম্মদ নাভিদও অন্তর্ভুক্ত করেছেন তিনি। পাশাপশি, আফগানিস্তানের রশিদ খান, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং ভারতের জসপ্রিত বুমরাহের সাথে বোলিং আক্রমণ সাজিয়েছেন ব্রেট। তবে, তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে – এই তালিকায় সূর্যকুমার যাদব আর কুলদীপ যাদবের জায়গা না পাওয়াটা।

ব্রেট লির বাছাই করা এশিয়া কাপের সর্বকালের সেরা একাদশ (T20 ফরম্যাটে)

বিরাট কোহলি, রোহিত শর্মা, মোহাম্মদ রিজওয়ান, বাবর হায়াত, এমএস ধোনি, হার্দিক পান্ডিয়া, ওয়ানিন্দু হাসরাঙ্গা, রশিদ খান, আমজাদ জাভেদ, মোহাম্মদ নাভিদ, হারিস রউফ, জাসপ্রিত বুমরাহ।

Read Also: বাঙালীর ক্রিকেট আবেগ নিয়ে ছেলেখেলা জয় শাহের, ফের ইডেনের মুখের গ্রাস কাড়লো আহমেদাবাদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *