প্রথম বেশ কয়েক ম‍্যাচ খেলছেন না এই গুরুত্বপূর্ণ ক্রিকেটার, জানিয়ে দিলেন চেন্নাই কোচ ফ্লেমিং 1

জল্পনা হলো সত্যি, সম্প্রতি চেন্নাই সুপার কিংস দলের কোচ স্টিফেন ফ্লেমিং বললেন,চলতি আইপিএলে আগামী বেশ কিছু ম‍্যাচ খেলতে দেখা যাবেনা দলের অন‍্যতম তারকা অলরাউন্ডার ডোয়েন ব্রাভো’কে।

প্রথম বেশ কয়েক ম‍্যাচ খেলছেন না এই গুরুত্বপূর্ণ ক্রিকেটার, জানিয়ে দিলেন চেন্নাই কোচ ফ্লেমিং 2

এদিন চার বল বাকী থাকতে ম‍্যাচ জিতে যায় চেন্নাই , পাঁচ উইকেট হাতে নিয়ে।টুর্নামেন্টের প্রথম ম‍্যাচে আবুধাবি’র শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএলের প্রথম ম‍্যাচে খেলতে নেমেছিলো চেন্নাই-মুম্বাই।

ব্রাভো’কে শেষ বারের খেলতে দেখা গেছে ২০২০ সালে ত্রিনিবাগো নাইটরাইডার্সের হয়ে ক‍্যারিবিয়ান প্রিমিয়ার লিগে।ফাইনালে খেললেও বোলিং করতে পারেননি তিনি পায়ে চোটের জন্য।

এইমুহুর্তে ব্রাভোর বদলে চেন্নাই দলে সুযোগ করে নিয়েছেন ইংল্যান্ড অলরাউন্ডার স‍্যাম কুরান।প্রথম ম‍্যাচে দারুন পারফরম্যান্স দিয়েছিলেন তিনি।বিকল্প হিসেবে খেলতে নামলেও প্রথম ম‍্যাচে তার পারফরম্যান্স নজরকাড়া ।

প্রথম বেশ কয়েক ম‍্যাচ খেলছেন না এই গুরুত্বপূর্ণ ক্রিকেটার, জানিয়ে দিলেন চেন্নাই কোচ ফ্লেমিং 3

এদিন বোলিং করতে নেমে তুলে নেন কুইন্টন ডি ‘ককের গুরুত্বপূর্ণ উইকেট।সেই সময় ক্রমশ সিএসকের বোলিং বিভাগের উপর চাপ সৃষ্টি করছিলেন ডি’কক।কুরানের বলে যখন আউট হয়ে ফিরছিলেন তিনি তখন তার স্কোর ২০ বলে ৩৩।পরবর্তী সময়ে ব‍্যাট হাতেও ঝোড়ো ইনিংস খেলে কুরান।৬ বলে ১৮ রান করেছিলেন তিনি।ইনিংসে আছে একটা চার , দুটো ছয়।

ম‍্যাচের পর তার প্রশংসা করেন স্বয়ং সিএসকে কোচ ফ্লেমিং‌।অবিশ্বাস্য পারফরম্যান্স মনে করেন তিনি কু্রানের পারফরম্যান্সে।২০১৯ সালে কিংস ইলেভেন পান্জাবের হয়ে খেলেছিলেন এই ইংল্যান্ডের অলরাউন্ডার।

প্রথম বেশ কয়েক ম‍্যাচ খেলছেন না এই গুরুত্বপূর্ণ ক্রিকেটার, জানিয়ে দিলেন চেন্নাই কোচ ফ্লেমিং 4
MS Dhoni celebrates the wicket of Shikhar Dhawan whilst Michael Hussey has the Orange Cap and Dwayne Bravo has the Purple Cap during match 54 of the Pepsi Indian Premier League between The Sunrisers Hyderabad and Chennai Superkings held at the Rajiv Gandhi International Stadium, Hyderabad on the 8th May 2013
Photo by Ron Gaunt-IPL-SPORTZPICS
Use of this image is subject to the terms and conditions as outlined by the BCCI. These terms can be found by following this link:
http://www.sportzpics.co.za/image/I0000SoRagM2cIEc

কুরানের পাশাপাশি রায়ডুর পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি।৪৮ বলে ৭১ রানের ইনিংস খেলেছিলেন রায়ডু।শুরুতেই দুই উইকেট হারিয়ে দল যখন সমস্যায়, তখন এমন একটা ইনিংস সত্যি প্রশংসার দাবী রাখে।

তৃতীয় উইকেটে দু প্লেসিসের সঙ্গে১১৫ রান যোগ ক‍রেন রায়ডু।দলকে পৌঁছে দেয় জয়ের রাস্তায়।পরবর্তী সময়ে রাহুলের চাহারের বলে আউট হোন তিনি।আগামী ২২ শে সেপ্টেম্বর,শারজাহ পরবর্তী ম‍্যাচে রাজস্থান রয়‍্যালসের মুখোমুখি হতে চলেছে চেন্নাই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *