BPL 2024: “এটা টেস্ট নয়, টি-২০…” বাবর আজম’কে খোঁচা প্রতিপক্ষের, রাগে অগ্নিশর্মা পাক তারকা !! 1

BPL 2024: চলছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ। গতকাল সিলেটের মাঠে মুখোমুখি হয়েছিলো দুর্দান্ত ঢাকা ও রংপুর রাইডার্স। বাংলাদেশের স্থানীয় ক্রিকেট তারকারা ছাড়াও ম্যাচে দেখা গিয়েছে বাবর আজম (Babar Azam), দানুষ্কা গুণতিলকা, সাইম আয়ুব, মহম্মদ নবি (Mohammad Nabi), আজমাতুল্লাহ ওমরজাইদের মত বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখেদের। ম্যাচে প্রথমে ব্যাটিং করে রংপুর রাইডার্স নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে যোগ করে ১৮৩ রান। জবাবে ব্যাট করতে নেমে আজমাতুল্লাহ ওমরজাই, মেহদী হাসান, হাসান মাহমুদদের বোলিং-এর সামনে বিশেষ সুবিধা করতে পারে নি দুর্দান্ত ঢাকা। রাজধানী শহরের দলকে ৭৯ রানে হারিয়ে বিশাল জয় পেয়েছে রংপুর। সাত দলের টুর্নামেন্টে তারা জায়গা করে নিয়েছে চতুর্থ স্থানে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে বিশেষ রান পান নি বাবর আজম (Babar Azam)। পড়তে হয়েছিলো সমালোচনার মুখে। নতুন বছরে অবশ্য সেই ব্যর্থতা ঝেড়ে ফেলেছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের জার্সিতে টি-২০ সিরিজে ধারাবাহিক ভাবে ভালো খেলেছেন। পাকিস্তান ৪-১ ফলে সিরিজ হারলেও টানা তিন ম্যাচে তিনটি অর্ধশতক করেছেন বাবর (Babar Azam)। তারপরেই তিনি উড়ে গিয়েছেন বাংলাদেশে। এবার রংপুর রাইডার্সের হয়ে বিপিএল প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। টুর্নামেন্টে সময়টা এখনও অবধি বেশ ভালোই কেটেছে তাঁর। ৩ ম্যাচ খেলে আপাতত তাঁর রান সংখ্যা ১৬২। গড় ৬০। রয়েছে দুটি অর্ধশতক’ও। সাফল্য পেলেও কটাক্ষের সম্মুখীন’ও হতে হয়েছে প্রাক্তন পাক অধিনায়ককে। তাঁর স্ট্রাইক রেট নিয়ে গতকালের ম্যাচে প্রশ্ন তোলেন ঢাকা উইকেটরক্ষক ইরফান শুক্কুর (Irfan Sukkur)।

Read More: অলি পোপের সহজ ক্যাচ ছাড়লেন KL রাহুল, ভাইরাল ভিডিও !!

বাবর’কে বিঁধলেন ইরফান, ভাইরাল ভিডিও-

Babar Azam | Image: Getty Images
Babar Azam | Image: Getty Images

টি-২০ ক্রিকেটে বাবর আজমের (Babar Azam) স্ট্রাইক রেট প্রায়শই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে তাঁর স্ট্রাইক রেট ঘোরাফেরা করে ১২৯-এর আশেপাশে। যেহেতু বাবর ওপেন করেন সাধারণত, সেহেতু পাওয়ার প্লে’র ছয় ওভার খেলার সুযোগ পান নিয়মিত। সেই নিরিখে ১২৯-এর স্ট্রাইক রেট যথেষ্ট নয় বলেই মনে করেন অনেক বিশেষজ্ঞ। যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব’রা (Suryakumar Yadav) যেখানে প্রথম ছয় ওভারে ১৫-০’র বেশী স্ট্রাইক রেটে খেলেন, সেখানে শেষ তিন বছরে পাওয়ার প্লে ওভারগুলিতে বাবর’কে মাত্র ১১৫ স্ট্রাইক রেটে ব্যাট করতে দেখা গিয়েছে। এমনকি চলতি বিপিএলেও তাঁর স্ট্রাইক রেট মাত্র ১১৬। শুরুর ওভারগুলিতে তাঁর মন্থর ব্যাটিং আদতে দলের ক্ষতি করে বলেই মনে করেন বাবরের (Babar Azam) সমালোচকেরা। তেমনই সমালোচনা গতকাল’ও বাবরকে শুনতে হলো খোদ প্রতিপক্ষ উইকেটরক্ষকের থেকে।

রংপুর ইনিংসের ১৩তম ওভার চলছিলো তখন। অধিনায়ক নুরুল হাসান সোহান আউট হওয়ার পর ক্রিজে আসেন আফগানিস্তানের মহম্মদ নবি (Mohammad Nabi)। বাবর তখন ৩১ বলে খেলে ৩৭ রান করে অপরাজিত। নবি’র সাথে পিচের মাঝে দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি। তখন ঢাকা উইকেটরক্ষক ইরফান শুক্কুর পিছন থেকে কটাক্ষের সুরে বলেন, “বাবর এটা টি-২০, টেস্ট নয়।” প্রতিপক্ষের টিপ্পনিতে ক্ষুব্ধ হন পাক তারকা। পালটা দেন, “আমি তোমার সাথে কথা বলছি না। আমি তোমার সঙ্গে কথা বলছি না।” শুক্কুরের (Irfan Sukkur) কথার জবাব দিতেই যেন পরের বলগুলিতে রুদ্রমূর্তি ধারণ করেন বাবর। পরবর্তী ১৫ বলে তাঁর ব্যাট থেকে আসে ২৫ রান। শেষমেশ ৪৪ বলে ৬২ রান করে দানুষ্কা গুণতিলকার বলে আউট হন তিনি। তাঁর দল রংপুর ম্যাচ জেতার পর সেরা ক্রিকেটারের পুরষ্কারও পান বাবর’ই।

দেখে নিন ঘটনার ভিডিও-

Also Read: ৪২০ রানে সমাপ্ত হলো ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস, প্রথম টেস্ট জিততে ভারতের প্রয়োজন ২৩১ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *