এবি ডি ভিলিয়ার্স সাউথ আফ্রিকা দলে ফিরে আসতে চাইবার কারণ ব্যাখ্যা করলেন বাউচার 1

এবি ডিভিলিয়ার্স বিশ্ব ক্রিকেটে এক খুব পরিচিত এবং জনপ্রিয় নাম। সাউথ আফ্রিকার এই ডানহাতি উইকেটকিপার ব্যাটসম্যান বিশ্ব ক্রিকেটে Mr 360 নামে পরিচিত, তার অন্যতম কারণ হলো এই ডানহাতি ব্যাটসম্যান মাঠের যেকোনোদিকে অবলীলায় শট মারতে সক্ষম। ব্যাটসম্যান হিসাবে খ্যাতির পাশাপাশি ডিভিলিয়ার্স সমান ভাবে একজন দুর্দান্ত ফিল্ডার তার সাথে সাথে একজন দুরুন্ত উইকেটকিপার হিসাবেও নিজের নাম উজ্জ্বল করেছে।

এবি ডি ভিলিয়ার্স সাউথ আফ্রিকা দলে ফিরে আসতে চাইবার কারণ ব্যাখ্যা করলেন বাউচার 2

এবি ডিভিলিয়ার্স তার ক্যরিয়ার এর ভালো সময় চলাকালীন হটাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন যা দেখে সারা বিশ্বের অনেক ক্রিকেট ফ্যান তার সাথে সাউথ আফ্রিকা দলের অনেক সদ্দস্য পর্যন্ত অবাক হয়ে যান। এর পর সাউথ আফ্রিকা ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে পাকাপাকি ভাবে জানানো হয় ডিভিলিয়ার্স আর কোনো দিন সাউথ আফ্রিকা জাতীয় দলের হয়ে খেলবেন না।

কিন্তু এতো কিছুর পরেও সাউথ আফ্রিকা দলের মুখ্য কোচ মার্ক বাউচার জানান ডিভিলিয়ার্স কে তারা দলে ধরে রাখছেন যেকোনো আই সি সি ইভেন্টের জন্য। এতো বড়ো খবর শোনার পর আবার সারা বিশ্ব ক্রিকেট ডিভিলিয়ার্সের শুদু মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন কিন্তু প্রাক্তন এই সাউথ আফ্রিকা অধিনায়ক সবাই কে হতাশ করে জানিয়েদেন তিনি আর কোনোদিন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না। এর ঠিক পরেই আর একজন সাউথ আফ্রিকা প্ৰাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান তথা বর্তমান সাউথ আফ্রিকা দলের মুখ্য কোচ মার্ক বাউচার বলেন ডিভিলিয়ার্সের এই সিদ্ধান্তকে তিনি সন্মান জানান কিন্তু তিনি ভেবেছেলিন ডিভিলিয়ার্স হয়তো আবার সাউথ আফ্রিকা জাতীয় দলে ফেরত আসতে পারেন কারণ তিনি এখনো অব্দি আইপিএল এর সব থেকে বেস্ট ব্যাটসম্যান এবং তার সাথে আইপিএল দল আর সি বি দলের মূল্যবান সম্পদ।

এবি ডি ভিলিয়ার্স সাউথ আফ্রিকা দলে ফিরে আসতে চাইবার কারণ ব্যাখ্যা করলেন বাউচার 3

এক বিবৃতিতে বাউচার সমস্ত সাউথ আফ্রিকা বাসীকে জানান তিনি এখনো মনে করেন ডিভিলিয়ার্স হলেন বিশ্ব t20 ক্রিকেটে বেস্ট ব্যাটসম্যান তার আগে এখনো কেউ নেই তাই তিনি মনে করেছিলেন ডিভিলিয়ার্স হয়তো আবার জাতীয় দল ফিরে আসতে পারেন , কিন্তু যে সিদ্ধান্ত ডিভিলিয়ার্স নিয়েছেন তাকেও বাউচার সন্মান জানান , বাউচার এও বলেন ডিভিলিয়ার্স হয়তো নতুন তরুণ উঠতি প্রজন্মের জন্য নিজের জায়গা ছেড়েদিয়েছেন।

২০১৯ এর ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় সাউথ আফ্রিকা খুব খারাপ পারফর্মেন্স দেখিয়েছিলো এই জন্য তারা বিশ্বকাপ থেকে ছিটকে যায় এর পর তখনকার সাউথ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিস দাবি করেছিলেন ডিভিলিয়ার্স হয়তো নিজের অবসর ভেঙে আবার ফিরে আসবেন কিন্তু ডিভিলিয়ার্স তা করেনি তাই জন্য মার্ক বাউচার আবার নতুন করে সাউথ আফ্রিকা দল গঠন করতে শুরু করেছেন।

এবি ডি ভিলিয়ার্স সাউথ আফ্রিকা দলে ফিরে আসতে চাইবার কারণ ব্যাখ্যা করলেন বাউচার 4

সব শেষে বছর জানান তাদেরকে ভালো খেলতে গেলে দলগত প্রচেষ্টা দেখাতেই হবে তা সে যেকোনো পরিস্থিতি সামনে আসুক না কেন এবং যেকোনো পরিস্থিতির জন্য দলের প্রত্যেকটি খেলোয়াড়কে সমানভাবে তৈরি থাকতে হবে যেমন ডিভিলিয়ার্স ছিলেন , বাউচার এটাও বলেন তিনি এখন থেকেই বেস্ট খেলোয়াড় ক্যুতে শুরু করেছেন যিনি ডিভিলিয়ার্সের জায়গা টা কিছু হলেও পূরণ করতে পারেন। বাউচার আবারো ডিভিলিয়ার্সের সিদ্ধান্তকে সন্মান জানিয়ে বলেন তাদের এবার পেছনে না তাকিয়ে এবার সামনের দিকে এগিয়ে যেতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *