অ্যাডিলেডে প্রথম টেস্টে নিজেদের অন্যতম প্রধান খেলোয়াড় ডেভিড ওয়ার্নারকে ছাড়াই দাপুটে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। তারকাসমৃদ্ধ ভারতীয় দলকে আট উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে অসিরা। আর এবার আসন্ন বক্সিং ডে টেস্টে বিরাট কোহলি ও মহম্মদ শামি হীন টিম ইন্ডিয়াকে পর্যদুস্ত করার চেষ্টায় থাকবে টিম পেইনের ছেলেরা। কিন্তু এর আগেই অস্ট্রেলিয়া শিবিরে এল অত্যন্ত খারাপ খবর।
মেলবোর্নে আসন্ন বক্সিং ডে টেস্ট তথা সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়লেন তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার এবং পেসার শন অ্যাবট। ভারতের বিরুদ্ধে গত ওয়ানডে সিরিজে কুঁচকির চোটের জন্য বাকি কোনও ম্যাচ খেলতে পারেননি ওয়ার্নার। এদিকে অস্ট্রেলিয়ার এ দলের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলার সময় পায়ে চোট পান শন অ্যাবট। রিহ্যাবের জন্য এই দুই ক্রিকেটারই ছিলেন সিডনিতে। কিন্তু যা খবর, তাতে এখনও এই দুই অসি ক্রিকেটারের চোট পুরোপুরি সেরে ওঠেনি।
ডেভিড ওয়ার্নার এবং শন অ্যাবটের দ্বিতীয় টেস্টে না থাকা নিয়ে সরকারি বিবৃতি প্রকাশ করেছে সে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের বক্তব্য, বোর্ডের প্রোটোকল অনুযায়ী যেহেতু তারা জৈব সুরক্ষা বলয়ের বাইরে ছিলেন দীর্ঘ সময়, তাই দ্বিতীয় টেস্টে ওয়ার্নার ও অ্যাবটকে নেওয়া হচ্ছে না। এই নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের বিবৃতিতে লিখেছে, “ডেভিড ওয়ার্নার এবং শন অ্যাবট নিজেদের চোট সারাতে দলের জৈব সুরক্ষা বলয় ছেড়ে সিডনিতে ছিলেন। যদিও দুই খেলোয়াড়ের কেউই নিউ সাউথ ওয়েলস হেলথের নির্দেশ অনুযায়ী কোনও হটস্পটে ছিলেন না। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার জৈব সুরক্ষা প্রোটোকল কখনই তাদের বক্সিং ডে টেস্টের আগে দলে যোগ দেওয়ার অনুমতি দিতে পারছে না।”
এদিকে সিডনিতে বর্তমানে করোনার প্রকোপ আরও বাড়ায় ডেভিড ওয়ার্নার এবং শন অ্যাবট নির্দিষ্ট সময়ের আগেই চলে আসেন মেলবোর্নে। এই নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের বিবৃতিতে লিখেছে, “এই দুই ক্রিকেটার সিডনি থেকে মেলবোর্নে এসেছে নিজেদের রিহ্যাব সারার জন্য যেহেতু সিডনিতে এই মুহুর্তে সাধারণের স্বাস্থ্য পরিষেবায় পরিবর্তন আসছে।”