মেলবোর্ন স্টারসের (Melbourne Stars) অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) বুধবার (১৯ জানুয়ারি) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (Melbourne Cricket Ground) হোবার্ট হারিকেনসের (Hobart Hurricanes) বিপক্ষে বিগ ব্যাশ লিগে (BBL 2021-22) ম্যাচে ঝোড়ো ইনিংস দিয়ে রেকর্ডটি স্তম্ভিত করে দেন। ২৪১ স্ট্রাইক রেটে ব্যাট করে ম্যাক্সওয়েল ৬৪ বলে ২২ চার ও ৪ ছক্কার সাহায্যে অপরাজিত ১৫৪ রানের ইনিংস খেলেন। […]