IND vs AUS: বর্তমানে বিশ্বকাপ খেলতে ব্যস্ত টিম ইন্ডিয়া (Team India)। আট ম্যাচে আটটিতেই জিতে দুর্দান্ত গতিতে ট্রফির দিকে এগোচ্ছে ভারতীয় দল। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের মাঠে স্বপ্নপূরণ হতে পারে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। একইসাথে বিশ্বজয়ের স্বাদ পেতে পারেন দেশের ১৪০ কোটি মানুষও। তবে বিশ্বকাপ ফলাফল যাই হোক না কেন, বেশী দিন বিরতি নিচ্ছে না ভারতীয় দল। ফাইনালের দিন চারকের মধ্যেই অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে টি-২০ সিরিজে মাঠে নেমে পড়ছে ‘মেন ইন ব্লু।’ পাঁচ ম্যাচের সিরিজ চলবে ২৩ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে। বিশ্বকাপের পরে নিজেদের প্রধান খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে তারা। ম্যাথু ওয়েডের নেতৃত্বে মাঠে নামবে দ্বিতীয় সারির স্কোয়াড। ভারতও কি সেই পথে হাঁটবে? বিসিসিআই-এর ঘোষণার অপেক্ষায় ক্রিকেটজনতা।
বিসিসিআই সূত্র মারফত যে খবর পাওয়া গেছে তা অনুযায়ী মনে করা হচ্ছে যে একটানা ক্রিকেটের ধকল থেকে জাদেজা (Ravindra Jadeja), হার্দিক, বুমরাহ’দের (Jasprit Bumrah) মত তারকাদের রেহাই দেওয়ার ভাবনাচিন্তাই রয়েছে বোর্ডের অন্দরে। বিশেষ করে ফাস্ট বোলারদের বিশ্রাম প্রয়োজন বলেই মনে করছেন বোর্ড কর্তারা। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই-এর এক উচ্চপদস্থ কর্তা স্পষ্ট বলেছেন, “নির্বাচকেরা সম্ভবত সিনিয়র বোলারদের বিশ্রাম দিতে পারেন।” সিরাজ-শামিদের না থাকা আচমকাই জাতীয় দলের দরজা খুলে দিতে পারে ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) জন্য। প্রায় এক বছরের বেশী সময় জাতীয় দলের বাইরে তিনি। অস্ট্রেলিয়া সিরিজে (IND vs AUS) ফের একবার দেশের নীল জার্সি গায়ে দেখা যেতে পারে ৩৪ বর্ষীয় স্যুইং-এর জাদুকরকে।
Read More: শতক শিখরে শচীনের পাশে কোহলি, দুই প্রজন্মের দুই তারকার মিল যতটা, ঠিক ততটাই স্বতন্ত্র দুজনে !!
দলে ফিরতে পারেন ভুবনেশ্বর-
গত বছরের টি-২০ বিশ্বকাপের পর সমালোচনার মুখে পড়েন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) । গুরুত্বপূর্ণ ম্যাচে উইকেট তুলতে ব্যর্থ হওয়ায় গত নভেম্বরের নিউজিল্যান্ড সিরিজের পর তাঁকে ছেঁটে ফেলা হয় জাতীয় দল থেকে। এরপর টি-২০ ও ওডিআই দুই ফর্ম্যাটেই বেশ কিছু সিরিজ দেশে বা বিদেশে খেলেছে টিম ইন্ডিয়া। কিন্তু শিকে ছেঁড়েনি ভুবনেশ্বরের (Bhuvneshwar Kumar) ভাগ্যে। আইপিএলের ব্যর্থতা আরও পিছনের দিকে ঠেলে দিয়েছিলো ভুবি’কে। ১৪ ম্যাচে মাত্র ১৬ উইকেট নিয়েছিলেন তিনি। শোনা গিয়েছিলো এশিয়ান গেমস গামী দলে জায়গা দেওয়া হবে তাঁকে। কিন্তু শেষমেশ সেখানেও থেকেছেন ব্রাত্য। আবেশ খান, আর্শদীপ সিং-এর মত তরুণ প্রতিভাদের বেছে নিয়েছিলেন নির্বাচকেরা। জাতীয় দলের হয়ে ভুবনেশ্বরের যাত্রা শেষ যখন মনে হয়েছিলো, তখন বন্ধ দরজা আচমকাই খোলার পথে। সৌজন্যে সৈয়দ মুস্তাক আলি ট্রফি।
Bhuvneshwar Kumar swings us back in time 😍 with this special delivery 🫶
Keep watching the quarterfinals action from the #SyedMushtagAliT20 LIVE on #JioCinema & #Sports18 🙌 #SMAT #SMATonJioCinema #SMATonSports18 #JioCinemaSports pic.twitter.com/u6o73aFxnp
— Sports18 (@Sports18) November 2, 2023
উত্তরপ্রদেশের হয়ে দেশের ঘরোয়া টি-২০ প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অংশ নিয়েছিলেন ভুবনেশ্বর। তিনি যে এখনও ফুরিয়ে যান নি, তা বল হাতে প্রমাণ করেছেন ডান হাতি পেসার। ৭ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। এরমধ্যে তারকাখচিত কর্ণাটকের বিরুদ্ধে নিয়েছেন ৫টি। ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) পারফর্ম্যান্স নজরে পড়েছে বিসিসিআই-এর’ও। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, “সিনিয়র বোলারদের বিশ্রাম দেওয়া হলে ভুবনেশ্বরের মত একজন অভিজ্ঞ পেসারকে আমাদের প্রয়োজন হবে বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়ার জন্য। ওকে আবার ডাকা হতে পারে।” দেশের জার্সিতে ৮৭ ম্যাচে নিয়েছেন ৯০ উইকেট রয়েছে ভুবনেশ্বরের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND v AUS) সুযোগ পেলে পাঁচ ম্যাচের সিরিজে তিনি ১০০ উইকেটের মাইলস্টোন ছুঁতে পারেন কিনা, নজর থাকবে সেইদিকে।
Also Read: World Cup 2023: বৃষ্টিতে পণ্ড হওয়ার পথে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ, সেমিফাইনালে নিশ্চিত ভারত বনাম পাকিস্তান !!