ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ অর্থাৎ আইপিএল ১৮ বছরে পা দিয়েছে। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য প্রতিটি ফ্রাঞ্চাইজি তাদের ক্যাম্প শুরু করেও দেবে। তারই আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) সূত্র থেকে আসা বেশ কিছু খবর সমাজ মাধ্যমে চর্চার বিষয় হয়ে উঠেছে। প্রথমত, এবারের আইপিএলে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দল নির্বাচন নিয়ে সমাজের মাধ্যমে শুরু হয়েছিল চর্চা। আই পি এল নিলামের আগে দলটি কেবলমাত্র তিনজন খেলোয়াড় কে ধরে রেখেছিল। বিরাট কোহলি, রজত পতিদার এবং যশ দয়ালকে নিলামের আগেই ধরে রেখেছিল RCB টিম ম্যানেজমেন্ট।
দলের অধিনায়কত্ব করতে রাজি ছিলেন কোহলি
ভক্তরা ভেবেছিল নিলামের মঞ্চে কোনো না কোনো পুরানো RCB-এর খেলোয়াড়কে শামিল করা হবে। তবে, সেটি হতে দেখতে পাওয়া গেল না। রয়্যাল চেলেঞ্জার্স ফাফ ডু প্লেসিস (Faf Du Plessis), গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), উইল জ্যাকস (Will Jacks), মোহম্মদ সিরাজদের (Mohammed Siraj) মতন খেলোয়াড়দের মুক্তি দিয়েছে এমনকি তাদেরকে নিলামের মঞ্চে রাইট টু ম্যাচ কার্ড বা RTM ব্যাবহার করতে অনীহা প্রকাশ করে।
Read More: গাব্বা টেস্টের জন্য ফাঁস ভারতের একাদশ, KL রাহুল ক্যাপ্টেন, রোহিত-বিরাট-অশ্বিন বাদ !!
দল নির্বাচনের পর, রয়্যাল চ্যালেঞ্জার্স দলের অধিনায়ক কে হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরাট কোহলিকে ২১ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে ফ্রাঞ্চাইজি। এক সূত্রের খবর থেকে জানা গিয়েছিল, ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli) আবার দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত। তবে, টিম ম্যানেজমেন্ট নাকি বিরাটকে অধিনায়ক হিসাবে দেখতে চাইছে না। জানা গিয়েছে RCB দল আসন্ন আইপিএল ২০২৫-এর (IPL 2025) জন্য তারকা ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারকে (Bhuvneshwar Kumar) শামিল করতে চলেছে।
তারকা পেসারকে দায়িত্ব দিতে চায় RCB ফ্রাঞ্চাইজি
প্রসঙ্গত, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল 2025 এর আগে তাদের প্রাক-মৌসুম ক্যাম্প আয়োজিত করেছিল। RCB প্রথম ফ্র্যাঞ্চাইজি হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮ তম সংস্করণের জন্য তাদের প্রস্তুতি শুরু করে। বেঙ্গালুরুর ক্যাম্পটিতে ভুবনেশ্বর কুমার, ক্রুনাল পান্ডিয়া, জিতেশ শর্মা, রজত পতিদার এবং অনেক উঠতি তারকাদের নিয়েই অনুষ্ঠিত হয়েছিল। ক্যাম্পের নেতৃত্বে ছিলেন আরসিবি প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার এবং তাদের ক্রিকেট পরিচালক মো বোবাটও প্রশিক্ষণের সময় উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে, টিম ম্যানেজমেন্ট এই ক্যাম্প থেকেই অধিনায়ককে বাছাই করেছে। সোমবার অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নেমে অনবদ্য বোলিং করেন ভুবনেশ্বর কুমার। তার চলতি ফর্মের কথা মাথায় রেখে এবং ক্যাম্পে তার উপর প্রভাবিত হয়ে তাকেই আসন্ন মৌসুমের দায়িত্ব তুলে দিতে চলেছে ফ্রাঞ্চাইজি।