অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেকায়দায় রোহিত শর্মা’র (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারত। ব্রিসবেনের গাব্বায় টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো টিম ইন্ডিয়া। জসপ্রীত বুমরাহ’র মরিয়া লড়াই সত্ত্বেও ৪৪৫ রান স্কোরবোর্ডে যোগ করতে সক্ষম হয়েছে অজিরা। জোড়া শতরান করেন ট্র্যাভিস হেড (Travis Head) ও স্টিভ স্মিথ। ৭০ রান করেন অ্যালেক্স ক্যারিও। জবাবে ব্যাট করতে নেমে রীতিমত বিপর্যয়ের সম্মুখীন মেন ইন ব্লু। বিদেশের মাঠে, ফাস্ট বোলিং-এর সামনে নতজানু হতে দেখা গিয়েছে যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলিদের (Virat Kohli)। ১০-এর গণ্ডী পেরোতে পারেন নি তিনজনের কেউই। ২০২১ সালের গাব্বা টেস্টের নায়ক ঋষভ পন্থও হয়েছেন ব্যর্থ। চতুর্থ দিনের সকালে সাজঘরে ফিরেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় ব্যাটারদের হতশ্রী পারফর্ম্যান্সের মাঝেই সামনে এসেছে চমকপ্রদ পরিসংখ্যান।
Read More: “অবসর হলো সেরা বিকল্প…” লাগাতার ব্যার্থ রোহিত শর্মা, সমাজ মাধ্যমে হলেন ট্রোলের শিকার !!
ব্যাটিং মহারথীদের থেকে এগিয়ে ভুবি-
টেস্ট ক্রিকেটে নতুন মুখেদের জায়গা করে দেওয়ার কথা ভেবেছে টিম ইন্ডিয়া (Team India)। সেই কারণেই তিন নম্বর পজিশনে সুযোগ করে দেওয়া হয়েছে শুভমান গিল’কে (Shubman Gill)। ওপেনার হিসেবে খেলছেন ২২ বর্ষীয় যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ‘নিউ লুক’ ভারতীয় শিবিরে বদলে গিয়েছে অধিনায়ক রোহিত শর্মা’র (Rohit Sharma) ব্যাটিং পজিশন’ও। তিনি ওপেনিং থেকে সরে এসেছেন মিডল অর্ডারে। বহু রদবদল, পারমুটেশন কম্বিনেশের পরেও লাভ আদৌ কতদূর হচ্ছে তা নিয়ে কিন্তু চিন্তা থেকেই গিয়েছে। তিনে শুভমান বা পাঁচে রোহিত (Rohit Sharma) এখনও পূজারা (Cheteshwar Pujara) বা রাহানের (Ajinkya Rahane) বিকল্প হয়ে উঠতে পারেন নি। এমনকি টেস্ট ক্রিকেটের কঠিনতম পরীক্ষা যে দেশগুলিতে দেখা যায় অর্থাৎ ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাতে তাঁদের ব্যাটিং গড় পেস বোলার ভুবনেশ্বর কুমারের থেকেও কম।
ভুবনেশ্বর (Bhuvneshwar Kumar) নিউজিল্যান্ডে টেস্ট খেলেন নি। কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাতে ১৬টি ইনিংসে তাঁর গড় ৩০.৬১। তিনটি অর্ধশতক’ও রয়েছে। SENA দেশগুলিতে ভারতের প্রথম সারির ব্যাটাররা অনেকটা পিছিয়ে রয়েছেন তাঁর থেকে। যশস্বী (Yashasvi Jaiswal) চলতি মরসুমে দেশের মাঠে প্রচুর রান করেছেন। কিন্তু অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকাতে যখনই খেলেছেন, তখনই প্রকাশ হয়ে পড়েছে তাঁর সীমাবদ্ধতা। দুই দেশে ৯ ইনিংস খেলে তাঁর মোট রান ২৪৯। গড় ২৭.৬৭। SENA দেশগুলিতে শুভমান (Shubman Gill) ও রোহিতের (Rohit Sharma) ব্যাটিং গড় যথাক্রমে ২৬.৭২ ও ২৯.৬৬। এই পরিসংখ্যান রীতিমত হতাশাজনক বলে মত বিশেষজ্ঞমহলের। গত দুই-তিন বছরে লাল বলের ফর্ম্যাটে ভারতের পারফর্ম্যান্সের গ্রাফ নীচে যাওয়ার অন্যতম কারণ হিসেবে উঠে আসছে ব্যাটিং ব্যর্থতাই।
গাব্বায় লড়ছে টিম ইন্ডিয়া-
গাব্বা টেস্টে এখনও লড়ছে টিম ইন্ডিয়া। গতকাল মাত্র ৫১ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে বসেছিলো তারা। চতুর্থ দিনের সকালে প্রথম বলেই ক্যাচ তুলে দিয়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। কিন্তু স্লিপে দাঁড়ানো স্টিভ স্মিথ ফস্কান তা। উইকেটের জন্য অবশ্য বেশীক্ষণ অপেক্ষা করতে হয় নি অস্ট্রেলিয়াকে। প্যাট কামিন্সের বলে আউট হন রোহিত শর্মা (Rohit Sharma)। করেন ১০ রান। বর্ডার-গাওস্কর ট্রফিতে টানা তৃতীয় ইনিংসে ব্যর্থ হলেন তিনি। এরপর রবীন্দ্র জাদেজাকে সাথে নিয়ে প্রত্যাঘাতের পথে হাঁটেন রাহুল। একবার জীবন ফিরে পাওয়ার পর বেশ জমাট দেখাচ্ছিলো তাঁকে। দুর্ভাগ্যবশত হাতছাড়া হয় শতরান। ৮৪ রানের মাথায় নাথান লিয়ঁ’র শিকার হয়ে ফেরেন সাজঘরে। প্রতিবেদন লেখার সময় অবধি ভারতের স্কোর ১৮০/৬। ৫২ করে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। সাথে নীতিশ কুমার রেড্ডি। এখনও ২৬৫ রানে পিছিয়ে দল।