Mohammed siraj
Mohammed Siraj | Image: Getty Images

অস্ট্রেলিয়া সফরের পাঁচ টেস্টে ভারতীয় পেসারদের মধ্যে সবচেয়ে বেশী বোলিং করেছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। মোট ১৫৭.১ ওভার হাত ঘুরিয়ে ৩১.১৫ গড়ে তিনি তুলে নিয়েছিলেন ২০। টিম ইন্ডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারীও হয়েছিলেন হায়দ্রাবাদের তারকা। কিন্তু তারপরেও সীমিত ওভারের দুই ফর্ম্যাট থেকেই ছেঁটে ফেলা হয় তাঁকে। ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে টি-২০ বা ওয়ান ডে সিরিজে ডাক পান নি তিনি। সুযোগ পান নি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও। জাতীয় দল থেকে বাদ পড়ে দমে যান নি সিরাজ (Mohammed Siraj)। বরং আইপিএলকে বেছে নেন প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে। গুজরাত টাইটান্সের জার্সিতে অনবদ্য পারফর্ম্যান্স করে জায়গা করে নেন নির্বাচকদের নোটবুকে। ইংল্যান্ড সফরে ফেরানো হয়েছে তাঁকে। যে সুযোগ তিনি পেয়েছেন তার সদ্ব্যবহার করুন সিরাজ, চাইছেন ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ।

Read More: ইংল্যান্ডের বিপক্ষে তৈরি বোলিং আক্রমণ, ঘন্টায় ১৫০ কিমি বেগে বল করা এই পেসারদের বাছলেন গম্ভীর !!

দায়িত্ব নিন সিরাজ, চাইছেন অরুণ-

Mohammed Siraj and Jasprit Bumrah | Image: Getty Images
Mohammed Siraj and Jasprit Bumrah | Image: Getty Images

এই মুহূর্তে ভারতীয় পেস বিভাগের অঘোষিত নেতা নিঃসন্দেহে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩.০৬ গড়ে ৩২ উইকেট নিয়েছিলেন ডান হাতি ফাস্ট বোলার। ইংল্যান্ডের বিরুদ্ধেও সাফল্যের জন্য তাঁর দিকে তাকিয়ে থাকবে ‘মেন ইন ব্লু।’ কিন্তু চিন্তা রয়েছে তাঁর চোটপ্রবণতা নিয়ে। বর্ডার-গাওস্কর ট্রফির শেষ ম্যাচে পিঠের পেশীতে টান ধরেছিলো তাঁর। সিডনির দ্বিতীয় ইনিংসে তাঁর না থাকা তফাৎ গড়ে দেয়। ইংল্যান্ডে তেমন পরিস্থিতিতে আর পড়তে চায় না ভারতীয় শিবির। সেই কারণেই বুমরাহ’র ওয়ার্কলোড ম্যানেজমেন্টের উপর জোর দেওয়া হয়েছে। তিনি যে পাঁচটি টেস্ট খেলবেন না তার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছেন হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। হয়ত তিনটি ম্যাচে ডিউক বল হাতে দেখা যাবে তাঁকে। সিনিয়র তারকার অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিন সিরাজ (Mohammed Siraj), চাইছেন ভরত অরুণ।

ইংল্যান্ড সফরে সিরাজের (Mohammed Siraj) থেকে দুর্দান্ত পারফর্ম্যান্সের আশায় টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং কোচ। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভরত অরুণ জানিয়েছেন, “সিরাজের জন্য এটা একটা দুর্দান্ত সুযোগ। ওর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আমি ওকে কিছু দুর্দান্ত স্পেলে বোলিং করতে দেখেছি। লর্ডসে যে ম্যাচটা আমরা গতবার জিতেছিলাম সেখানে ও অনবদ্য বোলিং করেছিলো। সিরাজের জন্য এটাই আদর্শ সময় হাত তুলে বলার যে ,’আমি ভারতের ফ্রন্টলাইন পেসার হয়ে উঠব।’ ওর সেই দক্ষতা রয়েছে। মানসিকতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। ও খুবই বুদ্ধিমান। সিরাজ এমন একজন যে কিনা যে কোনো অধিনায়কের প্রিয়পাত্র হয়ে উঠতে পারে কারণ ও নিজের সবটুকু দেয়। আগ্রাসী হওয়া এক রকম কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করা বেশী গুরুত্বপূর্ণ। আইপিএলে ওকে বেশ ছন্দে দেখিয়েছে।”

মহম্মদ সিরাজের পরিসংখ্যান-

Mohammed Siraj | Image: Getty Images
Mohammed Siraj | Image: Getty Images

২০১৭ সালে টি-২০ ফর্ম্যাটে প্রথমবার ভারতীয় দলের জার্সি গায়ে চাপান মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ওয়ান ডে’তে তাঁর অভিষেক হয় ২০১৯-এর জানুয়ারিতে। ২০২০-র ডিসেম্বরে প্রথমবার লাল বলের ফর্ম্যাটে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। গত চার-পাঁচ বছরে তিন ফর্ম্যাটেই নিয়মিত খেলেছেন তিনি। ৩৬ টেস্ট ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ১০০ উইকেট। বোলিং গড় ৩০.৭৪। মেলবোর্ন, লর্ডসের মত ঐতিহাসিক মাঠে একাধিক স্মরণীয় স্পেল টিম ইন্ডিয়াকে উপহার দিয়েছেন তিনি। ওয়ান ডে’তে ৪৪ ম্যাচে তিনি নিয়েছেন ৭১ উইকেট। ২০২৩-এ আইসিসি ক্রমতালিকার শীর্ষস্থানেও জায়গা করে নিয়েছিলেন হায়দ্রাবাদের ফাস্ট বোলার। দেশের হয়ে জিতেছেন এশিয়া কাপ। ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন তিনি। টি-২০তে ১৬ ম্যাচে তাঁর ঝুলিতে ১৪ উইকেট। ২০২৪-এ জিতেছেন কুড়ি-বিশের বিশ্বকাপ।

Also Read: বাধা হচ্ছে না মায়ের অসুস্থতাও, টিম ইন্ডিয়ার স্বার্থে শীঘ্রই ইংল্যান্ড ফিরছেন গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *