বুমরাহ'র পায়ে শিকল দিচ্ছে BCCI, আইপিএল না খেললে তবেই টিম ইন্ডিয়ায় পাবে সুযোগ !! 1

BCCI: ভারতের প্রমুখ পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) সম্প্রতি ফিটনেস সমস্যায় বেশ ভুগছেন। ইংল্যান্ড সফরেও তিনি তিনটি টেস্টের জন্য উপলব্ধ ছিলেন। এর আগে অস্ট্রেলিয়া সিরিজে পঞ্চম টেস্টে চোট পেয়েছিলেন তিনি এবং তিন মাসের জন্য তিনি ক্রিকেটের বাইরেই ছিলেন। বারংবার তাঁর এই চোট পাওয়ার প্রবণতা আবারও একটি বড় প্রশ্ন উত্থাপন করেছে—কিভাবে তার খেলাধুলার চাপ এবং বিশ্রাম সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়, বিশেষ করে আইপিএলের মতো ব্যস্ত সময়ের আগে। বুমরাহকে ইংল্যান্ড সিরিজে পুরোপুরি ভাবে না পাওয়া গেলেও এশিয়া কাপের মঞ্চে তাঁকে বেশ দেখতে পাওয়া যাবে।

বুমরাহকে নিয়ে চিন্তিত BCCI

Bcci
Jasprit Bumrah and Mornie Morkel | Image: Getty Images

ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ভারত অরুণ বুমরাহের আন্তর্জাতিক মঞ্চে উপলব্ধ থাকার বিষয়ে বড় বয়ান দিয়েছেন। অরুণের মতে বুমরাহকে আইপিএল থেকে বিশ্রামে রাখা উচিত বদলে তাঁকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে বলে মনে করছেন তিনি। অরুণ মনে করেন, ফাস্ট বোলাররা সব ফরম্যাটে ধারাবাহিকভাবে খেলতে পারেন না। আইপিএলের মতো বড় টুর্নামেন্টের ঠিক আগে আন্তর্জাতিক সিরিজ খেললে তাদের ইঞ্জুরির ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই বুমরাহর মতো গুরুত্বপূর্ণ বোলারকে সুরক্ষিত রাখা ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য।

Read More: বছরের ২০০ দিন আহত থাকেন এই খেলোয়াড়, IPL আসলেই হয়ে ওঠেন ফিট !!

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৮ কোটি টাকা পেয়ে থাকতেন বুমরাহ। যদি বুমরাহ আইপিএল না খেলার সিদ্ধান্ত নেন তাহলে বুমরাহ সেই অর্থ পাবেন না। যে কারণে বিসিসিআইকে তাঁর সেই টাকার ভরণপোষণের দায়িত্ব নিতে হবে। তবে প্রশ্ন এখানে – বিসিসিআই (BCCI) কি আদেও সেই দায়িত্ব নিতে চাইবে ? যদি বোর্ড বুমরাহকে ক্ষতিপূরণ দেয়, তাহলে অন্য তারকা খেলোয়াড়রাও আইপিএল মিস করলে একই সুবিধা চাইতে পারেন। এটি বিসিসিআইয়ের জন্য বড় আর্থিক চাপ তৈরি করতে পারে। অন্যদিকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের কথা বলতে গেলে, ফ্রাঞ্চাইজি গুলোও বড় সমস্যায় পড়বে। বুমরাহ ভারত ও মুম্বাই ইন্ডিয়ান্স দুই দলের জন্যই স্টার পারফর্মার।

বিসিসিআইয়ের কাছে আপিল করলেন ভরত অরুণ

বুমরাহ'র পায়ে শিকল দিচ্ছে BCCI, আইপিএল না খেললে তবেই টিম ইন্ডিয়ায় পাবে সুযোগ !! 2
Bharat Arun and Jasprit Bumrah | Image: Getty Images

ভরত অরুণ বুমরাহকে নিয়ে মন্তব্য করে বলেছেন, “ব্যাটার বা স্পিনারদের জন্য সব ফরম্যাটে খেলা ঠিক আছে। কিন্তু একজন ফাস্ট বোলারের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা— কারণ অতিরিক্ত ক্রিকেট খেলার ফলে শারীরিক দিকটা নিয়ে কাজ করার মতো পর্যাপ্ত সময় পাওয়া যায় না। সে বিষয়গুলি খতিয়ে দেখাটা প্রয়োজন। বুমরাহের মতন দলে থাকা কোনো গুরুত্বপূর্ণ বোলার দের বিশ্রাম দেওয়া যেতে পারে এবং তাদের যথাযথভাবে ক্ষতিপূরণও দেওয়া যেতে পারে।” অন্যদিকে, ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলা খেলোয়াড়ের ব্যাক্তিগত সিদ্ধান্ত, এমনকি ফ্রাঞ্চাইজিও সেই খেলোয়াড়কে ছেড়ে দিতে চাইবে না।

Read Also: ED’র নিশানায় শিখর ধাওয়ান, বেআইনি বেটিং কেলেঙ্কারিতে নাম জড়ালো প্রাক্তন ওপেনারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *