পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক ছাপিয়ে ভাইরাল বেঙ্কটেশ প্রসাদের ট্যুইট, একে দিলেন জয়ের শ্রেয় !! 1

প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে জুটেছিল হার। বিরাট কোহলি নামের এক অতিমানবের সামনে এসে থেকে গিয়েছিলো যাবতীয় জয়ের আশা। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের কাছে জুটেছিলো হার। পরপর দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে যাওয়ার উপক্রম হয়েছিলো টিম পাকিস্তানের। বিশ্বকাপ শুরু’র আগে যাঁরা পাকিস্তান’কে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ধরছিলেন তাঁরাও আস্তে আস্তে সম্ভাব্য জয়ী তালিকে থেকে মুছে ফেলেছিলেন বাবর আজম, মহম্মদ রিজওয়ান’দের নাম। কিন্তু দৈবের অদ্ভুত খেলায় সেই পাকিস্তান আজ টি-২০ বিশ্বকাপের শেষ চারে। অঘটনের বিশ্বকাপে চমকের পর চমক চলেই যাচ্ছে। রবিবার অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকা’কে নেদারল্যান্ডস ১৩ রানে হারিয়ে দিতেই বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ’টি সেমিফাইনালের অঘোষিত কোয়ালিফায়ার হয়ে দাঁড়ায়। মহা গুরুত্বপূর্ণ সেই ম্যাচে টাইগার্স’দের ৫ উইকেটে হারিয়ে শেষ চারে ঢুকে পড়লো পাকিস্তান।পাক দলের অভুতপূর্ব কামব্যাকের পর সমাজমাধ্যম ভরে ওঠে সেই বিষয়ক পোস্টে। সব পোস্টের মাঝে আলাদা করে নজর কেড়ে নেয় প্রাক্তন ভারতীয় বোলার বেঙ্কটেশ প্রসাদের ট্যুইট’টি।

কি লিখলেন প্রসাদ?

Venkatesh Prasad | image: Twitter
Ex-India player Venkatesh Prasad’s tweet caused a stir after Pakistan qualified for the semifinals of the T20 World Cup, 2022

পাকিস্তান আর বেঙ্কটেশ প্রসাদ নামদুটো একসাথে উচ্চারিত হলে সকলের মনে আসে ১৯৯৬ বিশ্বকাপে আমির সোহেলের সাথে প্রসাদের ডুয়েল। ভারত বনাম পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসে অমর হয়ে আছে সোহেল’কে আউট করে প্রসাদের ‘সেলিব্রেশন।’ এত বছর পর আরও একবার পাকিস্তান সংক্রান্ত আলোচনার কেন্দ্রবিন্ধু তিনি। বা বলা ভাল তাঁর একটি ভাইরাল ট্যুইট। নেদারল্যান্ডসের ওইতিহাসিক জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা, আর প্রায় বিদায়ের মুখে থাকা পাকিস্তানের কপালে জোটে নতুন অক্সিজেন। বাংলাদেশ’কে হারিয়ে শাহীন শাহ আফ্রিদি’রা শেষ চারে প্রবেশ করতেই বেঙ্কটেশ প্রসাদ ট্যুইট করেন, “ভাগওয়া তাহলে পাকিস্তান’কে বিশ্বকাপের সেমিফাইনালে যেতে সাহায্য করলো।” এই ট্যুইট নিয়ে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানের জয়ের দিনে হঠাৎ ভাগওয়ার কথা মাথাইয় এলো কেনো প্রসাদের? প্রশ্ন তোলেন কেউ কেউ। আসলে ভাগওয়া কথার অর্থ হলো গেরুয়া। নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকা’কে ১৩ রানে হারাতেই দরজা খুলেছে পাকিস্তানের সামনে। যেহেতু দাচদের জার্সি’র রঙ গেরুয়া, সেই কথা মাথায় রেখেই ভাগওয়ার প্রসঙ্গ টেনে আনেন ভারতের কিংবদন্তী ফাস্ট বোলার। দেখে নিন সেই ট্যুইট-

সেমিফাইনালে চার দল কারা?

captains | image: twitter
The four captains who are going to lead their teams in the semifinals of the T20 World Cup 2022

বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে দুটি গ্রুপের প্রত্যেকটিতে ছিলো ছয়টি করে দল। গ্রুপ-১ থেকে শেষ চারের যোগ্যতা অর্জন করেছে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। ছিটকে গিয়েছে আয়োজক দেশ ও ২০২১ টি-২০ বিশ্বকাপের বিজেতা অস্ট্রেলিয়া। গ্রুপ-২ থেকে ভারতের সাথে মনে করা হচ্ছিলো সেমিফাইনালে যাবে দক্ষিণ আফ্রিকা। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিজেদের ‘চোকার্স’ তকমা জিইয়ে রেখে হেরে বসায় দরজা খুলে যায় পাকিস্তানের সামনে। বাংলাদেশ’কে হারিয়ে সুযোগের সদ্ব্যবহার করে তারা। দুই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে যথাক্রমে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত এবং পাকিস্তান। আগামী ৯ নভেম্বর সিডনি’তে প্রথম সেমিফাইনালে মুখোমুখি পাকিস্তান ও নিউজিল্যান্ড। আর ১০ নভেম্বর অ্যাডিলেডে ভারত নিজের সেমিফাইনাল ম্যাচটি খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রায় পনেরো বছর পর টি-২০ বিশ্বকাপ ট্রফি ‘মেন ইন ব্লু’ ঘরে ফেরাতে পারে কি সেদিকেই এখন নজর সবার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *