আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম বড় নাম হলো বিরাট কোহলি (Virat Kohli)। ১৭ই আগস্ট ২০০৮ সালে শ্রীলংকার বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সিতে অভিষেকের আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয় করে খবরের লাইমলাইটে চলে এসেছিলেন বিরাট কোহলি। তবে ১৬ বছরে তার ক্যারিয়ারে সাদা বলের সমস্ত ট্রফি জয় করে ফেলেছেন বিরাট (Virat Kohli)। সদ্য সমাপ্ত হওয়া ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জয় করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরমেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। তিন ফরমেট মিলিয়ে বিরাট মোট ৫৩৩টি ম্যাচ খেলেছেন ৫৩.৩৫ এর গড়ে ২৬,৯৪২ রান বানিয়েছেন তিনি। পাশাপাশি ৮০টি শতক এবং ১৪০টি অর্ধশত রান বানিয়েছেন তিনি।
আশা করা যায় তিনি এখনো দুই থেকে তিন বছর ভারতীয় দলের হয়ে খেলবেন এবং ক্রিকেট যখন শেষ করবেন তখন খেলার সব রেকর্ডই তিনি ভেঙে দিতে সক্ষম হবেন। অন্যদিকে, বিরাটের ১৬ বছর পূর্তিতে একটি একাদশ গঠন করা হয়েছে। একাদশটি এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে ভারতের সেই সমস্ত প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়েছে যারা বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট খেলে এসেছেন এই ১৬ বছর।
Read More: সমালোচকদের যোগ্য জবাব দিলেন ঈশান কিষান, বুচি বাবু টুর্নামেন্টে ঝোড়ো ব্যাটিং চালিয়ে পাকা করলেন জাতীয় দলে জায়গা !!
বিরাটের একাদশে সুযোগ পেয়েছেন এই মহারথীরা
বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে যে সকল খেলোয়াড়রা খেলেছেন তাদের মধ্যে ওপেনার হিসেবে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গিয়েছে শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং রোহিত শর্মাকে (Rohit Sharma)। ক্রিকেট জগতের ঈশ্বর হিসেবে পরিচিত শচীন এবং মডার্ন ক্রিকেটে সাদা বলের ফরম্যাটে সর্বশ্রেষ্ঠ ওপেনার হিসেবে পরিচিত রোহিত শর্মাকেই রাখা হয়েছে। এরপর তিন নম্বরে বিরাট কোহলি নিজেই সুযোগ পেয়েছেন, কারণ এই দশকের সেরা ব্যাটসম্যান তিনিই। দলের মিডিল অর্ডারের দায়িত্ব সামলাতে দেখা যাবে যুবরাজ সিংকে (Yuvraj Singh) যিনি ছিলেন ২০১১ সালের বিশ্বকাপের সেরা। শুধু তাই নয় ব্যাটিং ব্যাটিংয়ে মহান যোদ্ধা ছিলেন যুবরাজ তাকে সঙ্গ দিতে ৫ নম্বরে দেখা যাবে লোকেশ রাহুলকে (KL Rahul)।
বিরাট কোহলির খুব কাছের বন্ধু হলেন রাহুল। ভারতের হয়ে একাধিক ম্যাচ উইনিং নক তিনি খেলেছেন। কোহলির দলে ফিনিশারের ভূমিকায় লক্ষ্য করা যাবে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। বিরাটের ক্যারিয়ার শুরু হয়েছিল ধোনির নেতৃত্বেই এবং ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবথেকে সকল ক্যাপ্টেন হলেন তিনি যার ভিত্তিতেই এই দলে তার সুযোগ পাওয়াটা কাম্য। কোহলিকে নিয়ে বানানো এই দলের অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) বাছাই করে নেওয়া হয়েছে। মুখ্য স্পিনার হিসাবে রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin) রাখা হয়েছে এবং মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহ এর পেস আক্রমণ এই দলটিকে আরো শক্তিশালী বানিয়ে তোলে।
কোহলির সাথে খেলা সেরা ভারতীয় একাদশ
শচীন টেন্ডুলকর, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, কেএল রাহুল, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র যাদেজা, রবিচন্দ্রন আশ্বিন, মহম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।