IPL 2024: বিশ্বকাপ মিটতেই ক্রিকেটজনতা নজর ফিরিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) দিকে। মরসুম শুরু হতে এখনও বাকি কয়েক মাস। কিন্তু এখন থেকেই আইপিএলের উত্তাপ অনুভব করতে পারছেন ক্রিকেটপ্রেমীরা। সৌজন্যে সপ্তদশ মরসুমের ‘মিনি’ নিলাম। সংবাদমাধ্যম সূত্রে খবর যে আগামী ১৯ ডিসেম্বর আয়োজিত হতে চলেছে নিলামপর্ব। গত বছর কেরলের কোচি শহরে নিলামের টেবিলে একে অপরের মুখোমুখি হয়েছিলো দশ দল। এবার দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে পা রাখছে আইপিএলের নিলাম। অনুষ্ঠিত হওয়ার কথা দুবাইয়ের মাটিতে। গত মরসুমের সাফল্য-ব্যর্থতার খতিয়ান বিশ্লেষণ করে ফাঁকফোকর ভরাট করাই লক্ষ্য থাকবে সব দলেরই।
২০২৩ মরসুমের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) আগামী আইপিএলেও (IPL) খেতাব জয়ের উদ্দেশ্য নিয়েই মাঠে নামতে চলেছে। আহমেদাবাদের মাঠে গুজরাত টাইটান্সকে শেষ বলে হারিয়ে পঞ্চম ট্রফি জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), রবীন্দ্র জাদেজারা (Ravindra Jadeja)। সফলতম ফ্র্যাঞ্চাইজি হিসেবে জায়গা করে নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের পাশে। এবার ট্রফি জিতে রোহিত শর্মাদের পিছনে ফেলে একক ভাবে সফলতমের তকমা নিজেদের নামের পাশে যুক্ত করাই লক্ষ্য থাকবে তাদের। টানা দ্বিতীয় খেতাব জয়ের উদ্দেশ্যে দল গোছাতে গিয়ে আচমকাই বিপত্তিতে পড়তে হয়েছে তাদের। নিলাম পর্বের কিছুদিন আগেই আসন্ন মরসুম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তারকা অলরাউন্ডার বেন স্টোকস (Ben Stokes)। আপাতত তাঁর বদলি খোঁজাই চ্যালেঞ্জ চেন্নাইয়ের।
Read More: শুভমান গিলের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রথমবারের মত কথা বললেন সারা তেন্ডুলকর, করলেন গোপন তথ্য ফাঁস !!
আগামী IPL-এ খেলছেন না বেন স্টোকস-

হাঁটুতে অস্ত্রোপচারের হয়েছে মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni)। আদৌ আগামী মরসুমে মাঠে নামার জায়গায় তিনি থাকবেন কিনা তা নিয়ে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না এখনই। ধোনির বদলি হিসেবে যিনি হতে পারতেন চেন্নাইয়ের সম্ভাব্য অধিনায়ক সেই বেন স্টোকস (Ben Stokes) মরসুম শুরুর মাসখানেক আগেই আইপিএল থেকে সরে দাঁড়ালেন। সদ্যই ওডিআই অবসর ভেঙে ইংল্যান্ড দলে ফিরেছিলেন তিনি। বিশ্বকাপ চলাকালীন চোট সমস্যায় ভুগেছেন। বেশ কিছু ম্যাচ খেলতে পারেন নি। শেষমেশ তাঁর সৌজন্যেই ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করে।
বিশ্বকাপের (ICC World Cup) পর সম্ভবত ফের ওডিআই-তে অবসরের পথেই হাঁটবেন তিনি। তবে খেলবেন আন্তর্জাতিক টি-২০ এবং টেস্ট। আগামী বছর টি-২০ বিশ্বকাপ রয়েছে। ব্যর্থ ওডিআই বিশ্বকাপ অভিযানের পর কুড়ি-বিশের ফর্ম্যাটকেই নিশানা করছে ইংল্যান্ড। সেই কারণেই তরতাজা থাকতে চান স্টোকস (Ben Stokes)। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তিনি সরে দাঁড়ালেন আইপিএল থেকে।গত বছরের ‘মিনি’ নিলামে ১৬.২৫ কোটি টাকা দিয়ে স্টোকসকে (Ben Stokes) দলে নিয়েছিলো চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। চোটে জর্জরিত থাকায় মাত্র ২ ম্যাচের বেশী খেলতেই পারেন নি তিনি। করেন ১৫ রান, কোনো উইকেট পান নি ইংল্যান্ড অলরাউন্ডার।
২০২৪ মরসুমে তাঁর থেকে বড় সাফল্যের আশায় ছিলো সুপার কিংস দল। কিন্তু স্টোকস সরে যাওয়ায় আশাহত হতে হচ্ছে তাদের। যদিও ইংল্যান্ড তারকার না খেলা ‘শাপে বর’ হয়েও দেখা দিতে পারে মহেন্দ্র সিং ধোনিদের (MS Dhoni) সামনে। এবারের নিলামের আগে চেন্নাইয়ের (CSK) হাতে কেবলমাত্র ১ কোটি ৫০ লাখ টাকা ছিলো ‘অকশন পার্সে।’ স্টোকস নাম তুলে নেওয়ায় বাড়তি ১৬ কোটি ২৫ লাখ টাকা যুক্ত হলো তাতে। সাথে বিসিসিআই অনুমতি দিয়েছে আরও ৫ কোটি টাকা দল গড়তে ব্যবহার করার। ফলে আগামী মরসুমের দল গুছিয়ে নেওয়ার ব্যাপারে মজবুত জায়গায় পৌঁছে গেলো তারা। রচিন রবীন্দ্র, ট্র্যাভিস হেড বা মিচেল স্টার্কদের মত ‘মোস্ট ওয়ান্টেড’ তারকাদের পিছনে বিনা দ্বিধায় এখন ছুটতে পারবে চেন্নাই।