নিজে থেকে নয় বরং এই ব্যাক্তির জন্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন MS ধোনি !! 1

জমে উঠেছে বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় লীগ আইপিএল (IPL 2024), ইতিমধ্যে চলতি আইপিলের ২২ ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে আর এই পরিস্থিতিতে প্রকাশ্যে আসলো এক কঠিন সত্য। ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন এমএস ধোনিকে (MS Dhoni) নিয়ে সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা। ৪২ বছর বয়সী ধোনি বর্তমানে চেন্নাই সুপার কিংসের হয়ে উইকেট কিপার ও ব্যাটসম্যানের ভূমিকা পালন করছেন।

আরও পড়ুন | আইপিএল চলাকালীন দুর্দান্ত খবর পেলেন ঋষভ পন্থ, টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় নিচ্ছেন এন্ট্রি !!

৩১ বছর বয়সে অবসর নিতে হয়েছিল ধোনিকে

MS Dhoni,
MS Dhoni | Image: Getty Images

৪২ বছর বয়সী ধোনি এখনও লম্বা লম্বা ছক্কা হাঁকানোর ক্ষমতা রাখেন। এখনও উইকেটের পিছনে সেই পুরনো দক্ষতা ও বিদ্যুৎ গতিতে স্টাম্পিং করতে দেখা যায় মাহিকে। তবে, মাত্র ৩১ বছর বয়সে ৯১ টেস্ট খেলে লাল বলের ফরম্যাট থেকে বিদায় নিয়েছিলেন কেন ক্যাপ্টেন কুল ? দীর্ঘ ১০ বছর পর হলো খোলাসা। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে শেষ টেস্ট খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। মাত্র ৯ টেস্ট খেললেই গড়ে ফেলতে পারতেন অনন্য রেকর্ড, তবে মাত্র ৩১ বছর বয়সেই অপ্রত্যাশিত ভাবে টেস্টজীবন শেষ করে দিয়েছিলেন ধোনি।

বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, ধোনি বাধ্য হয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিয়েছিলেন অবসর। প্রসঙ্গত, স্ত্রী সাক্ষী ধোনির একটি শর্ত মানতে গিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে হয়েছিল সকলের প্রিয় মাহিকে। ২০১৪ সালের অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন সাক্ষীর সাথে এমএস ধোনির (MS Dhoni) একটি ভিডিও কলের মুহূর্ত বেশ ভাইরাল হয়েছে। তা থেকেই জানা গিয়েছে, টেস্ট ক্রিকেট থেকে ধোনির অবসরের নেপথ্যে রয়েছেন সাক্ষী।

মাহির অবসরের নেপথ্যে ছিলেন তার স্ত্রী

Ms dhoni
Mahendra Singh Dhoni and Sakshi Dhoni | Image: Getty Images

ভিডিয়োতে সাক্ষীকে বলতে শোনা গিয়েছে যে পিতা হতে গেলে ধোনিকে একটি ফরম্যাটকে আলবিদা জানাতে হবে। সাক্ষী ধোনিকে বলেন, “তুমি যদি সন্তান চাও তাহলে, এক ধরনের ফরম্যাট থেকে তোমাকে অবশ্যই অবসর নিতে হবে।” কারণ একজন ক্রিকেটার যিনি ৩ ফরম্যাট ক্রিকেট খেলেন তার পক্ষে পরিবারের পিছনে সময় দেওয়া খুবই কঠিন একটি কাজ। তবে, ধোনি তার স্ত্রী সাক্ষীর এই শর্ত মেনে নেন এবং ক্রিকেটের বড় ফরম্যাট টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ধোনি।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কয়েক মাস বাদেই ধোনি ও সাক্ষীর একমাত্র কন্যা সন্তান জিভা জন্মগ্রহণ করেন। এরপর ২০১৭ সালের জানুয়ারি মাসে সাদা বলের ফরম্যাট থেকে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দেন। ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে শেষবারের মতন এমএস ধোনিকে জাতীয় দলের হয়ে খেলতে দেখা গিয়েছিল। ২০২০ সালের ১৫ আগস্ট সোশ্যাল মিডিয়াতে নিজের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। যদিও, মাহি এখনও আইপিএলে কামাল করে চলেছেন, ২০২১ ও ২০২৩ আইপিএলে তার নেতৃত্বে চেন্নাই সুপার কিংস আবার চতুর্থ ও পঞ্চম ট্রফির স্বাদ পায়। চলতি আইপিএল সিজিনে ধোনি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন এবং ঋতুরাজ গাইকোয়ার্ড হয়ে উঠেছেন দলের নতুন অধিনায়ক।

আরও পড়ুন | IPL 2024: MS Dhoni গর্জনে মাতোয়ারা চিপক, ভাইরাল হলো আন্দ্রে রাসেলের প্রতিক্রিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *