গুজরাট নয় KKR এর জন্য কাল হলো বৃষ্টি, ভঙ্গ হবে ট্রফি জয়ের স্বপ্ন !! 1

আবার একবার কলকাতা নাইট রাইডার্সের (KKR) ম্যাচে বৃষ্টির প্রকোপ। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজকের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ও গুজরাট টাইটানসের (GT vs KKR)। গ্রুপ তালিকার ৬৩তম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার রয়েছে তীব্র সম্ভাবনা। এখনও পর্যন্ত অনবরত বৃষ্টি চলছে, পিচ ঢাকা রয়েছে সকাল থেকেই। সন্ধ্যা ৭টার দিকে বাজ পড়ছিল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, যে কারণে টস পর্ব সারতে পারেনি ম্যাচ অফিসিয়ালরা। তবে, ১০.৫৬ পর্যন্ত ৫ ওভারের খেলার একটি সম্ভাবনা রয়েছে। কিন্তু, আজকে খেলা না হলে দুই দলকে একটি করে পয়েন্ট দেওয়া হবে।

কোয়ালিফায়ার ১’এর জন্য জায়গা পাকা করলো কলকাতা

Kolkata Knight riders, ipl 2024, kkr
Kolkata Knight Riders | Image: Getty Images

যার ফলে কলকাতা ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষ দুই তালিকায় বজায় থাকবে এবং ১১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে গুজরাট টাইটান্সকে। আজকের ম্যাচটি গুজরাটের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল তবে বৃষ্টির কারণে হয়তো তাদেরকে আইপিএল ২০২৪’এর মঞ্চ থেকে ছিটকে যেতে হবে। তবে বৃষ্টির কারণে গুজরাটের থেকে বেশি ক্ষতির মুখে পড়বে কলকাতা নাইট রাইডার্স (KKR)। আজকের ম্যাচটি অমীমাংসিত না হলে গুজরাটের বিরুদ্ধে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেত কলকাতার এবং গুজরাট যদি আজকের ম্যাচে জয়লাভ করতো তাহলে চিন্তায় থাকতো চেন্নাই সুপার কিংস (CSK) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)।

Read More: IPL 2024: আবারও ইডেন’কে ‘গুডবাই’ বললেন গম্ভীর, দিলেন KKR ত্যাগের ইঙ্গিত !!

চাপ বাড়লো কলকাতার

Shreyas Iyer, ipl 2024
Shreyas Iyer | Image: Getty Images

কিন্তু গুজরাট টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে তাদের পক্ষে প্লে-অফের দৌড়ে টিকে থাকাটা অনেকটা সহজ হয়ে দাঁড়িয়েছে। হায়দ্রাবাদ বা চেন্নাই প্লে-অফে পৌঁছালে চিন্তা বাড়বে কলকাতা নাইট রাইডার্সের। চলতি মরশুমে দুর্দান্ত ছন্দে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতার বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচটি শেষ বলে অবধি গড়িয়েছিল এবং ম্যাচটি কলকাতা জিতলেও হায়দ্রাবাদ কলকাতার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে, পাশাপশি চলতি আইপিএলে চেন্নাইয়ের বিরুদ্ধে কলকাতা দলের পারফরমেন্স ছিল খুবই সাধারণ এবং তাদের বিরুদ্ধে সিজিনের প্রথম পরাজয়টি এসেছিল। আজকের ম্যাচে কোয়ালিফায়ার ১’এর জন্য নিজেদের জায়গা কনফার্ম করলেও কলকাতা দলের চিন্তার কারণ হয়ে উঠবে এই দুই দল।

Read Also: IPL 2024: রণক্ষেত্র মুম্বই ইন্ডিয়ান্স সাজঘর, হার্দিক পান্ডিয়ার সাথে তিলক বর্মার বিবাদ চরমে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *